আধার ভারতের অন্যতম ব্যবহৃত সচিত্র পরিচয় পত্র। বিগত মনমোহন সিংহ সরকার দেশের সমস্ত মানুষকে এক ছাতার তলায় আনতে এই উদ্যোগ শুরু করেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে এই আধার কার্ড তৈরি শুরু করেন। ফিঙ্গার প্রিন্ট ও চোখের রেটিনার স্ক্যান দিয়ে তৈরি হয় প্রতিটি নাগরিকের আধার কার্ড। তারপর প্রতি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে আধার কার্ড ।
যত সময় গেছে আধার কার্ডের ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছে। ব্যাংক, অফিস থেকে শুরু করে হোটেল, কর্মক্ষেত্রে সব জায়গায় এই কার্ড ব্যবহার হয়। বিভিন্ন জায়গায় এই কার্ডের জেরক্স কপি বা ফটো দিতে হয়। সেখানেই সমস্যা হয়ে দাঁড়ায়। এই কার্ডের যথেচ্ছ ব্যবহার মানুষের গোপনীয়তার সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। সেই সমস্যা সমাধানে নতুন ধাঁচের আধার কার্ড আনতে চলেছে সরকার।
ছোটখাটো বিষয়ে মানুষের গুরুত্বপূর্ণ এই আধার কার্ডের ব্যবহার যেন স্বাভাবিক প্রবৃত্তি হয়ে উঠেছে। অথচ এই আধার কার্ডের তথ্য হাতিয়ে মানুষকে সহজে প্রতারণা করা যায়। ব্যাংক জালিয়াতি থেকে ব্যক্তিগত তথ্য অপব্যবহার করে প্রতিদিন প্রতারিত করা হয় লক্ষ লক্ষ ভারতীয়কে। সেই সমস্যা সমাধান করতেই UIDAI নতুন প্রন্থা নিয়ে আসছে। এবার নতুন ধাঁচের আধার কার্ড পেতে চলেছে নাগরিকরা।
নতুন এই আধার কার্ডে নাগরিকের শুধু নাম ও কার্ড নং থাকবে। সঙ্গে থাকবে একটা QR কোড। সেই QR কোড স্কান করলেই ঐ ব্যক্তির বাকি তথ্য পাওয়া যাবে। তার ফলে অফলাইনে কোন ব্যক্তির পরিচয় পত্রের প্রমাণ হিসাবে ঐ আধার কার্ডের জেরক্স কপি বা ফটো দেওয়ার সুযোগ থাকবে না। শুধুমাত্র QR কোড স্ক্যান করেই আধার কার্ড ব্যবহার করা যাবে। তাছাড়া, যাদের কাছে QR কোড স্ক্যান করে তথ্য নেওয়ার অনুমোদন থাকবেই কেবলমাত্র তারাই আধার মেশিন দ্বারা ঐ কোড স্ক্যান করতে পারবে। এই সুবিধা নেওয়ার জন্য সংস্থাকে UIDAI- এর কাছ থেকে অনুমোদন নিতে হবে। এমনকি আগামী দিনে আধার কার্ডের জেরক্স কপি ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্র সরকার।
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের বিরাট আপডেট। না জানলে হাত ছাড়া হতে পারে বৃত্তি।
এই নতুন আধার কার্ডের সুবিধা – এই কার্ডের অবাধ ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণা করা বন্ধ হবে। অযথা আধার কার্ডের ফটো কপি ব্যবহারের ঝামেলা কমবে। আধার কার্ড সুরক্ষাও বাড়বে। এমনকি আধার কার্ডের সাথে সম্পর্কিত মানুষের গোপনীয়তা সুরক্ষিত থাকবে।
নতুন বছরেই নাগরিকদের জন্য এই আধার দেওয়া শুরু হবে। কিভাবে এই কার্ড প্রদান করা হবে এবং খরচ কত লাগবে সেটাও জানিয়ে দেবে।