Vivo V40 5G হাই-এন্ড কার্ভড ডিসপ্লে এবং 200MP ক্যামেরা সও আরো অন্যান্য বৈশিষ্ট্য কি কি রয়েছে?

বছরে শুরু থেকেই এক এক কোম্পানির স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। এক একটি কোম্পানি অন্য কোম্পানির সাথে রীতিমতো প্রতিযোগিতা চালাচ্ছে বলা যায়। এ প্রতিযোগিতার বাজারে Vivo V40 5G সম্প্রতি আকর্ষণীয় স্মার্টফোন হিসেবে বিবেচিত হচ্ছে। এই ফোনের যে নতুন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি প্রত্যেক গ্রাহককে আকর্ষিত করবে। একটি মসৃণ ডিভাইস, উন্নত ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে সও আর কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখে নেওয়া যাক।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি :

এই ফোনটির ডিজাইনে এতটাই আধুনিকত্ব দেওয়া রয়েছে যে চমৎকার সৌন্দর্য বহন করছে ফোনটি। ডিভাইসটি অতি স্লিম প্রকৃতির হওয়ায় দৈনন্দিন ব্যবহারের খুবই উপযোগী। এই ডিভাইসটির পুরুত্ব রয়েছে 7.58 মিমি। ডিভাইসটি অনেকটাই হালকা হওয়ার জন্য দীর্ঘক্ষণ ব্যবহার করা, হাতে ধরে কল করা বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল বা চ্যাটিং করায় খুবই আরামদায়ক হবে। ডিভাইসটিতে একটি শক্তিশালী ধাতব ফ্রেম দেওয়া রয়েছে, যেটি দুর্ঘটনা বা যে কোনো আঘাত থেকে মোবাইল ফোনটিকে রক্ষা করবে।

উজ্জ্বল, তীক্ষ্ণ এবং মসৃণ ডিসপ্লে :

Vivo V40 5G ফোনের অসাধারণ বৈশিষ্ট্য হলো 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটি স্বচ্ছতার সাথে টেক্সট ও ছবি রেন্ডার করতে পারে। ডিসপ্লের মধ্যে ফুল এইচডি রেজোলিউশন হাই ডেফিনেশন থাকার জন্য movie streaming থেকে শুরু করে গ্রাফিক ইনটেনসিভ গেম খেলায় তীক্ষ্ণ ভিজুয়াল নিশ্চিত করে।

আরোও পড়ুন : ভারতে লঞ্চ হয়ে গেল Realme 16 Pro + এবং Realme 16 pro, বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

প্রসেসর : এই ফোনে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দেওয়া রয়েছে।

ক্যামেরা : এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর ফলে সেলফি প্রেমী এবং ভিডিও করার জন্য অনেকটাই পারফেক্ট হতে চলেছে ফোনটি।

ব্যাটারি : এই ফোনটিতে শক্তিশালী ৫০০০ mAh ব্যাটারি এবং ৮০W ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম যুক্ত করা হয়েছে।

RAM ও স্টোরেজ : ৮GB/১২GB RAM এবং ১২৮GB/২৫৬GB/৫১২GB স্টোরেজ পাওয়া যাবে।

অপারেটিং সিস্টেম : Android 14 ভিত্তিক Funtouch OS 14 দেওয়া রয়েছে।

ভারতীয় মূল্য : ভারতে Vivo V40 5G ফোনের দাম প্রায় ৩৩,০০০ টাকা থেকে শুরু হয়েছে। তবে ফোনটির ভেরিয়েন্ট অনুযায়ী দাম ভিন্ন রয়েছে। ফ্লিপকার্ট, আমাজন, ক্রমার মতো অনলাইন স্টোর এই ফোনটি উপলব্ধ রয়েছে।

আপনি যদি প্রিমিয়াম দামের মধ্যে দুর্দান্ত কোয়ালিটির ক্যামেরা, ফাস্ট চার্জিং, দুর্দান্ত আকর্ষণীয় ডিসপ্লে এবং হালকা উপাদানের তৈরি ডিভাইস, দৈনন্দিন ব্যবহারের উপযোগী এই ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

Join Group Join Group