তুলা রাশির এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? রাশিফল অনুযায়ী কোন কোন দিকে সতর্ক থাকবেন? জানুন বিস্তারিত!

রাশিফল অনুযায়ী আপনার এই সপ্তাহটা কেমন যাবে? এটা জানার জন্য অনেকেই বিভিন্ন ভিডিও বা পত্রিকা ঘেঁটে থাকেন। তবে আজকে জানাতে চলেছি তুলা রাশির এই সপ্তাহটা অর্থাৎ ১২ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি কেমন যেতে চলেছে? আপনিও যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এ প্রতিবেদনটি পড়ে জেনে নিন আপনার এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে। কোনো সতর্কবার্তা হয়েছে কিনা সে সম্পর্কেও জেনে নিন প্রতিবেদনের মাধ্যমে।

রাশিচক্রের এই রাশিটি অর্থাৎ তুলা রাশিটির নাম শুনলে বোঝা যায়, এটি খুবই নরম এবং শান্ত স্বভাবের একটি রাশি। রাশিচক্র অনুযায়ী এই রাশিটি জাগতিক কামনা বাসনার কারক হিসাবে ধরা হয়। প্রকাশ করার ক্ষমতা বা শক্তি এই রাশির মধ্যে কম থাকে। তুলা রাশির জাতক-জাতিকাদের মনের ভাব প্রকাশ করার মনোভাব কম থাকার জন্য বাইরে থেকে এদেরকে দেখলে বোঝা যায় না। শুক্র গ্রহের অনুকূল থাকার জন্য অনেক বাধা-বিপত্তি আসার পরেও শুক্রের প্রভাবে বাধা-বিপত্তি কাটিয়ে সুন্দর ও এগিয়ে চলার ক্ষমতা লাভ করে এই রাশি। এই রাশিতে রজ গুণের প্রভাব থাকার জন্য কর্মের প্রতি উদ্যমতা দেখা যায়। জীবনের প্রথম দিকে যদিও কষ্ট বা জনপ্রিয়তা না থাকলেও শেষ জীবনে খ্যাতি লাভ হয়। এই রাশির জাতক-জাতিকা রা সাধারণত অন্যের কথায় প্রভাবিত হয়। অন্যের কথায় বিশ্বাস করে অনেক সময় মানসিক ও আর্থিক কষ্ট ভোগ করে।
এটা ছিল তুলা রাশির জেনারেল পেডিগ্রী। তবে তুলা রাশির এই সপ্তাহটা কেমন যেতে চলেছে, এবার সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিভিন্ন জ্যোতিষীদের মতে, তুলা রাশির এই সপ্তাহটা ভালো ও মন্দ মিলিয়ে কাটতে চলেছে। সপ্তাহের প্রথম দিকটি, পারিবারিক কারণে মত বিরোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্ম ক্ষেত্রে উদ্যোগ থাকা সত্ত্বেও বাধা রয়েছে। হঠাৎ কোনো কারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকাদের তুলা রাশি নরগণ রয়েছে তাদের এই সপ্তাহটা একদম নেগেটিভ যাবে। শারীরিক ব্যাধি যেমন দাঁতের মাড়ি বা চোখের জন্য কষ্ট হতে পারে। অকারণে মানসিক অস্থিরতা, কর্ম ক্ষেত্রে উদ্বেগ বেড়ে যাওয়া এবং কোনো ঘটনার জন্য মানসিক কষ্ট দেখা দিতে পারে। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে, বিশেষ করে কোনো আত্মীয় স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। অযথা অর্থব্যয় হওয়া সম্ভাবনা রয়েছে।
প্রেমের ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ দেখা যাচ্ছে। মনোমালিন্য, মত বিরোধ এবং প্রেমের সম্পর্কে অভিমান বৃদ্ধি পাব।

আরোও পড়ুন : বড়সড়ো আপডেট দিলো Gmail, মেইল লেখার কষ্ট কমে গেল, অটোমেটিক রিপ্লাই এর সুবিধা। জেনে নিন বিস্তারিত!

জ্যোতিষীদের মতে, এই সপ্তাহের যে নেগেটিভিটি গুলো দেখা যাচ্ছে সেগুলোর জন্য প্রতিকার হিসাবে তুলা রাশির জাতক জাতিকারা সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে অনেক বাধা-বিপত্তি ও দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

শুভ রং পোশাক : হালকা লাল, গোলাপি, সাদা বা হালকা আকাশ রঙের পোশাক পরিধান করা ভালো।

জ্যোতিষীদের মতে, এই সপ্তাহ তুলা রাশি চক্রে ভালো ও মন্দ মিলিয়ে কাটতে চলেছে, তবে প্রত্যেকটি ব্যক্তির রাশি এক হলেও তো গণ, নক্ষত্র আলাদা হওয়ার কারণে প্রত্যেকের রাশিফল যে একদম হুবহু মিলে যাবে তেমনটা নয়। তবে নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকলে এবং ধৈর্য ও সুচিন্তা মনে রাখলে সমস্ত কাজ পজিটিভলি এগোবেই, এমনটাই মনোভাব রেখে চলাটাই বাঞ্ছনীয়।

Join Group Join Group