স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশীপ বাংলার ছাত্রছাত্রীদের কাছে খুবই জনপ্রিয়। এই স্কলারশিপের দ্বারা উপকৃত হয়ে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশুনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চ শিক্ষায় মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করতে বিগত বাম সরকার এই স্কলারশিপ উদ্বোধন করেছিল। পরবর্তী ক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে এই স্কলারশিপের আমূল পরিবর্তন ঘটিয়েছেন। বৃত্তির টাকার পরিমাণ যেমন বাড়িয়েছেন, তেমনই নূন্যতম যোগ্যতার ক্ষেত্রেও শিথিলতা এনেছেন। তারপরই এই স্কলারশিপ প্রাপকের সংখ্যা প্রচুর বেড়েছে এবং তাদের সুবিধার পরিমাণও বেড়েছে।
চলতি শিক্ষাবর্ষে এই স্কলারশীপের ফর্ম ফিলাপ কয়েকদিন আগেই শেষ হয়েছে। এবার নতুন আপডেট নিয়ে এল শিক্ষা দপ্তর। যেটা না করলে বৃত্তি থেকে বঞ্চিত হতে পারেন ছাত্রছাত্রীরা। এবার থেকে রিনিউওয়াল করার ক্ষেত্রে নতুন SVMCM ইউটিলাইজেসান সার্টিফিকেট জমা করতে হবে পড়ুয়াদের। এই বছর থেকেই ইহা আবশ্যিক করা হয়েছে।
আরোও পড়ুন:- হাতে ১ মাসেরও কম সময়। তাড়াতাড়ি সেরে নিন প্যান কার্ডের এই কাজ।
অনলাইনে রিনিউয়ালের আবেদন করার সময় এই ফরম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। সেই ফর্ম পূরণ করে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে সাক্ষর করে আবার আপলোড করতে হবে।
এই স্কলারশিপে আরও স্বচ্ছতা আনতেই এই নতুন নিয়ম সংযোজন করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। অনেক ক্ষেত্রে একজন স্টুডেন্ট একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাধিক কোর্স করে থাকেন। যতই একাধিক কোর্স করুক না কেন, একজন পড়ুয়া যাতে একবারই স্কলারশিপ পায় তাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভেরিফেশান করাতেই এই নতুন নিয়ম আনা হয়েছে। সেই সঙ্গে সরকার এটাও জানতে পারবে পড়ুয়া বর্তমানে পড়াশুনা জারি রেখেছে কিনা।