নতুন বছরে পরিবর্তন হতে যাচ্ছে একাধিক নিয়ম। এক নজরে দেখে নিন নিয়মাবলি।

২০২৫ সাল শেষ হতে চলেছে। কয়েকদিনের মধ্যেই শুরু হবে নতুন বছর। প্রতিবছর নতুন বছরে একাধিক প্রশাসনিক নিয়মের পরিবর্তন ঘটে। সাধারণ মানুষকে জেনে নিতে হয় সেই সমস্ত পরিবর্তিত নিয়মাবলি। এসব নিয়মাবলি না জানলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কারণ এই সমস্ত নিয়মের পরিবর্তন সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব তৈরি করে। তাই বছর শুরুর আগে এক ঝলকে দেখে নিন কি কি পরিবর্তন হল –

১) প্যান -আধার লিংক : কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করার শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২৫। ঐ দিনের আগে লিংক না করলে ১ জানুয়ারি ২০২৬ থেকে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড। আর প্যান কার্ড নিষ্ক্রিয় হলে ব্যাংক, বিমা, লোন, সরকারি প্রকল্পের সুবিধা সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত হতে হবে ঐ প্যান কার্ড ব্যবহারকারীকে।

২) UPI, সিম ও ম্যাসেজিং : UPI, সিম কার্ড ও ম্যাসেঞ্জার অ্যাপ সম্পর্কিত জালিয়াতি রুখতে কড়া আইন আনতে পারে সরকার।

৩) FD ও ঋণের সুদের হারে পরিবর্তন : – নতুন বছরে SBI সহ অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিতে ঋণের সুদের হার কমতে চলেছে। সেই সঙ্গে FD এর ক্ষেত্রেও সুদ বদলে যেতে পারে।
৪) LPG গ্যাসের দাম : প্রতি বছর নতুন সালে রান্নার গ্যাসের দামে বদল হয়। এবারও দাম বাড়তে বা কমতে পারে বলে বিশেষজ্ঞ দলের ধারণা। দু-একদিনের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যাবে।
৫) CNF, PNG ও বিমানের জ্বালানির দামে পরিবর্তন : বিশেষজ্ঞ মহলের ধারণা, নতুন বছরে পাল্টে যেতে এই সমস্ত দাম-এর ফলে প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে।

আরোও পড়ুন : আপনি কি ব্যাবসা শুরু করতে চাইছেন? অল্প খরচে আধার সেবা কেন্দ্র খুলুন নিজের বাড়িতে। জানুন বিস্তারিত!

৬) নতুন আয়কর আইনের প্রস্তুতি : কেন্দ্র সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন আয়কর আইন কার্যকর হবে ২০২৬-২৭ সালে। তবে জানুয়ারি থেকেই সেই সব নিয়ম জানিয়ে দেওয়া হবে।

৭) অষ্টম পে কমিশন : কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ২০২৬ সালে লাঘু হতে চলেছে বহু প্রতীক্ষিত অষ্টম পে কমিশন। জানুয়ারি মাসেই তার ঘোষণা হতে পারে।

৮) কৃষকদের জন্য নতুন নিয়ম : কেন্দ্র সরকারের জনমুখী প্রকল্প কিষান সম্মান নিধির নিয়ম পাল্টাতে চলেছে। নতুন বছর থেকে কিছু রাজ্যে কৃষকদের ইউনিক কার্ড দেওয়া বাধ্যতা মূলক। এমনকি ফসল বিমা যোজনাতেই নিয়ম পাল্টাবে।

৯) গাড়ির দাম : নতুন বছরে গাড়ির দামে বিরাট পরিবর্তন হতে পারে। গাড়ির দাম ৩ হাজার থেকে সর্বোচ্চ ৩% বাড়তে পারে। প্রায় সমস্ত কোম্পানি দাম বাড়াবে বলে খবর।

১০) ফোন রিচার্জের খরচ : ফোন রিচার্জের দাম আবার বাড়তে পারে বলে খবর। জিও, VI, এয়ারটেল এমনকি BSNL প্রায় প্রতি কোম্পানি রিচার্জের দাম বাড়াতে চলেছে বলে জানা গেছে।

Join Group Join Group