ভারতের বাজারে এসে গেল Redmi Note 15 5G ফোন। দেখে নিন কত দাম ও কি কি ফিচারস থাকছে।

নতুন বছরে মুঠোফোন বদলের চিন্তা করছেন? পুরোনো ফোনে আর চলছে না? নতুন মোবাইল ফোন কেনার জন্য সেরা ফোনের খোঁজ করছেন? তাহলে আপনার জন্য ভালো খবর। নতুন বছরে সেরা মোবাইল ফোন নিয়ে এল রেডমি কোম্পানি।

চীনের নামী টেক কোম্পানি Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের বাজারে নিয়ে এল নতুন ফোন। হঠাৎ ভারতের বাজারে চমকের সাথে প্রকাশিত হলো তাদের নোট সিরিজের হ্যান্ড সেট। ভারতীয় মোবাইল ফোন প্রেমীদের জন্য এল Redmi Note 15 5G । প্রায় দুবছর আগে বাজারে এসেছিল এই ফোনের পূর্ববর্তী ভার্সেন Redmi Note 14. এই ফোনে ছিল Snapdragon 6 Gen 3 প্রসেসর এবং 108MP ক্যামেরার সুবিধা মার্কেটে যথেষ্ট প্রভাব ফেলেছিল ঐ ফোন। সেই জনপ্রিয় ফোনের সাক্সেসার হিসাবে মার্কেট কাঁপাতে এই সেলফোন ভারতে এল।

দেখে নেওয়া যাক কি কি ফিচারস থাকছে এই ফোনে।

প্রসেসর : এই নতুন মোবাইল সেটে থাকছে Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর। সেই সঙ্গে, 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এর অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করার সক্ষমতা রাখে। কোম্পানি সূত্রে খবর, এটি জেনারেশনের তুলনায় 10% GPU এবং 30% CPU পারফরমেন্স বুস্ট করার সক্ষমতা থাকছে।

ডিসপ্লে : এই নির্দিষ্ট ফোনে 2392 x 1080 পিক্সেল রেজ্যুলেশন সাপোর্ট করা 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে থাকছে। যা মুভি দেখার ক্ষেত্রে আলাদা সুবিধা দেবে। সেই সঙ্গে, এই ফোনে আছে Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্ক্রিন। যা 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট দিতে পারবে। এই ফোনে থাকা Hydro Touch 2.0 ফিচার, ভেজা হাতেও মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে। এর স্ক্রিনে টিইউভি ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন যুক্ত হয়েছে, যার ফলে মোবাইলের স্ক্রিন থেকে বিকিরিত ক্ষতিকারক ব্লু লাইট চোখের কম ক্ষতি করবে এবং ডিজিটাল আই স্ট্রেন থেকে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারকারীদের চক্ষুকে রক্ষা করবে।

ক্যামেরা : মোবাইল ফটোগ্রাফির জন্য সেরা এই ফোন। শুধু মাত্র ফোন ক্যামেরা দিয়ে ব্র্যান্ডের ক্যামেরার ছবির সুবিধা থাকছে। Redmi Note 15 5G ফোনে বিশেষ উপহার হিসাবে থাকছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটাপ। যার LED ফ্ল্যাশ সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ফিচারস ছবি তোলার সেরা অনুভূতি প্রদান করবে। এর উচ্চ রেজ্যুলেশন ক্যামেরাতে আছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS ফিচার। যা প্রায় 4K ভিডিও রেকর্ডিং করার সক্ষমতা রাখে। এই ফোন ক্যামেরা দিয়ে মাল্টি-ফোকাল পোর্ট্রেট এবং ডায়নামিক শট ক্যাপচার করতে পারবেন ফটোগ্রাফ প্রেমীরা। সেই সঙ্গে সেলফি ও ভিডিও কলের দুর্দান্ত অনুভূতি দিতে 20MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে।

ব্যাটারি : এখন সবাই বড়ো ব্যাটারি সহ স্মার্টফোনের কিনতে পছন্দ করেন। কিন্তু এখানেই Redmi Note 15 5G ব্যবহারকারীদের একটু হলেও নিরাশ হতে হবে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ সহ 5520mAh Battery থাকছে। এর ব্যাটারি তাড়াতাড়ি চার্জের জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার আছে। রেডমী সূত্রে খবর Redmi Note 15 5G তে 5 বছরের ব্যাটারি ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

ওয়াটার প্রুফ : এখন সব ফোনেই জল কিংবা ধুলো বালি প্রতিরোধক ওয়াটার প্রুফ সুবিধা থাকে। যেখানে মোবাইল ফোনটি বৃষ্টির জল কিংবা ঘাম বা অন্য জলের থেকে সুরক্ষা পায়। এই সুবিধা দেওয়ার জন্য এই Redmi Note 15 5G ফোনে IP66 রেটিং ফিচার আছে। তবে মাথায় রাখতে হবে, এখানে এই রেটিং কিন্তু খুব বেশি কার্যকর নয়। সাধারণ জলের ছিটা কিংবা ঘাম থেকে ফোনটি সুরক্ষিত থাকবে ঠিকই, কিন্তু জলে ডুবে গেলে অথবা বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেলে ক্ষতি হতে হবে। তবে এই ফোনে Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারবে। রেডমি সংস্থার পক্ষ থেকে জানিয়েছে যে, এই ফোনে 48 মাসের ল্যাগ-ফ্রি পারফরমেন্স সুবিধা থাকছে। এই ফোনটিতে স্লিক লুক পাওয়া জন্য থাকছে মাত্র 7.35mm থিকনেসের সুবিধা।

ভারতীয় বাজারে মূল্য : –

এ দেশে রেডমি কোম্পানি তাদের Redmi Note 15 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে এনেছে। 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের মোবাইল সেটটির দাম রাখা হয়েছে মাত্র 19,999 টাকা। অন্যদিকে, এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা করা হয়েছে। রেডমি কর্তৃপক্ষ প্রকাশিত খবর অনুযায়ী, আগামী 9 জানুয়ারি, ২০২৬ থেকে অনলাইন শপিং ওয়েবসাইট গুলি (ফ্লিপকার্ট ও আমাজন) এবং রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোন কেনা-বেচা হবে। এমনকি, নতুন এই ফোনে থাকছে দুর্দান্ত অফার। প্রাথমিক অফারে এই ফোন কিনলে, তার দামে 3,000 টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ছাড় পাওয়া যাবে।

Join Group Join Group