ভারতে লঞ্চ হয়ে গেল Realme 16 Pro + এবং Realme 16 pro, বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

বছরের শুরুতেই ভারতে ১৬ প্রো সিরিজের অধীনে প্রথম realme কোম্পানির স্মার্টফোন লঞ্চ করল। এই সেটটির নাম হলো রিয়েলমি ১৬ প্রো+ এবং রিয়েলমি ১৬ প্রো।
আপনি যদি বছরের শুরুতেই একটি ভালো ফিচার যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনার জন্য এই কোম্পানির সিরিজটি সেরা হতে চলেছে।
Realme 16 Pro সিরিজটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং-এ পাওয়া যাচ্ছে।

উন্নত বৈশিষ্ট্য : এই স্মার্টফোনটির মধ্যে এমন উন্নত ফিচার দেওয়া রয়েছে যেটি ধুলো, জল ও চরম তাপমাত্রার থেকে রক্ষা করবে।

ডিসপ্লে : Realme 16 Pro+- ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চি AMOLED ডিসপ্লে, এর উজ্জ্বলতা রয়েছে 6,500 nits পর্যন্ত এবং 144 Hz পর্যন্ত রিফ্রেশ রেট ক্ষমতা সম্পন্ন।

RAM ও স্টোরেজ :
Realme 16 Pro+ স্ন্যাপড্রাগন 7 Gen 4 মাধ্যমে কার্য সম্পন্ন করে। এই ফোনের মধ্যে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ দেওয়া রয়েছে।

ক্যামেরা : যে কোনো ফোন কেনার সময় সব থেকে আগে যেটা দেখতে হয়, সেটা হলো ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন রয়েছে। Realme 16 Pro+-এ রয়েছে একটি 200 MP প্রধান রিয়ার ক্যামেরা, এবং এর সাথে রয়েছে একটি 50 MP টেলিফটো ক্যামেরা। আবার এই ক্যামেরার সাথে 3.5x অপটিক্যাল জুম এবং একটি 8 MP আল্ট্রাওয়াইড ক্যামেরা যুক্ত করা রয়েছে। অন্যদিকেই রয়েছে এতে একটি 50 MP সেলফি ক্যামেরা। অত যে সমস্ত ব্যক্তি সেলফি ও ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোন একদম পারফেক্ট হতে চলেছে।

আরোও পড়ুন : আধার কৌশল স্কলারশিপ ২০২৫-২০২৬ দ্রুত আবেদন করুন, শেষ সময়সীমা জেনে নিন!

ব্যাটারি : অনেকক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা সম্পন্ন এবং দ্রুত চার্জিং সিস্টেম সম্পন্ন Realme 16 Pro+ ফোনটিতে রয়েছে ৭,০০০ mAh ব্যাটারি। এছাড়া বাক্সের ভিতরে ৮০W SUPERVOOC চার্জার দেওয়া রয়েছে।

কালার : এই ফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে। একটি হলো মাস্টার গোল্ড এবং অন্যটি হলো ক্যামেলিয়া পিংক রঙের।

ভারতীয় দাম : ভেরিয়েন্ট অনুযায়ী দাম ভিন্ন রয়েছে। যেমন- Realme 16 Pro+ এর ৮ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি মডেলের দাম শুরু হচ্ছে ৪১,৯৯৯ টাকা থেকে এবং ১২ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৪৪,৯৯৯ টাকা থেকে।

৯ই জানুয়ারি থেকে ফ্লিপকার্ট, realme কোম্পানি এবং খুচরো বিক্রেতা দোকানে এই ফোনটি পাওয়া যাবে। যে সমস্ত ব্যক্তি বছরের শুরুতে একটি দুর্দান্ত ফিচার সম্পন্ন এবং উন্নত ব্যাটারি, অনেক স্টোরেজ, আধুনিক ক্যামেরা সেটআপ এবং ন্যূনতম দামে যদি এই ফোনটি ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে ৯ জানুয়ারি পর্যন্ত এই ফোনটি কেনার জন্য অপেক্ষা করুন।

Join Group Join Group