বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। এর অন্যতম কারণ হলো নিরাপদ ও গ্যারান্টিযুক্ত লাভজনক রিটার্ন। যে সমস্ত ব্যক্তি খুব অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে ইচ্ছুক এবং অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে একটি লাভজনক রিটার্ন হাতে পেতে চান, তাদের জন্য পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে একটি বড় সুযোগ। অনেকেই স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট স্কিম করতে ইচ্ছুক থাকেন। তাদের জন্য পোস্ট অফিস একটি নতুন স্কিম নিয়ে এসেছে সে সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে।
বর্তমানে প্রত্যেকটি ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিম-এর উপর ভালোই সুদ প্রদান করছে। তবে, পোস্ট অফিসে টাইম ডিপোজিট স্কিমে ভালোই সুদ প্রদান করছে। দেখে নেওয়া যাক কোন গ্রাহকদের জন্য কত সুদ রয়েছে :
টিডি স্কিমে সুদের হার : পোস্ট অফিসে ১ বছর থেকে ৫ বছরের জন্য টিডি খোলা যায়। ১ বছরের টিডিতে সুদের হার দেওয়া হচ্ছে ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য দেওয়া হচ্ছে ৭.০ শতাংশ, ৩ বছরের জন্য দেওয়া হচ্ছে ৭.১ শতাংশ এবং ৫ বছরের টিডিতে সুদের হার দেওয়া হচ্ছে ৭.৫ শতাংশ।
বিনিয়োগের পরিমাণ : এই স্কিমে ন্যূনতম বিনিয়োগ পরিমাণ রয়েছে ১,০০০ টাকা, তবে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ কোনো ঊর্ধ্বসীমা নেই।
আরোও পড়ুন : সূর্যের কৃপায় চারটি রাশির ধনপতি যোগ, ২০২৬ সালের কোন কোন রাশির কপাল খুলতে চলেছে? জেনে নিন বিস্তারিত।
আপনি যদি আপনার স্ত্রীর নামে পোস্ট অফিসে দুই বছরের জন্য অর্থাৎ ২৪ মাসের জন্য টিডি অর্থাৎ টাইম ডিপোজিট স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে অর্থাৎ দু বছর পরে আপনার হাতে মোট টাকা আসবে ১,১৪,৮৮৮ টাকা। এই টাকার মধ্যে সুদের পরিমাণ থাকছে ১৪,৮৮৮ টাকা। অর্থাৎ আপনি অনেক পরিমাণ টাকা সুদ হিসেবে আয় করতে পারছেন মেয়াদ শেষে।
বলা যায় একদম নিশ্চিত গ্যারান্টিযুক্ত লাভজনক রিটার্ন হাতে পেতে হলে পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিমে আপনার স্ত্রীর নামে একটি বিনিয়োগ করুন, যার ফলে মেয়াদ শেষে আপনি একটি লাভজনক টাকার অঙ্ক হাতে পাবেন।
বিশেষ করে যাদের দুবছর শেষে একটা বড়ো কিছু করার প্ল্যান রয়েছে, তাদের জন্য এই টাইম ডিপোজিট স্কিম খুবই লাভজনক হবে। আপনি আরো বিস্তারিত জানার জন্য আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই স্কিম সম্পর্কে ভালো করে জেনে বিনিয়োগ করুন।