আপনি কি ব্যাবসা শুরু করতে চাইছেন? অল্প খরচে আধার সেবা কেন্দ্র খুলুন নিজের বাড়িতে। জানুন বিস্তারিত!

বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরি জন্য অপেক্ষা না করে অনেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবসাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন। কিন্তু অনেকেই ভেবে থাকেন ব্যবসা করার জন্য প্রচুর মূলধনের দরকার। এইজন্য অনেকেই ব্যবসা করার জন্য ভেবেও পিছিয়ে আসেন। কিন্তু আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন একটি ব্যবসা কে বেছে নেন যেখানে কোনো মূলধনের প্রয়োজনই পড়বে না, শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর তাতে মাস গেলে লাভবান হতে পারবেন আপনি। হ্যাঁ ঠিকই শুনছেন, আপনার বাড়িতেই আপনি আধার কেন্দ্র যদি খুলতে পারেন তাহলে যেমন জনকল্যাণমূলক কাজ হবে তেমন ব্যবসার মাধ্যমে আপনার প্রত্যেক মাসে মোটা টাকা উপার্জন-এর পথ খুলে যাবে। আজকের এই প্রতিবেদনে কীভাবে আধার সেবা কেন্দ্র খোলার জন্য অনুমতি নেবেন, আধার সেবা কেন্দ্র খোলার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে, আধার সেবা কেন্দ্রের মাধ্যমে কীভাবে ব্যবসা করবেন, এই সমস্ত কিছু বিস্তারিত ভাবে তুলে ধরা হলে প্রতিবেদনে।

সবার আগে জেনে নেওয়া দরকার, আধার সেবা কেন্দ্র খোলার জন্য যেটা প্রয়োজন রয়েছে সেটি হলো আধার অপারেটিং সার্টিফিকেট। এই সার্টিফিকেট ছাড়া আপনি আধার সেবা কেন্দ্র নিজের ইচ্ছা মতন খুলতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে, আধার সেবা কেন্দ্র সার্টিফিকেট কোথায় এবং কীভাবে পাবেন?
সার্টিফিকেট পাওয়ার জন্য প্রথমে ছয় মাসের একটি কোর্স করতে হবে। এই কোর্স সম্পূর্ণ NSE দ্বারা পরিচালিত হয়। এই কোর্স কমপ্লিট করার পরে আপনাকে একটি পরীক্ষায় বসতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলেই আপনাকে আধার অপারেটিং সার্টিফিকেট দেওয়া হবে। এই আধার অপারেটিং সার্টিফিকেট কাজে লাগিয়ে আপনি বাড়িতে বা যে কোন জায়গায় আধার সেবা কেন্দ্র খুলতে পারবেন।

আধার অপারেটিং সার্টিফিকেট পাওয়ার জন্য যে পরীক্ষায় বসতে হবে সে পরীক্ষা আপনি অনলাইন মাধ্যমে ঘরে বসে দিতে পারেন। আপনি যদি এই পরীক্ষায় খুব ভালো ফলাফল করেন তাহলে শুধুমাত্র আধার অপারেটিং হিসাবেই নিযুক্ত হতে পারবেন তা নয় আপনি আধার সুপারভাইজার পদেও নিযুক্ত হতে পারবেন।

আধার সেবা কেন্দ্রের ট্রেনিংয়ের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে:-

১) আধার কার্ড থাকতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
২) বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে।
৩) উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
৪) কম্পিউটারের সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে।
৫) আধার কার্ডে থাকা ছবিটি তিন মাসের আপডেটে হতে হবে।

আধার সেবা কেন্দ্রে ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হলে আপনাকে কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর এখানে নিজের প্রোফাইল তৈরি করে আপনার নিকটবর্তী স্কিল ইন্ডিয়া প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ছয় মাসের কোর্স করতে হবে।

আরোও পড়ুন : জলের দামে SAMSUNG 5G স্মার্টফোন, ১৬০০০ টাকা ছাড় সহযোগে বুকিং করুন 32MP ক্যামেরা অন্যান্য বৈশিষ্ট্য সম্পন্ন এই স্মার্টফোন।

আধার সেবা কেন্দ্রে মূলত কি কি কাজ করতে পারবেন : –

নতুন আধার কার্ড তৈরি থেকে আধার কার্ডের ভুল সংশোধন, আধার কার্ডে থাকা বিভিন্ন তথ্য যেমন মোবাইল নম্বর, ঠিকানা, জন্ম তারিখ আপডেট এর কাজ এবং বাচ্চাদের জন্য নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন।

আপনি নিজের বাড়িতে বা যে-কোনো জায়গায় ভাড়া নিয়ে আধার সেবা কেন্দ্র খুলতে পারেন। তবে লক্ষ্য রাখবেন, যানজটপূর্ণ জায়গায় আদার সেবা কেন্দ্র খুলবেন, যাতে প্রত্যেকটি মানুষ হাতের নাগালের কাছে আধার সেবা কেন্দ্র পেতে পারেন।

আপনি যদি একটি পরীক্ষা দিয়ে নিজের ব্যবসা শুরু করতে ইচ্ছুক থাকেন তাহলে কোন রকম মূলধন ছাড়াই সরকারের অধীনস্থ আধার সেবা কেন্দ্রে নিজের ব্যবসা শুরু করার এই পথ বেছে নিতে পারেন, যা আপনার ভবিষ্যৎ গড়ার জন্য উত্তম।

Join Group Join Group