নতুন বছরের দারুণ সুযোগ, খুবই অল্প মূল্যে, 50MP ক্যামেরাসহ Nothing স্মার্টফোন, কি কি বৈশিষ্ট্য থাকছে?

আপনি যদি নতুন বছর শুরু হওয়ার পর একটি নতুন স্মার্টফোন ক্রয় করতে চাইছেন, তাহলে আপনার জন্য ভালো বিকল্প হতে পারে Nothing এর স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে বিভিন্ন অভিনব ফিচার থাকা সত্ত্বেও খুবই অল্প মূল্যে পাওয়া যাচ্ছে। কি কি বৈশিষ্ট্য থাকছে এবং দাম কত রয়েছে জেনে নেওয়া যাক এ প্রতিবেদনের মাধ্যমে।

গত বছর ভারতের সব থেকে সস্তা দামের স্মার্ট ফোন Nothing 3a Lite লঞ্চ হয়েছিল। সেই ফোনটি এই বছর অর্থাৎ ২০২৬-এ অনেক কম দামে, বলা যায় অনেক ছাড়ে পাওয়া যাচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্‌ম গুলোতে নাথিং ফোনটি সস্তায় আপনি ক্রয় করতে পারবেন। শুধু তাই নয়, কোম্পানি তরফ থেকে এই ফোন কেনার জন্য ব্যাংক অফার দেওয়া হচ্ছে।

মূল্য : Nothing ফোনের 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্ট-এর দাম Amazon সাইটে 20,357 টাকা দাম রয়েছে। তবে কোম্পানি থেকে বিভিন্ন ব্যাংক অফার করা হচ্ছে যেমন IDFC FIRST Bank Credit Card, OneCard Credit Card এবং RBL Bank Credit Card। এই ব্যাংকগুলো থেকে আপনি EMI পেমেন্টে 1000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তার ফলে ফোনের দাম হয়ে যাবে 19,357 টাকা। এছাড়া আপনি যদি আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনটির সাথে এক্সচেঞ্জ করেন তাহলে এই স্মার্টফোন পেয়ে যাবেন মাত্র 19,250 টাকায়।

আরোও পড়ুন : রাজ্য পুলিশে ১০,০০০ শূন্য পদে কনস্টেবল নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ! জানুন বিস্তারিত।

ডিসপ্লে : Nothing ফোনে রয়েছে 6.77 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন পাওয়ার রয়েছে 1080×2392 পিক্সেল এবং 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে।

প্রসেসর : Nothing স্মার্টফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 7300 Pro প্রসেসর মাধ্যমে কাজ করে থাকে। এটি Android 15 এর উপর ভিত্তি করে Nothing OS 3.5 দ্বারা চলে।

ব্যাটারি : কোম্পানি তরফ থেকে স্মার্টফোনে পাওয়ার দিতে 33W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি অফার করছে। ফার্স্ট চার্জিং এবং দীর্ঘক্ষণ চার্জ থাকবে এমন ব্যাটারি দেওয়ার ফলে অনেকটাই সুবিধা রয়েছে।

ক্যামেরা : Nothing ফোন 3a লাইটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর্ট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের সুবিধার জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া রয়েছে। সিকিউরিটি পারপাস এর জন্য এই ফোনে একটি ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করা হয়েছে। এছাড়া ফোনটিকে ধুলো ও জল প্রতিরোধের জন্য IP54 সিস্টেম যুক্ত করা আছে।

অর্থাৎ আপনি যদি এই ফোনটি এই মুহূর্তে বিশাল ছাড়ে পেতে চান তাহলে ই-কমার্স প্লাটফর্ম গুলিতে দেখতে পারেন। আপনার বাজেটের মধ্যেই দুর্দান্ত ক্যামেরা সেটআপ, ফাস্ট চার্জিং ব্যবস্থা এবং অনেক স্টোরেজ সহ এই ফোনটি আপনার পছন্দের তালিকার প্রথমেই রাখতে পারেন।

Join Group Join Group