বর্তমানে পেমেন্ট পরিষেবার দেওয়ার মধ্যে অ্যামাজন পে অন্যতম। বর্তমান সময় দাঁড়িয়ে অনলাইন মাধ্যমে কেনাকাটা করার হুজুগ সব থেকে বেশি দেখা যায়। তার জন্য অনলাইন প্লাটফর্ম যেমন Amazon Pay, গুগল পে এবং আরো অনেক অনলাইন প্লাটফর্ম রয়েছে, যেগুলো থেকে টাকা আদান-প্রদান করা খুব সহজ হয়েছে। তবে গ্রাহকদের জন্য আরও ব্যাপক সুবিধা এনে দিল অ্যামাজন পে। এতদিন পর্যন্ত পেমেন্ট ও বিল পরিষেবা দিয়ে আসছিল গ্রাহকদের। এখন থেকে এই প্লাটফর্ম দিতে চলেছে ফিক্সড ডিপোজিট পরিষেবা।
বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি ব্যক্তির ফিক্সড ডিপোজিট-এর ওপর আগ্রহ প্রকাশ করছেন। আর এর জন্য বিভিন্ন ব্যাংক এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম বাড়াচ্ছে এবং তাতে সুদের পরিমাণ বৃদ্ধি করছে। এইবার থেকে ফিক্সড ডিপোজিট করা যাবে Amazon Pay নামক মানি ট্রান্সফার প্ল্যাটফর্মে। এবং গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সুদের হারও রাখা হয়েছে, সর্বোচ্চ ৮ শতাংশ। বলা যায়, ব্যাংক ও পোস্ট অফিসের থেকে অনেকটাই বেশি সুদ দেওয়া হবে। মূলত গ্রাহকদের আকর্ষণ করার জন্যই অনেকটা বেশি সুদ প্রদান করছে। অনেকেই মনে করছেন, স্বল্প বিনিয়োগকারীদেরও বিনিয়োগের সুযোগ দিয়ে বাজারে প্রভাব বিস্তার করতে চাইছে এই সংস্থা।
এই মুহূর্তে জানা যাচ্ছে, Amazon Pay পাঁচটি ব্যাংক ও দুটি এনবিএফসির সঙ্গে যুক্ত হয়ে এই ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এই পাঁচটি ব্যাংক ও দুটি এনবিএফসি হলো শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্লাইস, উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক, শ্রীরাম ফিনান্স ও বাজাজ ফিনান্স। আপনি এতগুলোর মধ্য থেকে নিজের পছন্দ অনুযায়ী অপশন বেছে নিতে পারবেন। তারপরে আপনার পছন্দ মতন অপশনে আপনি বিনিয়োগ করতে পারবেন।
Read more : বাড়িয়ে দেওয়া হল samsung galaxy F17 5G ফোনের দাম, কত টাকা বাড়লো? জেনে নিন বিস্তারিত!
Amazon Pay ফিক্সড ডিপোজিট সুবিধা :
Amazon Pay যে সমস্ত ব্যাংক সাথে বা আর্থিক সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করছেন, সে সমস্ত ব্যাংক বা আত্মিক সংস্থায় যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলেও আপনি বিনিয়োগ করতে পারবেন। আর সব থেকে বড়ো সুবিধা হলো বিনিয়োগের জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। শুধুমাত্র ঘরে বসে Amazon Pay অ্যাপ থেকে বিনিয়োগের সমস্ত রকম অফিসিয়াল কাজ করতে পারবেন।
সর্বোচ্চ সুদের হার ৮% দেওয়া হলেও মহিলাদের জন্য দেওয়া হচ্ছে আরও অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ। তবে এটা দ্বারা পাবেন যদি শ্রীরাম ফিনান্স-এর বিনিয়োগ করেন। অ্যামাজন পেয়ে থেকে জানানো হয়েছে, অংশীদার ব্যাংক গুলির মাধ্যমে করা ফিক্সড ডিপোজিট, ইনসিওরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের অধীনে বিমা করার সুবিধা রয়েছে। আপনি ৫ লক্ষ টাকার কভার পর্যন্ত পাবেন এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করলে।
কীভাবে Amazon Pay ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করবেন :
প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Amazon Pay অ্যাপ ইন্সটল করতে হবে। এরপর অ্যামাজন পে সেকশনে গিয়ে ফিক্সড ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানকার শর্তগুলো এক্সেপ্ট করে নিয়ে, আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো একটি ব্যাংক বা সংস্থা নির্বাচন করে আপনার যাবতীয় ডিটেলস দিয়ে খুলতে হবে ফিক্সড ডিপোজিট স্কিম।
আপনি যদি ভালো সুদ পেতে চান, তাহলে জনপ্রিয় এই Amazon Pay-তে ফিক্সড ডিপোজিট স্কিম খুলে এর থেকে সর্বোচ্চ সুদের মাধ্যমে অতিরিক্ত রিটার্ন আয় করুন।