Maruti Grand Vitara ২০২৬, দীর্ঘ মাইলেজ, উন্নত পারফরমেন্স সহ মাত্র ১০ লক্ষ টাকায় আর কি কি বৈশিষ্ট্য রয়েছে।

মারুতি কোম্পানির গাড়ি বহু কাল ধরেই বিভিন্ন মডেল বাজারে লঞ্চ করে চলেছে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নতুনত্ব ফিচার সম্পন্ন মডেল এক এক করে বাজারে আসছে। সম্প্রতি ২৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ সহ খুবই স্বল্প মূল্যে লঞ্চ হতে চলেছে মারুতি গ্র্যান্ড ভিটারা ২০২৬। এই গাড়িটির অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রিমিয়াম নতুনত্ব ডিজাইন, শক্তিশালী স্টাইল, উন্নত পারফরমেন্স, হাইব্রিড প্রযুক্তি এবং দুর্দান্ত মাইলেজ । ২০২৬ সালের অন্যান্য লঞ্চ হওয়া চার চাকার সাথে এটি প্রতিদ্বন্দ্ব হয়ে উঠতে পারে। এই গাড়িটির উন্নত ফিচারগুলো সম্পর্কে একবার অবগত হয়ে নেওয়া যাক।

স্টাইলিং এবং ডিজাইন : Maruti Grand Vitara গাড়িটির নতুনত্ব ও অনবদ্য স্টাইলিং এই গাড়িটিকে আলাদা একটা লুক এনে দিয়েছে। এই গাড়ির বক্সি স্ট্যান্স ৪,৩৪৫ মিমি লম্বা করা হয়েছে এবং ২,৬০০ মিমি হুইলবেস দেওয়া রয়েছে যার ফলে রাস্তায় এই গাড়িটি শক্তিশালী উপস্থিতি দিয়ে থাকে। গাড়িটির মধ্যে যে হেডলাইট গুলো দেওয়া রয়েছে সেগুলি সব টুইন-পড এলইডি টাইপের। হেডলাইট গুলি একটি মোটা গ্রিলের ফ্রেম দিয়ে তৈরি। ২১০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স স্পিড বাম্প দেওয়া রয়েছে গাড়িটিতে যাতে বর্ষার জল থেকে গাড়িটি সুরক্ষিত থাকবে।

দুর্দান্ত ডিজাইনের কেবিন : Maruti Grand Vitara গাড়িটির ভিতর ডুয়াল-টোন বাদামী-কালো নরম উপকরণ দিয়ে মোড়ানো রয়েছে। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ ড্যাশবোর্ড গাড়ি সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। গাড়ির যে টাচ স্ক্রিন রয়েছে সেটির ৯ ইঞ্চির হওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে। গাড়ির পিছনের বেঞ্চগুলি স্লাইড আকারের এবং হেলান দিয়ে বস্তু যাদের সুবিধা হয়, তার জন্য ৩৭৩ লিটার বুট স্পেসের জন্য রাখা হয়েছে। অর্থাৎ পারিবারিক ভ্রমণের জন্য এই গাড়িটি একদম দুর্দান্ত হতে চলেছে। বাতাস যাতে খুব সুন্দর ভাবে চলাচল করতে পারে সেই রকম ব্যবস্থা যুক্ত করা হয়েছে গাড়ির সামনের আসনটি। একটি প্যানোরামিক সানরুফ এবং আরকামিসের অডিও দীর্ঘ যাত্রার জন্য আরামদায়ক সুবিধা বহন করে। এছাড়া প্যাডেল শিফটার এবং একটি হেড-আপ ডিসপ্লে চালককে দীর্ঘক্ষণ গাড়ি চালালেও কষ্টদায়ক হওয়ার থেকে অনেকটাই বাঁচিয়ে দেয়।

আরোও পড়ুন : নিপা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি! তামিলনাড়ু সরকার স্বাস্থ্য কর্মকর্তাদের AES নজরদারি বাড়ানোতে তৎপর

শক্তিশালী পারফরম্যান্স : Maruti Grand Vitara গাড়িটি হাইব্রিড পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন। একটি ১.৫-লিটার M15D থ্রি-সিলিন্ডার পেট্রোল ও একটি বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত রয়েছে। যারফলে গাড়িটি মোট ১১৪ bhp শক্তি উৎপন্ন করে এবং E-CVT মসৃণতা দিয়ে থাকে। এই গাড়িটি মাইল্ড-হাইব্রিড ১.৫ K15C ৫-স্পিড ম্যানুয়াল অথবা ৬AT সহ ২১.১১ কিলোমিটার প্রতি লিটার শক্তি উৎপন্ন করে। এর ফলে ট্রাফিক জ্যাম হলেও গাড়িটি দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে। হাইব্রিডগুলি প্রতি কিলোমিটারে চলমান খরচ ২ টাকার নিচে কমিয়ে দেয়, ফলে অনেকটাই জ্বালানি সাশ্রয় করে।

Maruti Grand Vitara

নিরাপত্তা প্রদান : ৩৬০ ক্যামেরা, ছয়টি এয়ারব্যাগ এবং স্ট্যান্ডার্ড হিসেবে ESP সহ—পার্কিং লটে হিল হোল্ড অ্যাসিস্ট জ্বলজ্বল করে, যার ফলে এই গাড়িটি নিরাপত্তার দিক থেকেও অনেকটা সুরক্ষা দিয়ে থাকে যাত্রী ও ড্রাইভারকে ম

মূল্য নির্ধারণ : সিগমার বেস এক্স-শোরুম অনুযায়ী দাম শুরু হয়েছে ১০.৭৭ লক্ষ থেকে। অন্যদিকে, আলফা হাইব্রিডস সর্বোচ্চ দাম১৯.৭২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে।

হাইব্রিড মাইলেজ এবং জ্বালানি সাশ্রয়, উন্নত পারফরম্যান্স, দুর্দান্ত ডিজাইন ও স্টাইল এবং দামের দিক থেকে গ্র্যান্ড ভিটারা হুন্ডাই ক্রেটাকে প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই ছাড়িয়ে গিয়েছে। যে সমস্ত ব্যক্তি কম দামের মধ্যে একটি ভালো মানের গাড়ি কিনতে ইচ্ছুক রয়েছেন তাদের জন্য এই গাড়িটি একদম পারফেক্ট হতে চলেছে।

Join Group Join Group