১০ হাজার টাকা ছাড়ে লেটেস্ট Pixel 10 স্মার্টফোন! কি কি অভিনব বৈশিষ্ট্য থাকতে চলেছে এই ফোনে?

নতুন বছর শুরু হওয়ার পরে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম গুলো বিভিন্ন কেনাকাটায় বিশেষ ছাড়ের সুযোগ দিচ্ছে। এই স্পেশাল ছাড়ে আপনি যদি মোবাইল ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। Amazon চলছে বিশাল ছাড়। এই স্পেশাল অফারে ১০ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Pixel স্মার্টফোন। এখনো পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে আরো কিছুদিন। কতদিন থেকে কতদিন পর্যন্ত স্পেশাল অফার রয়েছে? এই ফোনটিতে কি কি বৈশিষ্ট্য রয়েছে? এই সবকিছুই আপডেট পেতে হলে প্রতিবেদনটি পড়ুন।

আজকে দিনে দাঁড়িয়ে 10 হাজার টাকা ছাড়ের সুযোগ হাতছাড়া করা একদমই উচিত নয়। পিক্সেল 10 ফোনের দাম ছিল 79,999 টাকা। গ্রেট রিপাবলিক ডে উপলক্ষ্যে এই সেল শুরু হয়েছে। অ্যামাজন পক্ষ থেকে Pixel 10 স্মার্টফোনের জন্য 10,000 টাকা কমে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এই ফোনটি এখন ডিসকাউন্টে কিনলে দাম দাঁড়াচ্ছে 69,880 টাকা।

এই ফোনটি amazon থেকে ফুল পেমেন্ট দিয়ে আপনি কিনতে পারবেন, এছাড়াও সুযোগ থাকছে বিশেষ ব্যাংক অফার। এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইএমআই বিকল্পের সাথে 1500 টাকা ছাড় পেয়ে যাবেন, এছাড়া IDFC ক্রেডিট কার্ড ইএমআই-এর সাথে 1000 টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন। ব্যাংক অফার পেলে ফোনের দাম আরও কিছুটা কম হবে। এছাড়া আপনি আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনটি এক্সচেঞ্জ-এর মাধ্যমেও এই নতুন ফোনটি ক্রয় করতে পারেন। তাহলে এই ফোনের দাম পড়বে 43,300 টাকা। তবে সেক্ষেত্রে আপনার পুরনো এন্ড্রয়েড ফোনটি কি রকম রয়েছে তার ওপর দামের ছাড় নির্ভর করবে।

Latest Pixel 10 smartphone

Pixel 10 স্মার্টফোনের কি কি ফিচার রয়েছে সেগুলি একবার দেখে নেওয়া যাক

ডিসপ্লে : এই ফোনটির ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৩ ইঞ্চি। সম্পূর্ণ ডিসপ্লে স্ক্রিন রয়েছে OLED টাইপের। এই ডিসপ্লে স্ক্রিনের রিফ্রশ রেট ক্ষমতা 120Hz এবং নিট পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে 3000। সম্পূর্ণ ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস টু দিয়ে সুরক্ষিত করা রয়েছে। এই ফোনটি চেঞ্জার জি৫ চিপসেটে কাজ সম্পন্ন করবে।

আরোও পড়ুন : ধান কেনার মাত্রা বৃদ্ধি! খাদ্য দপ্তর খুললেন আরও ৪ টি স্থায়ী ক্রয় কেন্দ্র, চাষীদের সুবিধা কি রয়েছে?

RAM ও স্টোরেজ : ফোনটিতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরিস দেওয়া রয়েছে।

ক্যামেরা : ফটোগ্রাফি দুর্দান্ত হওয়ার জন্য এই ফোনটিতে 48MP প্রাইমারি ক্যামেরা এবং এর সাথে 13MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 5x অপটিক্যাল জুম সহ 10.8 MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। এর ফলে সেলফি তুলতে এবং ভিডিও কলের জন্য এই ফোনটি দারুণ হতে চলেছে।

ব্যাটারি : ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটিতে 4970mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়ার জন্য এই ফোনের ডিভাইসে 15W ওয়ারলেস চার্জিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

সবদিক থেকেই pixel 10 স্মার্টফোনটি অভিনবত্বের দিক থেকে এবং নতুনত্বের দিক থেকে দুর্দান্ত ফিচারে সম্পন্ন একটি স্মার্টফোন। আপনি যদি এই ফোনটি ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে অ্যামাজনের এই বিশেষ রিপাবলিক ডে সেলের সময় পার্চেস করলে 10,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন, তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে এখনই এটি ক্রয় করুন।

Join Group Join Group