লঞ্চ হতে পারে iPhone 17e, আগামী মাসেই অপেক্ষার অবসান! হাতে পেয়ে যাবেন সিরিজের সবচেয়ে সস্তা iPhone, কি কি নতুন ফিচার যুক্ত হচ্ছে?

বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি জিনিস আপডেট যেমন : হচ্ছে, ঠিক তেমনি হাতের এন্ড্রয়েড ফোন যদি আপডেটেড না থাকে তাহলে যুগের সাথে তাল মিলিয়ে চলা যেমন হয়ে ওঠে না, ঠিক তেমন নতুনত্ব ফিচার উপভোগ করার জন্য আপডেটেড এন্ড্রয়েড ফোন হাতে থাকা জরুরী। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রথম iPhone 17 সিরিজ লঞ্চ হয়েছিল ভারতে। এরপর থেকে এই সিরিজের অধীনে আরো অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ হয়েছিল, যেগুলোর মধ্যে ছিল iPhone 17, 17 pro, 17 pro Max ইত্যাদি। তবে এই ফোনগুলো যেহেতু অনেক আপডেটেড এবং অভিনব ফিচার এড করা রয়েছে, তার জন্য দামের দিক থেকেও এ ফোনগুলি ছিল অনেকটাই বেশি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ফোনগুলোতে হাত দেওয়া সম্ভবপর ছিল না। তবে আপনার জন্য একটি সুখবর বলা যায়, কারণ আগামী মাসের যে আইফোনের সিরিজের ফোনটি লঞ্চ হতে চলেছে অর্থাৎ iPhone 17e, সেটা আগের অ্যান্ড্রয়েড ফোন গুলো থেকে অনেক কম দামে আপনি পেয়ে যাবেন। এক কথা বলতে গেলে, আইফোন সিরিজের সব থেকে সস্তা হতে চলেছে এই ফোনটি। এই ফোনটির মধ্যে নতুনত্ব কি কি ফিচার যুক্ত করা হয়েছে সেগুলো সম্পর্কে একবার দেখে নেওয়া যাক।

ক্যামেরা : যখন কোনো নতুন ফোন লঞ্চ হয় সব থেকে বেশি লক্ষ্য থাকে সেই ফোনের ক্যামেরার দিকে। বর্তমান সময়ে ভিডিও করা হোক বা ভিডিও কল অথবা ফটোগ্রাফি করার জন্য ক্যামেরা একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এর জন্য কোন এন্ড্রয়েড ফোনের ক্যামেরা ফিচার কেমন রয়েছে সেটা সবার আগে দেখা দরকার। iPhone 17e ফোনে 48MP সিঙ্গেল ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের সামনের দিকে সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে 18MP Center Stage দেওয়া হয়েছে।

ব্যাটারি : এই ফোনটিতে অন্যান্য এন্ড্রয়েড ফোনের তুলনায় অনেক বড়ো ব্যাটারি, সম্ভাব্য 4005 mAh দেওয়া হয়েছে। এর কারণ যাতে পাওয়ার ব্যাংকের সময় খুব দ্রুত চার্জ হয় তারজন্য 20W তারযুক্ত, 7.5W ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেওয়া রয়েছে, ফলে একবার চার্জ করলে যাতে অনেক ঘন্টা চার্জ থাকে।

আরোও পড়ুন : আর্মি পাবলিক স্কুলে প্রাইমারি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের নিয়োগ! জেনে নিন আবেদন সংক্রান্ত তথ্যগুলো।

প্রসেসর : কোম্পানির থেকে পাওয়া সূত্র অনুযায়ী, iPhone 17e ফোনে Apple A19 চিপসেট যোগ করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে ফোনটি দুর্দান্ত হতে চলেছে।

ডিসপ্লে : iPhone 17e-এর ডিসপ্লের আকার হতে চলেছে ৬.১ ইঞ্চি। এতে OLED টাইপের ডিসপ্লে দেওয়া রয়েছে যার রিফ্রেশ রেট হচ্ছে 60Hz এবং রেজোলিউশন রয়েছে 1170 x 2532 পিক্সেল।

RAM ও স্টোরেজ : এই ফোনে RAM রয়েছে 8GB এবং
128GB, 256GB, 512GB এই তিন ধরনের স্টোরেজ অপশন দেওয়া রয়েছে।

ভারতীয় মূল্য : ভারতীয় মূল্য অনুযায়ী এই ফোনের দাম থাকার সম্ভাবনা রয়েছে ৬০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। এই ফোনটি আইফোন সিরিজের “e” মডেল হওয়ার কারণে অন্যান্য আইফোন সিরিজের ফোন গুলো তুলনায় কিছু ফিচার কম থাকতে পারে তবে এর মধ্যে দেওয়ার নতুন চিপসেট এবং RAM থাকার জন্য এটি শক্তিশালী এন্ট্রি লেভেল ডিভাইস হিসাবে পরিচিতি পাবে। তাই যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আইফোন কেনার স্বপ্ন দেখছেন অথচ দাম আপনার বাজেটের তুলনায় বেশি বলে কিনতে পারছেন না, তাদের জন্য iPhone 17e এই ফোনটি আপনার বাজেটের মধ্যে অন্যতম পছন্দের ফোন হতে চলেছে।

Join Group Join Group