শেয়ার বাজারে ইনভেস্ট করেন? দেখে নিন ১৬ টাকার বিশেষ পেনিস্টকের সুবিধা।

ভারতীয় শেয়ার মার্কেটের নতুন আকর্ষণ পেনিস্টক। এই পেনিস্টকে লাভ দিচ্ছে ইনভেস্টরদের। গতকাল শেয়ার বাজারে এই পেনি স্টক বিনিয়োগকারীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে গ্লিটেক গ্রানাইটস লিমিটেডের স্টকের মূল্যে বিরাট উত্থান দেখা গেছে। এই সংস্থার শেয়ারের মূল্য ৫ শতাংশের আপার সার্কিটের দ্বারা সর্ব কালের সেরা উত্থান হিসাবে ১৬.৯২ টাকায় পৌঁছেছে। এই অঙ্ক আগের দিন মাত্র ১৬.১২ টাকায় বন্ধ হয়েছিল। শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা অবাক মাত্র ৪৪ কোটি টাকার মার্কেট ক্যাপের এই নির্দিষ্ট স্মল ক্যাপ সংস্থার উত্থান দেখে। এখানেই শেষ নয়, আশ্চর্যের বিষয় হলো, এই নির্দিষ্ট স্টকটি ৫২ সপ্তাহের সর্বনিম্ন ২.৪৯ টাকা থেকে কাছাকাছি ৫৮০ % মাল্টি ব্যাগার রিটার্ন দিতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা – এই স্টকের সাম্প্রতিক নজরকাড়া উত্থানের পেছনে আছে কোম্পানির কন্ট্রোল পরিবর্তন, যা এই উত্থানকে বিশেষ গতি প্রদান করেছে।

উল্লেখ বিষয় হলো – এই গ্লিটেক গ্রানাইটস লিমিটেড একটি কম্পালসারি ওপেন অফার চালু করেছে। মহেশকুমার জটাশঙ্কর থাঙ্কির ও তাঁর সহযোগী ৬ জন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টর এবং রোমিন মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (PAC) এই ওপেন অফারটি চালাচ্ছে, যার দ্বারা গ্লিটেক গ্রানাইটস লিমিটেডের ৬৭.৫০ লক্ষ শেয়ার ক্রয় করা যাবে। ইহা ঐ সংস্থার মোট ইকুইটির ২৬ % হিসেবে ধরা হচ্ছে। এই ওপেন অফারের দাম শেয়ার প্রতি ১২.৬৫ টাকা রাখা হয়েছে। সেই সঙ্গে এই টোটাল চুক্তির পরিমাণ প্রায় ৮.৫৪ কোটি টাকা। এটি গত ৬ জানুয়ারি একটি শেয়ার পারচেস এগ্রিমেন্টের পরে হয়েছে। এর অধীনে বিদ্যমান প্রোমোটারদের থেকে ৬২.৯৯% শেয়ার ক্রয় করা হচ্ছে। এর ফলে SEBI-র টেকওভার নিয়ম কার্যকর হয়েছে।

যে সব নতুন অধিগ্রহণকারীদের মাইনিং ও মিনারেল ট্রেনিং সেক্টরের অভিজ্ঞতা রয়েছে, তারা কোম্পানির ম্যানেজমেন্ট কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে, নতুন অধিগ্রহণকারীরা গ্লিটেক গ্রানাইটস লিমিটেডের বস অন্য খনিজ সেক্টরে সম্প্রসারণ করতে চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে কোম্পানি BSE তালিকাভুক্তি বজায় রাখার উপর জোর দেওয়া হয়। এই অফারের পরে পাবলিক শেয়ারহোল্ডিং ২৫ % নিচে গেলে, তাহলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নিয়ম মেনে এটিকে আবার ভারসাম্য করণের জন্য সব রকম চেষ্টা করা হবে।

আরোও পড়ুন : আপনার কি কন্যা সন্তান রয়েছে? পেয়ে যান এককালীন ৫০ হাজার টাকা, সঙ্গে বছরে ১ হাজার অনুদান। আজই আবেদন করুন!

ভিভারো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই অফারটি পরিচালনা করার কাজ করছে। এর শেয়ার হোল্ডাররা আগামী ১০ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে নিজস্ব শেয়ার টেন্ডার করতে পারবেন। এর জন্য আগামী ২ মার্চের মধ্যে যোগ্য ইনভেস্টরদের কাছে অফার লেটার পাঠানো হবে। এ বছর এপ্রিল মাসের মধ্যে অর্থপ্রদানের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। সে জন্য অধিগ্রহণকারীরা ICICI ব্যাংকে ২.১৩ কোটিরও বেশি এসক্রো পরিমাণ জমা করেছেন।

প্রসঙ্গত, কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত গ্লিটেক গ্রানাইটস লিমিটেড ১৯৯০ সালে যাত্রা শুরু করেছিল। ইহা একটি ১০০% রপ্তানি ওরিয়েন্টেড ইউনিট। এটি মার্কিন মুলুক থেকে শুরু করে যুক্তরাজ্য, এছাড়াও মধ্যপ্রাচ্যের মার্কেট গুলিতে গ্রানাইট ও প্রাকৃতিক পাথর এক্সপোর্ট করে থাকে।

পরিশেষে, বিশেষ সতর্কীকরণ : শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইনভেস্টর এর পূর্বে অবশ্যই শেয়ার মার্কেট অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করবেন।

Join Group Join Group