মোবাইলেই তৈরি করা যাবে ডিজিটাল ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট! পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য দুর্দান্ত খবর।

পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। যেহেতু সমস্ত কিছু সরকারি পরিষেবা এখন ডিজিটাল পর্যায়ে পরিচালনা করা হয়, সেই রকম ভাবেই এখন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য ডিজিটাল পরিষেবা আরো সহজ হয়ে যাচ্ছে। এর কারণ এখন থেকে আপনার নিজের এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
কিছু বছর আগেও ইনকাম সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত অফিসে বারবার হাটাহাটি করতে হতো। এতে যেমন সময় অপচয় হতো এমন অনেকটাই পরিশ্রমদায়ক ও ঝামেলা পূর্ণ কাজ ছিল। কিন্তু বর্তমান সময়ে সে পুরনো হাতে লেখা সার্টিফিকেটের দিন এখন শেষ হয়েছে। বর্তমান সময়ে যেকোনো সরকারি পরিষেবা এখন ডিজিটাল পর্যায়ে করা হয় যার ফলে অনেক ঝঞ্ঝাট মুক্ত হয়েছে এবং সময় সাশ্রয় হয়েছে। এখন সেই পরিষেবার মধ্যে যুক্ত হতে চলেছে স্থায়ী বাসিন্দা অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট।

রাজ্য সরকারের ‘WBPMS’ পোর্টালের মাধ্যমে এই সুবিধা এখন পেয়ে যাবেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।

আজকের এই প্রতিবেদনে কিভাবে অনলাইনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন সেই বিষয়ে আলোচনা করা হলো।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি:-
১) পাসপোর্ট সাইজ ছবি
২) ভোটার কার্ড, আধার কার্ড
৩) পঞ্চায়েত মেম্বার ফরম্যাট, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছ থেকে একটি নির্দিষ্ট ফরম্যাটে সই ও স্ট্যাম্প নিয়ে আসতে হবে। এটি প্রমাণ করে যে আপনি ওই এলাকার বাসিন্দা।

নথির নাম ফাইলের ধরণ সর্বোচ্চ সাইজ :-
পাসপোর্ট ছবি JPG / JPEG ১০০ KB
ভোটার কার্ড PDF / JPG ১৫০ KB – ২ MB
আধার কার্ড PDF / JPG ২ MB
মেম্বার ফরম্যাট PDF ২ MB

ASSAM POLICE 2025: ১৭১৫ শূন্যপদে আসাম পুলিশ কনস্টেবল নিয়োগ, জেনে নিন আবেদন শুরু তারিখ ও অন্যান্য তথ্য।

অনলাইনে আবেদনের পদ্ধতি :-
কয়েকটি পদ্ধতি অবলম্বন করে অনলাইনে আবেদন করতে হবে তার ধাপগুলো নিম্নে বর্ণনা করা হলো।
১) প্রথমে পশ্চিমবঙ্গের WBPMS’ পোর্টাল আপনার মোবাইলে ব্রাউজার থেকে গুগলে গিয়ে সার্চ করুন।
২) এরপর সেখান থেকে সিটিজেন কর্নার অপশনে যেতে হবে।
৩) এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করে লগইন করুন।
৪) লগইন করার পর আপনার নিজের জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করতে হবে। এরপর সংসদের নম্বর, আপনার নাম, অভিভাবকের নাম, আপনার ঠিকানা একদম নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করুন।
৫) এরপর আপনি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেটি সিলেক্ট করুন। যদি রেসিডেন্সসিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করেন, তাহলে সেই অপশনটি নির্বাচন করুন। আর যদি আয়কর সার্টিফিকেট এর জন্য আবেদন করেন তাহলে সেটি সিলেক্ট করুন এবং আপনার বার্ষিক আয় উল্লেখ করুন।

৬) এরপর উল্লেখিত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করুন তাহলেই আপনার আবেদন প্রক্রিয়া কমপ্লিট হবে।

সার্টিফিকেট ডাউনলোড পদ্ধতি:-
সঠিকভাবে আবেদন করলে ২৪ ঘন্টার মধ্যে আপনার আবেদন গ্রান্টেড হবে। আপনাকে ডাউনলোড করার জন্য একই পদ্ধতিতে লগইন করে এপ্লিকেশন স্ট্যাটাস অপশনে যেতে হবে। এরপর আপনি আবেদনটি পঞ্চায়েত প্রধান অধিকারিক দ্বারা অনুমোদিত যদি হয়ে যায় তাহলে আপনি স্ট্যাটাসে Ready to Download এই অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনার ডিজিটাল সই করা রঙিন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন এ ক্লিক করে নিন এবং প্রিন্ট করে যে কোন সরকারিভাবে সরকারি কাজে আপনি ব্যবহার করতে পারবেন।

এভাবেই পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আবেদন করা খুবই সহজ হয়ে গিয়েছে। এখন থেকে আপনারা এই পদ্ধতিতে অবলম্বন করে অনলাইন মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই সার্টিফিকেট দুটি আবেদন করতে পারবেন এবং ২৪ ঘন্টার মধ্যে ডাউনলোড করে নিয়ে বিভিন্ন সরকারি পরিষেবায় কাজে লাগাতে পারবেন।

Join Group Join Group