এবার জমি বা বাড়ির দলিল অনলাইনে ডাউনলোড করুন। জেনে নিন সহজ পদ্ধতি।

জমি-বাড়ির দলিল নিয়ে অনেকেই সমস্যায় থাকেন। এই সমস্যা সমাধানে বারবার অফিসে ঘুরতে হয়। দলিল সম্পর্কিত সমস্যায় সাধারণত নাজেহাল হয় মানুষ। সেই মাথাব্যথার কারণ এবার কাটতে চলেছে। এখন অনলাইনে জমি ও বাড়ির দলিলের ব্যবস্থা করল রাজ্য সরকার।

বিদ্যুৎ সংযোগ, গৃহ নির্মাণ ও ব্যাবসার রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় এই দলিল। এতদিন এই দলিলের জন্য অনেক মাথার ঘাম ফেলতে হতো এবং সেই সঙ্গে পকেটের টাকা খরচ করতে হত। সেই সব সমস্যার সমাধান করেছে সরকার। ১৯৬৫ সাল থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত সমস্ত জমির দলিলকে ডিজিটালাইসড করা হয়েছে। ভূমিসংক্রান্ত সমস্ত দলিলের সার্টিফাইড কপি অনলাইনে ডাউনলোড করা যাবে। এখন আর BLRO অফিসে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই।

অনলাইন দলিল ডাউনলোড করার পদ্ধতি : –

রাজ্য সরকারের ই- ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে “লগ-ইন অ্যান্ড সাইন আপ” অপসেনে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে ফোন নং, OTP দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার কোড দিয়ে সাইন ইন করতে হবে। নতুন যে পেজ আসবে সেখানে “সার্ভিস” অপশনে ক্লিক করতে হবে। সেখানে আসা নতুন “সার্চ” অপশনে গিয়ে “ডিড” টাইপ করে ক্লিক করতে হবে, এবং তারপর রেজিস্ট্রিশান অপশনে ঢুকতে হবে। এরপরের ম্যানুয়াল পেজে “এক্সসেপ্ট” অপসান ক্লিক করতে হবে। এরপর নতুন পেজে অ্যাপ্লিকেশন অপশন থেকে ফর্ম ফিলাপ করতে হবে। সেখানে নিজের জেলা, নাম, রেজিস্ট্রি অফিস, দলিলের নং, সাল, ফোন নং, ই-মেইল, ঠিকানা সহ সমস্ত তথ্য দিতে হবে। তারপর আসবে ফরমের প্রিভিউ, সেটা ভেরিফাই করে সাবমিট করতে হবে। তারপর আপনাকে পেমেন্ট করতে হবে সার্টিফাইড দলিল পাওয়ার জন্য। পেমেন্টের টাকার পরিমাণ বিভিন্ন স্থানে বিভিন্ন। সাধারণত ২০০ টাকার নিচেই থাকে ফিশ। তাহলেই হয়ে যাবে আপনার আবেদন। কিছুদিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন সার্টিফাইড দলিলের ডিজিটাল কপি। এই আবেদন আপনি বাড়ি বসে নিজের মোবাইল ফোন থেকে করতে পারেন। এছাড়াও নিকটবর্তী বাংলা সহায়তা, কমন সার্ভিস পয়েন্ট কিংবা অন্য কোনও সাইবার কাফে থেকেও করতে পারবেন।

আরোও পড়ুন : বড়োদিনের ছুটিতে তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা! মাটি হতে চলেছে আনন্দ।

নতুন নিয়মের সুবিধা -.

১) বাড়ি বসেই সহজে আবেদন করতে পারবেন।
২) এই দলিলের জন্য সরকারি অফিস ঘুরতে হবে।
৩) সার্টিফাইড দলিলের জন্য দালালদের কাছে মোটা অঙ্কের টাকা গুনতে হবে না।

Join Group Join Group