SBI গ্রাহকদের জন্য কড়া নিয়ম, ১৫ই ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে লেনদেন বন্ধ! জানুন বিস্তারিত।

দেশের সব থেকে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো এসবিআই। এখনো পর্যন্ত দেশের বেশিরভাগ সংখ্যক গ্রাহকের সংখ্যা এই ব্যাংকেই রয়েছে। এসবিআই গ্রাহকদের জন্য আসতে চলেছে নতুন নিয়োগ ১৫ই ফেব্রুয়ারি থেকে। ১৫ই ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে লেনদেনের দিন শেষ হতে চলেছে। অর্থাৎ লেনদেনের জন্য খরচ বাড়তে চলেছে গ্রাহকদের। এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট পেতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

আপনার ওকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI তে একাউন্ট আছে। যদি থেকে থাকে তাহলে এখন থেকে সতর্ক হয়ে যান। কারণ আগামী 15 ই ফেব্রুয়ারি থেকে IMPS অর্থাৎ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস-এর খরচ বাড়বে। এমনটা নির্দেশনা দিয়েছে এসবিআই ব্যাংক। ব্যাপারটি যদি সহজ করে বলা যায় তাহলে হল, এতদিন SBI ব্যাংকের গ্রাহকরা, নেট ব্যাঙ্কিং বা ইউনো অ্যাপের মাধ্যমে যে লেনদেনের সুবিধা পেতেন অর্থাৎ বিনামূল্যে যে লেনদেন করতে পারতেন, আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে লেনদেন করতে পারবেন না। লেনদেনের ওপরে আপনাকে গুনতে হবে টাকা।

Free trading ends from February 15th!(১৫ই ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে লেনদেন বন্ধ!)

কত টাকার ওপর লেনদেন করলে চার্জ বসবে :

ব্যাংক সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে, বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনি ২৫ হাজার টাকার বেশি লেনদেন করেন, তাহলে চার্জ কাটা হবে। তবে ২৫ হাজার টাকা নিচে লেনদেন করলে কোনো বাড়তি টাকা কাটা হবে না।

দেখে নেওয়া যাক কত টাকার জন্য কত টাকা চার্জ বসবে :

২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত দিন দিন করলে ২ টাকা এবং সঙ্গে GST যুক্ত হবে। এক লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকার মতন লেনদেন করলে ৬ টাকা চার্জের সাথে জিএসটি যুক্ত হবে। ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করলে জিএসটির সাথে ১০ টাকা যুক্ত হবে। আপনি যদি বাড়িতে বসেও অনলাইন মাধ্যমে এই টাকা লেনদেন করেন, তা হলেও একই রকম চার্জ কাটা হবে।

আরোও পড়ুন : আর্মি পাবলিক স্কুলে প্রাইমারি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের নিয়োগ! জেনে নিন আবেদন সংক্রান্ত তথ্যগুলো।

আর যদি আপনি অনলাইন মাধ্যমে লেনদেন না করে যদি ব্যাংকিং শাখায় গিয়ে আইএমপিএস করেন, তাহলে চার্জ আরো বেশি কাটা হবে। ১০০০ থেকে ১ লক্ষ টাকা লেনদেনে ৪ টাকা, সঙ্গে জিএসটি যুক্ত হবে। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার লেনদেনের ক্ষেত্রে জিএসটির সঙ্গে ১২ টাকা চার্জ যুক্ত হবে। ২ লক্ষ থেকে 5 লক্ষ টাকা লেনদেন করলে জিএসটির সাথে ২০ টাকা চার্জ যুক্ত হবে। অর্থাৎ অনলাইনে লেনদেন করলে কিছুটা আপনি সুবিধা করতে পারবেন।
তবে কিছু ক্ষেত্রে এই নিয়ম ব্যতিক্রম রয়েছে। কিছু স্যালারি একাউন্ট যেমন ডিএসপিসি (DSP), পিএমএসপি (PMSP) বা সিজি এসপি (CGSP) ইত্যাদিকে আইএমপিএস চার্জ নিয়মের থেকে দূরে রাখা হয়েছে।

নিয়ম করার কারণ : অনলাইন লেনদেন বা ডিজিটাল লেনদেন, সর্বোপরি ব্যাংকিং পরিষেবায় শৃঙ্খলা বজায় রাখার জন্যই এরকম চার্জিং সিস্টেম আনা হয়েছে। তবে ছোট ছোট চার্জ বসানোর ফলে মধ্যবিত্ত গ্রাহকদের কিছুটা পকেটে চাপ পড়তে পারে। যেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়ম লাগু করা হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে তাই এই ব্যাংকের গ্রাহকরা ২৫ হাজার টাকার বেশি লেনদেনের সময় সতর্ক থাকবেন।

Join Group Join Group