ই-কমার্স প্লাটফর্ম গুলোর মধ্যে ফ্লিপকার্ট একটি অন্যতম প্লাটফর্ম। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি ব্যক্তি অফলাইন কেনাকাটার বদলে অনলাইন কেনাকাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। আর অনলাইন কেনাকাটার জন্য যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে তার মধ্যে flipkart অন্যতম। এই ফ্লিপকার্ট কোম্পানি রিপাবলিক ডে উপলক্ষ্যে বিশেষ কিছু ছাড় দেওয়ার সুযোগ এনে দিয়েছে গ্রাহকদের জন্য। ল্যাপটপ এবং স্মার্ট ফোন ক্রয় করলে আপনি পেয়ে যাবেন বিশেষ ছাড়। কত টাকা কমে বিক্রি হচ্ছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ছাড়-এর সুযোগ রয়েছে, এই সম্পর্কিত বিস্তারিত জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
নতুন বছর পড়ার সাথে সাথে অনেকেই বিভিন্ন নতুন জিনিস কেনার প্রতি আগ্রহ দেখায়। বিশেষ করে স্মার্ট ফোন বা ল্যাপটপ কেনার প্রতি ঝোঁক বেড়ে যায় অনেকের। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম গুলো বিশেষ ছাড়ের ব্যবস্থা করে। ঠিক তেমনি ফ্লিপকার্ট ই-কমার্স প্লাটফর্ম এর পক্ষ থেকে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। তবে আপনি যদি flipkart প্লাসের সদস্য হয়ে থাকেন, তাহলে ১৬ই জানুয়ারি অর্থাৎ ২৪ ঘন্টা আগে থেকে এই ছাড় পাওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র জিনিসপত্রে বিশেষ ছাড় নয়, এর সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় ব্যাংক অফার।
ফ্লিপকার্ট সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, HDFC ব্যাংকের কার্ড থাকলে আপনি স্মার্ট ফোন, ল্যাপটপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন। এর সাথে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। এরা এছাড়া যারা flipkart ব্ল্যাক মেম্বার রয়েছে তাদের জন্য আরও এক্সক্লুসিভ ছাড় পাওয়া যাবে। এছাড়াও রাশ আওয়ার ডিল, টিকটক ডিল, জ্যাকপট ডিল এবং স্টিল ডিল এইরকম কিছু সর্বোচ্চ ছাড়ের জন্য বিভিন্ন ডিল রয়েছে। এই সমস্ত বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য flipkart republic day লাইভ রয়েছে, সেটি ভালো করে লক্ষ্য করুন, তাহলে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন।
আরোও পড়ুন : ভারত বাংলাদেশের সাথে বিরোধিতার সন্ধিক্ষণ, গঙ্গা জলবন্ধন চুক্তি নিয়ে। জেনে নিন বিস্তারিত।
যে সমস্ত স্মার্টফোনে ছাড় দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে
Redmi Note 15, Poco M8 5G এবং Oppo Reno 15 সিরিজের মতো নতুন লঞ্চ হওয়া ফোনগুলো। এর পাশাপাশি Xiaomi, Motorola, Poco, Vivo এবং Google Pixel-এর মতো ব্র্যান্ডগুলিতে অনেককে ছাড় দেওয়ার কথা রয়েছে। সব থেকে ভালো খবর বিশেষ অফারে পাওয়া যাচ্ছে iPhone 16। এছাড়া অন্যান্য সামগ্রী যেমন এয়ার কন্ডিশনার, টিভি এবং ফ্রিজের উপরও বিশেষ ছাড় রয়েছে। অর্থাৎ অফ সিজনের যে দাম হয় ঠিক সেই দামে ক্রয় করতে পারবেন এই সমস্ত সামগ্রীগুলো।
আপনিও যদি এই বিশেষ ছাড়ে সুযোগ পেতে চান তাহলে অবশ্যই ওই নির্দিষ্ট তারিখের মধ্যে ফ্লিপকার্ডে কমার্স প্ল্যাটফর্ম থেকে ক্রয় করে নিন আপনার পছন্দের সামগ্রী। ফ্লিপকার্টের এই রিপাবলিক ডে বিশেষ ছাড় ছাড়লে আপনি অনেক ভালো কিছু হাতছাড়া করবেন, তার জন্য অবশ্যই চোখ রাখুন ফ্লিপকার্টের রিপাবলিক ডে লাইভে।