পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ। কারা আবেদন করতে পারবে?

বছর শেষের আগেই নতুন চাকরির খবর নিয়ে এল রাজ্যের কৃষি দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। রাজ্যের শিক্ষিত যুব সমাজের কাছে চাকরির আরও এক সুবর্ণ সুযোগ।

পশ্চিমবঙ্গ সরকারের West Bengal State Agricultural Marketing Board (WBSAMB) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। জেনে নিন কীভাবে আবেদন করবেন। যোগ্যতা কি? বেতন কত?

নিয়োগের পদ যার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে – Assistant Engineer (Assistant Engineer (Civil), Assistant Engineer (Electrical),Sub Assistant Engineer (Civil),Sub Assistant Engineer (Electrical),Project Engineer (Civil),Executive Engineer (Civil),Executive Engineer (Electrical) অর্থাৎ এই নিয়োগের পদ গুলি হল ইঞ্জিনিয়ার পদের। সেগুলি এই কৃষি পণ্য বিপণনের সঙ্গে সম্পর্ক যুক্ত।

মোট কত গুলি পদে নিয়োগ করা হবে – বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ২৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

এই চাকরির বয়সের ঊর্ধ্ব সীমা – বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগের আবেদনের বয়সের যোগ্যতা হল ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এমনকি কত গুলি পোস্ট আছে যেখানে ৬২ বছর বয়সি ব্যক্তিও আবেদন করার যোগ্য।

এই নিয়োগের বেতন কত হবে?

এই যে বিশেষ পদে নিয়োগ হতে চলেছে, সেখানে নিযুক্ত ব্যক্তি মাসে ২৭০০০ থেকে ৭০০০০ টাকা পর্যন্ত সালারি থাকতে পারে। বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন থাকে।

আরোও পড়ুন : বাংলাদেশি রোগী কমে যাওয়া কলকাতার হাসপাতালগুলো ধুঁকছে! হাসপাতালের দেখা যাচ্ছে মন্দাভাব।

শিক্ষাগত যোগ্যতা : যেহেতু ইঞ্জিনিয়ার পোস্ট তাই এখানে তারাই আবেদন যাদের ইঞ্জিনিয়ার ডিগ্রি আছে। শুধুমাত্র বিটেক এবং বি- ই ডিগ্রি ধারি শিক্ষিত ব্যক্তি আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কোনো যোগ্যতার ব্যক্তি আবেদন করতে পারবেন না।

নিয়োগ পদ্ধতি : সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউতে সিলেক্ট হলেই নিয়োগপত্র দেওয়া হবে।

আবেদন মূল্য কত থাকছে?

এই নিয়োগের আবেদনের করার জন্য পকেটের এক টাকাও খরচ করতে হবে। আবেদনকারীরা সম্পূর্ণ বিনা মূল্যে আবেদন করতে হবে।

আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে-
১) বয়সের প্রমাণপত্র। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট ও মাধ্যমের আডমিট কার্ড।
২) শিক্ষাগত সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজড ফটো।
৫) মোবাইল নং।

আবেদন করার পদ্ধতি :

আবেদন করার জন্য wbagrimarketingboard.gov.in – এই পোর্টালে ভিজিট করতে হবে। সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আপনাকে ঐ সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নির্ভুল ভাবে আবেদন পত্র পূরণ করতে হবে। তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন করার আগে এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন।

অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFLink
আবেদন শেষ৩০-১২-২০২৫
Join Group Join Group