১৫০০০ টাকার নিচে সেরা মোবাইল ফোন কিনবেন? দেখে নিন আপনার জন্য সেরা ৫টি ওয়াটার প্রুফ মোবাইল ফোন কোনটি?

নতুন বছরে নিজের মুঠো ফোন বদল করার চিন্তা করছেন? কম বাজেটের সেরা ফোন চাইছেন? সেই সঙ্গে ওয়াটারপ্রুফ মোবাইল ফোন চাইছেন? আপনার দুশ্চিন্তার সময় শেষ। জীবন ব্যস্ত হলেও মোবাইল ফোন ছাড়া চলেনা। তার সাথে আবার জলে নষ্ট হওয়ার ভয় থাকে। কারণ ঝিরিঝিরি বৃষ্টিতে কিংবা অসাবধানতা বশত জলে ফোন পরে যাওয়ার ভয় আছে। সব সমস্যার মুসকিল আসান। এক নজরে দেখে নিন ১৫০০০ টাকার মধ্যে টপ ৫ টি ওয়াটারপ্রুফ মোবাইল ফোন, যেগুলিতে জল প্রতিরোধক হিসাবে IP68 বা IP69 রেটিং সিস্টেম আছে।

১৫,০০০ টাকার নিচে সেরা ৫টি স্মার্টফোন

১. ভিভো ওয়াই৩১ ৫জি (Vivo Y31 5G):- এই তালিকায় সবার উপরে আছে ভিভো কোম্পানির এই ব্র্যান্ডের ফোন। IP68/IP69 রেটিং থাকা এই ফোনকে শক্তিশালী সুরক্ষা দিয়েছে। শুধু জল নয় ধুলো বালি থেকেও রক্ষা করবে। সারারাত জলে ডুবিয়ে রাখলেও সমস্যা হবেনা। এই বাজেটের একেবারে প্রিমিয়াম ফোন। বর্তমানে এই ফোনের দাম ১৪,৪৯৯ টাকা।

  1. রেডমি ১৫ ৫জি (Redmi 15 5G) : এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে এই ব্র্যান্ডের মোবাইল ফোন। এই মোবাইল ফোনে আছে IP64 রেটিং যা আপনার মোবাইল ফোনকে জলের ঝাপটা থেকে রক্ষা করবে। বর্তমানে এই সুন্দর ফোনের দাম ১৪,১৮৩ টাকা
  2. পোকো এম৭ প্লাস ৫জি (Poco M7 Plus 5G) : এই মোবাইল ফোনটি দাম মাত্র ১১,৮৪৯ টাকা। এই স্বল্প বাজেটেও আছে অনেক ফিচারস। এই ফোনেও IP64 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স আছে। যারা বাইরে কাজ করেন বা জিমে যান তাদের জন্য সুন্দর ও ব্যবহার উপযোগী মোবাইল হ্যান্ড সেট।
  3. ইনফিনিক্স হট ৬০ ৫জি+ (Infinix Hot 60 5G+) : এটি কম বাজেটের সেরা সেল ফোন। দাম মাত্র ১০,৪৯৯ টাকা। এই ফোনের সেরা জিনিস হল এর টেকসই। IP64 ফিচারস এই ফোনকে জল ও ধুলো বালি থেকে রক্ষা করবে। রাফ ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য।
  4. মোটো জি ৪৫ ৫জি (Moto G45 5G : এই ফোনের দাম মাত্র ১০০০০. এই স্বল্প বাজেটের জনপ্রিয় ফোন । মোটো কোম্পানির এই সেল ফোন গুলি ওয়াটার রিপেলেন্ট এর জন্য পরিচিত। ঘাম, জলের ঝাপটা, জল হাত, ধুলো বালি সব থেকে সহজেই সুরক্ষিত থাকে। কিন্তু এটাতে IP রেটিং থাকেনা।
Join Group Join Group