রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার স্কুল ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ এনেছেন। তেমন কিছু বেসরকারি সংগঠনও স্কুল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কলেজ ছাত্রছাত্রী ও প্রফেশনাল কোর্সের পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন। এরমধ্যে একটু উল্লেখযোগ্য বেসরকারি স্কলারশিপ হলো টাটা স্কলারশিপ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আপনি কিভাবে টাটা স্কলারশিপে আবেদন করবেন? কিরকম যোগ্যতা প্রয়োজন এবং কোন স্তরে কত বৃত্তি পাবে এই সমস্ত তথ্য রয়েছে এই প্রতিবেদনে। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে স্কলারশিপে আবেদন করুন।
স্কলারশিপ এর উদ্দেশ্য:- টাটা ক্যাপিটাল পা স্কলারশিপের উদ্দেশ্য হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তর এর পড়ুয়াদের পড়াশোনার আর্থিক সাহায্য করা এবং উজ্জ্বল ভবিষ্যতে গড়ে তোলা। প্রত্যেক বছর ১০০০০ টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।
স্কলারশিপ প্রয়োজনীয় যোগ্যতা:-
টাটা স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে।
১) অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
২) পরিবারের বার্ষিক আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
৩) পূর্ববর্তী পরীক্ষায় অবশ্যই পড়ুয়াকে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
৪) পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ বা ডিপ্লোমা স্তরে পড়াশোনা করতে হবে।
আরোও পড়ুন:- ASSAM POLICE 2025: ১৭১৫ শূন্যপদে আসাম পুলিশ কনস্টেবল নিয়োগ, জেনে নিন আবেদন শুরু তারিখ ও অন্যান্য তথ্য।
স্কলারশিপ কোন কোন স্তরে বৃত্তি দেওয়া হয়:-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্কুল স্তরে।
বিএ, বিএসসি, বিকম কলেজ স্তরে।
ডিপ্লোমা ও আই টি আই কোর্স।
কিছু ক্ষেত্রে দেওয়া হয় পোস্ট গ্যাজুয়েট স্তরে দেওয়া হয়।
অনুদানের পরিমাণ:-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ১০ হাজার টাকা দেওয়া হয়।
কলেজ স্তরে ও ডিপ্লোমা ও আইটিআই কোর্সের ক্ষেত্রে ১২ হাজার টাকা দেওয়া হয়।
প্রফেশনাল বা পোস্ট গ্রাজুয়েশন বিভাগে ১ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়।
প্রয়োজনীয় ডকুমেন্ট:- আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো থাকতে হবে।
১) পড়ুয়ার পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড
২) কলেজ বা স্কুল বা যে কোন কোর্সে ভর্তি হওয়ার এডমিশন স্লিপ
৩) পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট
৪) বাৎসরিক পারিবারিক আয়ের সার্টিফিকেট
৫) প্রতিবন্ধী বা কাস্ট সার্টিফিকেট
৬) রঙিন পাসপোর্ট সাইজ ফটো
আবেদন পদ্ধতি:- সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে।
১) সর্বপ্রথম আবেদনকারীকে buddy4study প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল বানাতে হবে। এজন্য বৈধ ইমেইল আইডি মোবাইল নম্বর সহযোগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২) এরপর আপনাকে কোর্স এবং স্কলারশিপ নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি কোন স্তরে না কলেজ স্তরে না কোন প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে স্কলারশিপ চাইছেন সেটি নির্বাচন করতে হবে।
৩) এরপর অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে আবেদন পত্র সঠিকভাবে সম্পূর্ণ তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৪) এরপর উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে।
৬) সম্পূর্ণ একবার যাচাই করে নিয়ে সাবমিট করতে হবে।
এরপর আপনার আবেদনপত্র সাবমিট করার পর আপনি একটি এপ্লিকেশন আইডি নম্বর পাবেন সেটা যত্ন করে রাখবেন ভবিষ্যতে রেফারেন্সের জন্য।
স্কলারশিপ আবেদনের শেষ সময়সীমা:- আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৬ শে ডিসেম্বর।
আগ্রহী পড়ুয়ারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে buddy4study পোর্টালে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।