আপনি যদি এই মুহূর্তে একটি ভালো সরকারি চাকরি জন্য অপেক্ষা করেন, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। নদীয়া জেলার প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয়ই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য যেমন বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদন পদ্ধতির এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত ডিটেলস বিস্তারিত ভাবে দিয়ে দেওয়া হল। আপনি যদি এই চাকরি জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে, আবেদন সংক্রান্ত তথ্য গুলো ভালো করে জেনে নিয়ে আবেদন করুন।
নিয়োগ সংস্থা : নদীয়ার জেলা পরিষদের তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নদীয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।
পদের নাম : BCW ও TD বিভাগের অধীনে চুক্তিভিত্তিক অতিরিক্ত পরিদর্শক বা Additional Inspector নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরের হেড ক্লার্ক ইত্যাদি পদে যে সমস্ত কর্মীরা বর্তমানে অবসরপ্রাপ্ত রয়েছেন। একমাত্র তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা : আবেদনকারীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।
কাজের ধরন : নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক পদ্ধতিতে। এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে, তবে পরবর্তীতে চুক্তি বাড়ানো হলে তখন অতিরিক্ত সময়ের জন্য কাজ করতে পারবেন।
বেতন স্কেল : নিয়োগ হওয়া প্রার্থীদের প্রত্যেক মাসে ১২০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া : যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক রয়েছেন, তারা সর্বপ্রথম নদিয়ার প্রশাসনিক ওয়েবসাইটে (https://nadia.gov.in) প্রবেশ করবেন। এরপর হোমপেজে এসে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানেই আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে উল্লেখিত ডকুমেন্ট সহযোগে বিজ্ঞপ্তিতে দেওয়ার এড্রেসে পাঠিয়ে দেবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ : ২১ জানুয়ারি আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ।
আপনি যদি একজন অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন, তাহলে নদীয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে নির্ভুলভাবে পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন। যদিও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি, তবে সাধারণত চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়। আপনি যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছুক থাকেন, তাহলে নদীয়া জেলার প্রশাসনিক অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিয়ে তারপরেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।