আধার কার্ড বর্তমান ভারতের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। শিক্ষা, স্বাস্থ্য, কর্ম ক্ষেত্রে থেকে শুরু করে সরকারি সুবিধা প্রতি ক্ষেত্রে প্রয়োজন এই আধার কার্ড। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সরকার, সমস্ত ভারতীয়দের এক ছাতার তলায় আনতে এই আধার তৈরির ধারনা নিয়ে আসে। পরবর্তী ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে ইউনিক আইডেন্টিটি ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া সংস্থার অধীনে দেশের সমস্ত মানুষের আধার কার্ড তৈরি করেন। মূলত প্রতিটি নাগরিকের আঙুলের ছাপ ও চোখের মণির স্ক্যান নিয়ে এই কার্ড তৈরি করা হয়। এই কার্ড দিয়েই ব্যাংক, পোস্ট অফিস, বীমা, সরকারি প্রকল্পের সুবিধা সব পাওয়া যায়। কিন্তু আধার কার্ডের ব্যক্তিগত তথ্য নিয়ে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। তাই কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত UIDAI সংস্থা আধার কার্ডকে সুরক্ষিত রাখতে লক ও আনলক নামক নতুন সুবিধা এনেছে।
সাধারণত আধার কার্ড দিয়ে আমরা আঙুলের ছাপ ও চোখের মণি স্ক্যান করে সরকারি পরিষেবা গ্রহণ করি। ঐ বায়োমেট্রিক করার সময় আপনার আধার কার্ডে তথ্য হাতিয়ে আপনার সাথে হতে পারে আর্থিক প্রতারণা। কারণ প্রতারকরা সর্বদা ফাঁদ পেতে বসে থাকে। সেই প্রতারণা থেকে বাঁচতে আধার আনলক করে রাখা উচিত।
কিভাবে লক করবেন আপনার আধার কার্ড?
লক করার জন্য সবার প্রথম আধার কার্ডের UIDAI সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক লক- আনলক আপসেন লিংকে ক্লিক করতে হবে। তারপরই আপনার সামনে আসবে লক-আনলক পেজ। তার আগে আধার কার্ডের হোমপেজ থেকে ১৬ সংখ্যার VID জেনারেট করে নিতে হবে। সেই VID, নাম, পিন কোড দিয়ে আধার কার্ড লকের দিকে যেতে পারবেন। তারপরই আপনার লিংক করা মোবাইল নং- এ একটি OTP আসবে।OTP সাবমিট করলেই আপনার আধার কার্ড লক হয়ে যাবে।
আরোও পড়ুন:- অল্প মূলধনে মোটা অংকের অর্থ লাভ, এগ্রি ট্যুরিজম এর ব্যবসা করে ভবিষ্যত গড়ুন।
আধার কার্ড লক থাকলে যেমন নিজের তথ্য সুরক্ষিত থাকতে। ঠিক তেমনই লক থাকলে একাধিক সমস্যা দেখা যায়। হঠাৎ ব্যাংক, পোস্ট অফিস, বীমা, ঋণ ও সরকারি পরিষেবা নিতে গেলে যদি আধার নং দিয়ে ফিঙ্গার কিংবা চোখের মণির স্ক্যান করে বায়োমেট্রিক বা KYC করতে যান তখন আপনি সমস্যায় পড়বেন। সেই জন্য তখন আপনাকে আবার আধার কার্ড আনলক করতে হবে। যদিও সহজেই পার্মানেন্ট বা টেম্পোরারি ভাবে আধার বায়োমেট্রিক আনলক করতে পারবেন।
আধার কার্ড আনলক করার পদ্ধতি:-
আনলক করার পদ্ধতিও লক করার পদ্ধতির মতো একই। UIDAI এর অফিসিয়াল সাইট বা অ্যাপে গিয়ে উপরে বর্ণিত নিয়মেই আপনাকে যেতে হবে। সেখানে আনলক অপসেন আসবে। OTP দিলেই আধার কার্ড আনলক হয়ে যাবে। আপনি সহজেই বায়োমেট্রিক দিয়ে কাজ করতে পারবেন। এখানে যদি আপনি টেমোপোরারি আনলক করেন তাহলে নিজের থেকেই কিছুক্ষণ পর আনলক হয়ে যাবে এবং আপনার তথ্য সুরক্ষিত থাকবে।