SAKSHAM SCHOLARSHIP 2025: এ আবেদন করুন এবং পেয়ে যান 50000 টাকা বৃত্তির সুযোগ। জানুন আবেদন পদ্ধতি।

আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার এমন কিছু বেসরকারি সংগঠন স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা পড়াশোনার শিক্ষার আলোয় ভবিষ্যতকে উজ্জ্বল করার স্বপ্ন দেখে। শারীরিকভাবে প্রতিবন্ধী যে সমস্ত ছাত্র-ছাত্রী রয়েছে যারা অত্যন্ত মেধাবী তাদের জন্যও স্কলারশিপের ব্যবস্থা করা হয়ে থাকে। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম সেই সমস্ত পূর্বাদের উচ্চ শিক্ষার পথ অনেকটাই কঠিন হয়ে যায়। এইজন্য সেই কঠিন বাধা দূর করে পড়াশোনার পথকে সহজ করার জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন প্রত্যেক বছর একটি স্কলারশিপ প্রদান করে থাকেন এ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। এই স্কলারশিপের নাম সক্ষম বৃত্তি স্কলারশিপ।

এই স্কলারশিপ এ কোন ক্লাস থেকে কোন ক্লাসের পড়ুয়াদের জন্য কত টাকা করে অনুদান দেওয়া হয়, আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো এই প্রতিবেদনে।

২০২৫ এর সক্ষম বৃত্তি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আবেদনের শেষ সময়সীমা রয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। এজন্য এখনো পর্যন্ত যে সমস্ত শারীরিক বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করেনি তারাও আবেদন করার সুযোগ পাবেন।

অনুদানের পরিমাণ:- ৫০০০০ টাকা পর্যন্ত অনুদান দেয়া হয়। টিউশনি ফি থেকে শুরু করে হোস্টেল খরচ, বই খাতা কেনার খরচ, পরীক্ষার ফি, এছাড়া পড়াশুনা সংক্রান্ত যাবতীয় খরচ এই বৃত্তির টাকা দিয়ে করা যায়।

কোন কোর্সের জন্য দেওয়া হয়:- এই স্কলারশিপ মূলত প্রফেশনাল কোর্সের জন্যই দেওয়া হয়। যে সমস্ত পড়ুয়ারা ডিপ্লোমা, পলিটেকনিক এবং টেকনিক্যাল যেকোনো কোর্সে ভর্তি হয় তারাই এই স্কলারশিপের মাধ্যমে বৃত্তি পেয়ে থাকে।

আরোও পড়ুন:- রেশন ব্যবস্থা আসতে চলেছে AI, ব্যাপারটি সম্বন্ধে জেনে নিন বিস্তারিত

স্কলারশিপের লক্ষ্য:- ১)সক্ষম ব্যক্তির স্কলারশিপ চালু করার প্রধান লক্ষ্য হলো শারীরিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যতে স্বপ্নকে বাস্তবায়ন করা এবং তাদের ক্যারিয়ার তৈরি করতে উৎসাহ দেওয়া।

২) উচ্চশিক্ষার আর্থিক বাধা দূর করে পড়াশোনার পথকে সহজ করা।
৩) ভবিষ্যতের কর্মক্ষেত্রের দক্ষতা অর্জন করতে সহায়তা করা।

স্কলারশিপ আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা:-
১) AICTE অনুমোদিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে।
২) ছাত্র-ছাত্রীদের প্রথম বর্ষ
অথবা দ্বিতীয় বর্ষ (ল্যাটারাল এন্ট্রি) ভর্তি থাকতে হবে।
৩) শিক্ষার্থীকে বিশেষভাবে সক্ষম হতে হবে।
৪) ন্যূনতম প্রতিবন্ধকতা ৪০% বা তার বেশি হতে হবে।
৫) পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
৬) শিক্ষার্থীকে ভারতের নাগরিক হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-
সক্ষম বৃত্তির আবেদন ফর্ম জমা দিতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো হল-
১) সর্বশেষ পরীক্ষার মার্কশিট
২) প্রতিবন্ধী সার্টিফিকেট ন্যূনতম ৪০% প্রতিবন্ধকতার প্রমাণ।
৩) পারিবারিক বার্ষিক আয় প্রমান পত্র।
৪) কলেজে বা ডিপ্লোমা কোর্সে ভর্তির এডমিশন রশিদ।
৫) ব্যাঙ্ক পাসবুক
৬) পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড
৭) পাসপোর্ট সাইজ রঙিন ছবি

আবেদন প্রক্রিয়া:- সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
১) আবেদনকারীকে সর্বপ্রথম অফিসিয়াল NSP ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর যদি আপনি প্রথমবার রেজিস্ট্রেশন করেন তার জন্য নিউ রেজিস্ট্রেশন অপশনে গিয়ে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) এবার লগইন করে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৪) উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) এবং সমস্ত কিছু একটা যাচাই করে নিয়ে সাবমিট করতে হবে।

সক্ষম স্কলারশিপ শারীরিক বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য একটি অন্যতম স্কলারশিপ, কারণ এই সমস্ত পড়ুয়াদের পড়াশোনার বাধা কি অতিক্রম করে ভবিষ্যতের স্বপ্নকে সত্যি করার জন্য এ স্কলারশিপ একটি অভিনব ভূমিকা গ্রহণ করছে। আর্থিক অবস্থা যাতে পড়াশোনার পথে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্যই আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য এবং বিশেষভাবে সক্ষম পর্বতের পাশে থাকার জন্য তবে মনোবল বাড়ানোর জন্য এছাড়া কেরিয়ার তৈরি করে দেওয়ার জন্যই সকল স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ পালন করছে। যে সমস্ত শারীরিক বিশেষভাবে সক্ষম পড়ুয়া রয়েছেন তারা ৩০ শে নভেম্বর পর্যন্ত সকল স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন। আপনি যে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে অবশ্যই স্কলারশপে আবেদন করুন।

Join Group Join Group