বর্তমানে সব থেকে বেশি লেনদেন হয় অনলাইনে মাধ্যমে। সম্প্রতি EPFO-তে পিএফ তোলা নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। EPFO সদস্যরা এখন UPI-এর মাধ্যমে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন সে সম্পর্কে নতুন নিয়ম জেনে নিন।
EPFO-এর ডিজিটাল লেনদেন সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে। বলা যায় আগের থেকে অনেকটাই আপগ্রেড হতে চলেছে। নতুন যে ওয়েবসাইট আপডেট করা হয়েছে তার সফটওয়্যারে একটি শক্তিশালী ব্যাক এন্ড সিস্টেম যুক্ত করা হয়েছে। এর ফলে এতদিন যে প্রযুক্তিগত ত্রুটি আসতো এবং সে সমস্ত অসুবিধা অনেক কমে যাবে। অন্যদিকে এআই ভাষার অনুবাদ টুল ওয়েবসাইটে যুক্ত হবে যার জন্য ব্যবহারকারীরা হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় তথ্য অ্যাক্সেস করার সুযোগ পাবেন।
ইপিএফও গ্রাহকরা যদি চাকরির কারণে শহর পরিবর্তন করেন তবেও দেশের যে কোন EPFO অফিসে গিয়ে তাদের কাজ সম্পন্ন করতে পারবেন। এতদিন পর্যন্ত নির্দিষ্ট রাজ্যের মধ্যে কর্মীদের সুবিধা দেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী যে কোন শহর থেকেই এ সুবিধা পাবেন গ্রাহকরা।
আরোও পড়ুন : পোস্ট অফিসে ২৮,৭৪০ শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, আবেদনের শেষ তারিখ ও আবেদন সংক্রান্ত তথ্য জানুন!
EPFO-তে রয়েছে প্রায় ৮ কোটি সদস্য এবং মোট ফান্ড রয়েছে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা। নতুন নিয়ম অনুযায়ী, এপ্রিল থেকে, EPFO গ্রাহকরা BHIM অ্যাপ এবং UPI-এর মাধ্যমে তাদের PF ফান্ড তুলতে পারবেন। তবে সম্পূর্ণ টাকা তুলে ফেলতে পারবেন না, টাকার কিছু অংশ জমা রাখতে হবে। এছাড়া টাকার একটি অংশ ইউপিআই এর মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে জমা হবে। এছাড়া টাকা তোলার জন্য ন্যূনতম ব্যালেন্স হিসেবে কত টাকা রাখা হয়েছে সেটাও চেক করতে পারবেন গ্রাহকরা।
ইপিএফ এর গ্রাহকদের সর্বোচ্চ টাকা তোলার সীমা কত রাখা হয়েছে:
ইপিএফে গ্রাহকরা প্রতি লেনদিনে ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে। চিকিৎসার জন্য শিক্ষার জন্য বিবাহ এবং বাড়ির নির্মাণের জন্য তিন দিনের মধ্যে পিএফ পাওয়া যাবে। এর ফলে ইপিএফের পরিধি আগের থেকে অনেকটাই বাড়বে। অন্যদিকে ইপিএফ এর কর্মীদের তহবিল পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে যার ফলে গিগ এবং প্লাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা তহবিল আলাদা করা যাবে।