জেলার স্বাস্থ্য দপ্তরে ৪৬ নার্স, নিয়োগ সংক্রান্ত তথ্য ও আবেদনের তারিখ জানুন বিস্তারিত।

যে সমস্ত প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের নার্স বিভাগে কাজ করার জন্য ইচ্ছুক রয়েছেন এবং অনেকদিন ধরে এমন একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর আসতে চলেছে। জেলার স্বাস্থ্য দপ্তরে একসঙ্গে ৪৬ টি শূন্য পদের নার্স নিয়োগ করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, ছেলে ও মেয়ে উভয়ই আবেদনযোগ্য। আপনিও যদি এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন এবং কীভাবে আবেদন করবেন ও আবেদনের ডেট সংক্রান্ত তথ্য জানতে ইচ্ছুক থাকেন, তাহলে এ প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রতিবেদনে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন স্কেল, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

নিয়োগ সংস্থা : মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে একাধিক শূন্য পদে চাকরিপ্রার্থীদের।

শূন্য পদের সংখ্যা : মোট শূন্যপদ রয়েছে ৪৬ টি। পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। নিম্নে কোন পদের জন্য কত শূন্য পদ রয়েছে তা বিস্তারিত আলোচনা করা হবে।

পদের নাম : ব্লক ডাটা ম্যানেজার, স্টাফ নার্স, ল্যাবরেটরী টেকনিশিয়ান এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন।

১) স্টাফ নার্স NUHM :

শিক্ষাগত যোগ্যতা : G.N.M কোর্স উত্তীর্ণ হলে এছাড়া বিএসসি নার্সিং কোর্স সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। এছাড়া আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং নাম অন্তর্ভুক্ত থাকতে হবে তবেই আবেদনযোগ্য হবে। আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

আরোও পড়ুন : কৃষি ক্ষেত্রে আরও সফলতা! উচ্চ ফলনশীল ধানের আরো চারটি নয়া প্রজাতি তৈরি করলো কৃষিদপ্তর।

শূন্য পদের সংখ্যা : ৪ টি শূন্যপদ রয়েছে। জেনারেল থেকে ১টি, তপশিলি জাতি – ১, তপশিলি উপজাতি- ১, ইডব্লুএস – ১টি।

বয়সসীমা : আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা হলো 64 বছর।
বেতন স্কেল : মাসিক বেতন হিসেবে দেওয়া হবে ২৫ হাজার টাকা।

২) স্টাফ নার্স XVFC : এই ক্ষেত্রেও শিক্ষকতা যোগ্যতা বয়সসীমা বেতন স্কেল স্টাফ নার্স NUHM এর অনুরূপ।
তবে শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে।
মোট শূন্যপদ রয়েছে ১৭ টি।
জেনারেল থেকে – ৫, তপশিলি জাতি – ৬, তপশিলি উপজাতি – ১, ইডব্লিউএস – ২, ওবিসি ক্যাটেগরি এ – ২, ওবিসি ক্যাটাগরি বি – ১

৩) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট :
শিক্ষাগত যোগ্যতা : রাজ্যের নার্সিং কাউন্সিল শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এ.এন.এম বা জি.এন.এম কোর্স পাস করতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সেলিং-এর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদন করতে হলে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

শূন্য পদের সংখ্যা : শূন্য পদের সংখ্যা হলো ২৩ টি।
জেনারেল থেকে ১০টি, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ইডব্লিউএস ২, ওবিসি ক্যাটাগরি এ ২, ওবিসি ক্যাটেগরি বি ২ টি।

বয়সসীমা : আবেদন করার সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর।

বেতন স্কেল : নিয়োগ হওয়া প্রার্থীদের মাসিক ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

৩) ব্লক ডাটা ম্যানেজার :

শিক্ষাগত যোগ্যতা : যে-কোনো শাখার গ্র্যাজুয়েট কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান অর্থাৎ এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস ও ইন্টারনেট সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে। সরকারি সংস্থায় অন্তত ৩ বছরের কম্পিউটার নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বেসরকারি সংস্থায় ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্য পদের সংখ্যা : মোট শূন্য পদ রয়েছে ১ টি। তপশিলি উপজাতি হলেই এই শূন্য পদে আবেদন করতে পারবে।

বেতন স্কেল : মাসিক বেতন হিসেবে দেওয়া হবে ২২০০০ টাকা।

৪) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট : ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে মাধ্যমিক পাশ করে মেডিকেল টেকনোলজি ল্যাবে ডিপ্লোমা কোর্স পাস করলে তবে আবেদনযোগ্য। এছাড়া বি.এম.এল.টি কোর্স করলেও আবেদন করা যাবে এই পদের জন্য। তেল কাউন্টার এবং এইচপিএসসি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

শূন্য পদের সংখ্যা : এখানেও শূন্য পদ রয়েছে ১টি। তপশিলি জাতির প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে।

বয়সসীমা : আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৪০ বছর।
বেতন স্কেল : মাসিক বেতন ২২০০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া : এই নিয়োগ পরীক্ষার জন্য কোনোরকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। কবে কখন ইন্টারভিউ হবে, সেই তথ্য পেয়ে যাবেন মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদন প্রক্রিয়া : আবেদন করার জন্য আবেদনকারীকে
www.murshidabad.govin/ www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বৈধ ই-মেইল আইডি সহযোগে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর উল্লেখিত ডকুমেন্ট এবং স্বাক্ষর এবং ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ভালো করে দেখে নিয়ে সাবমিট করতে হবে।

আবেদন মূল্য : জেনারেল ক্যাটাগরিদের জন্য আমাদের মূল্য রয়েছে ১০০ টাকা। ওবিসি এবং তপশিলি জাতি, উপজাতিদের জন্য আবেদন মূল্য ৫০ টাকা। আবেদন মূল্য জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট আউট করে নেবেন। এটি ভবিষ্যতের জন্য কাজে লাগবে।

আবেদনের সময়সীমা : আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে ২৮শে জানুয়ারি। যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সঠিক শিক্ষাগত যোগ্যতা ও বয়স রয়েছে, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এছাড়া আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য মুর্শিদাবাদ জেলা কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Join Group Join Group