২০১৬ সালের এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা কবে হতে চলেছে সেই সম্বন্ধে জানার জন্য প্রতিবেদনটি পড়ুন।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এসএসসি গ্রুপ সি ও ডি পদে আবেদন করেছিলেন, তাদের জন্য সুখবর মার্চ মাসেই হতে চলেছে পরীক্ষা। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই 2026 এর মার্চ মাস নাগাদ লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছ, ১ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে গ্রুপ সি লিখিত পরীক্ষা এবং ৮ই মার্চ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ডি লিখিত পরীক্ষা। এই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখন থেকেই পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি পরপর নেওয়া শুরু হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার ডেট ডিক্লেয়ার করা হয়নি। তবে আশা রাখা চাই ওই তারিখের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছিল ১লা মার্চ এবং 15 ই মার্চ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা নেওয়া কথা। একটা দূরের আগে গ্রুপ সি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ছিল অন্যদিকে দুই সপ্তাহের মতন পরে গ্রুপ ডি লিখিত পরীক্ষা নেওয়ার কথা হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার এই তারিখটি রাখতে চাননি। তার কারণ ১৫ই মার্চ পরীক্ষা হলে অনেক কিছু সমস্যার সূত্রপাত করতে পারে বলে রাজ্য সরকারের মনে হয়েছিল। যদিও এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ বা নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি তবে মার্চের মাঝামাঝি সময় থেকে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলবে এবং তার জন্য অনেক স্কুল কলেজ নির্বাচনের জন্য ব্যবহার করা হতে পারে বলে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে অসুবিধা সম্মুখীন হতে পারে। এর জন্য রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মার্চ মাসের প্রথম দুটি সপ্তাহের মধ্যেই এসএসসি নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলার জন্য বলা হয়েছে।
আরোও পড়ুন : নিপা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি! তামিলনাড়ু সরকার স্বাস্থ্য কর্মকর্তাদের AES নজরদারি বাড়ানোতে তৎপর
২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করার পর একদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার শেষ হয়ে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছি ইন্টারভিউ এমন ডেমোস্টেশন প্রক্রিয়া সেটিও খুব তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার দিকে রয়েছে। শুধুমাত্র বাকি পড়ে রয়েছে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য যারা আবেদন করেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন লিখিত পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানার জন্য। আপাতত রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মার্চ মাসে দুটি সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা। তবে ওয়েবসাইটে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই ডেট ডিক্লেয়ার করে দেওয়া হবে এবং তারপরেই এডমিট কার্ড প্রকাশ করা হবে।