নিপা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি! তামিলনাড়ু সরকার স্বাস্থ্য কর্মকর্তাদের AES নজরদারি বাড়ানোতে তৎপর

করোনা ভাইরাসের পর ফের আরেকবার নিপা ভাইরাসে সংক্রমণের হার মারাত্মকহারে বেড়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। প্রতিদিনই সংক্রমণের হার অতিকারে বেড়ে চলেছে। এই নিয়ে তামিলনাড়ু রাজ্যের ডিপিএইচ বিশেষ সর্তকতা ও নজরদারি চালানোর কথা জানিয়েছেন। বিশেষ করে তামিলনাড়ু রাজ্য থেকে পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যক্তিদের ভ্রমণ বা যাতায়াতের যোগাযোগ রয়েছে, তাদের শরীরে এই ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা তার জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার জন্য জোর দিচ্ছে তামিলনাড়ু সরকার।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় দুটি নিপা ভাইরাসের ঘটনা অনেকটাই উদ্বিগ্নতা ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার সহ ভারত সরকারকে। এরপরেই তামিলনাড়ুর জনস্বাস্থ্য অধিদপ্তর অর্থাৎ ডিপিএইচ রাজ্যজুড়ে AES সংক্রমণের ওপর পড়ার নজরদারি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Nipah virus

ইতিমধ্যে তামিলনাড়ু রাজ্যের সরকারের কর্তৃক নির্দেশ দেওয়া হয়েছে তামিলনাড়ু রাজ্যের সমস্ত ডিএইচও-দের নজরদারির সাথে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে হবে। এছাড়া প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও স্বাস্থ্য সেবা স্তরের ব্লগ মেডিকেল অফিসার এবং সমস্ত সরকারি হাসপাতালে প্রধানদের এই বিষয়ে সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। রাজ্যজুড়ে ব্যক্তিদের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কোন উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখানো উপর জোর দেওয়া হচ্ছে। নজরদারি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে, যখন প্রাথমিক স্বাস্থ্যসেবা স্তরের ব্লক মেডিকেল অফিসার এবং সমস্ত সরকারি হাসপাতালের প্রধানদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরোও পড়ুন : ১০ হাজার টাকা ছাড়ে লেটেস্ট Pixel 10 স্মার্টফোন! কি কি অভিনব বৈশিষ্ট্য থাকতে চলেছে এই ফোনে?

সরকারি বেসরকারি হাসপাতাল গুলিকে নিপা ভাইরাসের উপসর্গ এবং নিপা ভাইরাসের পরিস্থিতি সম্পর্ক সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স পোগ্রাম ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্লাটফর্মের পোর্টালের মাধ্যমে তামিলনাড়ু রাজ্যের সমস্ত জেলাগুলিকে একটি নজরদারি ইউনিটের মধ্যে আনতে হবে। এরপরে সে সমস্ত ইউনিটগুলোকে AES রোগ ও ভাইরাস সম্পর্কে অবগত করাতে হবে। এই ভাইরাসের সংক্রমণের ধরুন এবং ক্লিনিকাল বৈশিষ্ট্য রোগ নির্ণয় এবং চিকিৎসা ও এর পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে নাগরিকদের।
মূলত পশ্চিমবঙ্গের রাজ্যের সাথে তামিলনাড়ু রাজ্যের যে সমস্ত ব্যক্তিদের যোগাযোগ বা যাতায়াত রয়েছে তাদের মাধ্যমে যাতে নিপা ভাইরাস সংক্রমণ তামিলনাড়ুদের না ছড়িয়ে পড়তে পারে তার জন্যই আগাম সর্তকতা ও নজরদারি জোরদার করতে চলেছে তামিলনাড়ু সরকার।

Join Group Join Group