লঞ্চ হতে চলেছে, 8000mAh ব্যাটারি এবং 100W চার্জিং সহ Xiaomi 17 Max স্মার্টফোন। অভিনব ফিচারগুলো জানুন বিস্তারিত!

বর্তমান সময়ে দাঁড়িয়ে একের পর এক অভিনব ফিচার যুক্ত আপডেটেড স্মার্টফোন বাজারে লঞ্চ হচ্ছে। তিন থেকে চার বছর আগের কিনা স্মার্টফোনগুলোর থেকে বর্তমানে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোর ফিচার গুলো অনেকটাই উন্নত এবং অভিনব। আপনিও যদি নতুনত্ব ফিচার সম্পন্ন স্মার্টফোনের খোঁজ করে থাকেন তার জন্য আপনার সেরা অপশন হতে পারে Xiaomi 17 Max স্মার্ট ফোন। এই ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই ফোনের মধ্যে কি কি অভিনবত্ব রয়েছে সেগুলো জেনে নেওয়া যাক এক এক করে:

Xiaomi 17pro Max

শাওমি কোম্পানির তরফে চীনে Xiaomi 17 সিরিজ লঞ্চ করেছে ইতিমধ্যে। এই সিরিজের অধীনে যে সমস্ত স্মার্ট ফোন গুলো রয়েছে সেগুলি হল Xiaomi 17, Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max এবং Xiaomi 17 Ultra ইত্যাদি। এই সিরিজের অধীনে নতুন একটি স্মার্টফোন যার নাম Xiaomi 17 Max ফোনটি লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে।

ব্যাটারি : বর্তমান অ্যান্ড্রয়েড ফোনগুলোর ব্যাটারি কতটা উন্নত সেটা সবথেকে আগে দেখা দরকার কারণ ব্যাটারি যদি নিম্নমানের হয় তাহলে চার্জিং সিস্টেম ভালো পাওয়া যাবে না। তবে কোম্পানি সূত্র অনুযায়ী জানা যাচ্ছ Xiaomi 17 Max ফোনে 8,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। যাতে খুব দ্রুত চার্জ হয়ে যায় তার জন্য এই ফোনে যুক্ত করা হয়েছে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সিস্টেম এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার। এছাড়াও জানা যাচ্ছে অন্যান্য এন্ড্রয়েড ফোনের তুলনায় এই ফোনটিতে অনেক বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার ব্যবহার করা হয়েছে যেটি এই সিরিজের অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটিকে এগিয়ে রেখেছে।

ডিসপ্লে : Xiaomi 17 Max ফোনটি সিরিজের নন-প্রো মডেলের মতো ডিজাইন আকারে লঞ্চ করা হবে। এই ফোনটির ব্যাক প্যানেল এর ডিজাইন কিছুটা ভ্যানিলা মডেল Xiaomi 17 ফোনটির মতন হওয়া সম্ভাবনা রয়েছে। এই ফোনটি অন্যতম বিশেষত্ব হলো, ফোনটির চারদিকে আলট্রা-থিন বেজল সহ 6.8 ইঞ্চি বা 6.9 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া রয়েছে। খুবই হালকা ওজনের ফোনটি হতে চলেছে এছাড়া সিম্পল ডিজাইন হতে চলেছে।

আরোও পড়ুন : ভারতে লঞ্চ হয়ে গেল Realme 16 Pro + এবং Realme 16 pro, বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ক্যামেরা : যে কোন ফোনের মধ্যে ক্যামেরা কতটা উন্নত এবং কোন কোন ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে ভালো করে আপডেট নিয়ে নেওয়া জরুরী। কোম্পানি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই ফোনটিতে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হচ্ছে। এছাড়া ফোনের মধ্যে প্রাইমারি সেন্সর হিসাবে OmniVision Light Fusion 950 সেন্সর অ্যাড করা হচ্ছে যেটি অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা সিস্টেম থেকে এই ফোনটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে। এরপরে যে সমস্ত ব্যক্তিরা ফটো তুলতে অর্থাৎ ফটোগ্রাফি করতে এবং ভিডিও গ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য ফাস্ট পছন্দ হবে এই ফোনটি।

Xiaomi 17 Max

প্রসেসর : প্রসেসিঙের জন্য Xiaomi 17 Max ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে।

এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে চিনি এই ফোনটি এপ্রিল মাস নাগাদ লঞ্চ হতে চলেছে। তবে ভারত ও অন্যান্য জায়গায় এখনো কবে লঞ্চ হবে সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে যদি এটি ভারতে লঞ্চ করা হয় তবে ভারতের ফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি ফোন হতে চলেছে এই ফোনটি। কারণ এই ফোনের প্রসেসর এবং নতুনত্ব ডিসপ্লে, বড় ব্যাটারি ও উন্নত পারফরম্যান্স ক্ষমতা বাজারের Honor Power, Realme GT 8 Pro এবং iQOO 15 ফোনগুলির সাথে রীতিমতো প্রতিযোগিতায় নামতে চলেছে।

Join Group Join Group