আপনি যদি একটি ভালো ফিচার সম্পন্ন, আপনার বাজেটের মধ্যে নতুনত্ব ডিজাইনের সাথে আধুনিক বৈশিষ্ট্যের ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে একটু অপেক্ষা করলেই আপনি হাতে পেয়ে যেতে পারেন ওয়ান প্লাস স্মার্টফোন। সম্প্রতি ওয়ানপ্লাস মোবাইল কোম্পানি টার্বো সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V ফোন দুটি লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনে প্রধান বৈশিষ্ট্য হলো অন্যান্য android ফোনের তুলনায় অনেক বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে।
প্রসেসর : MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসরটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন দিয়ে তৈরি করা হয়েছে, যেটি 2.7GHz থেকে 4.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এখনো পর্যন্ত ওয়ান প্লাস কোম্পানির কোনো ফোনে এত উন্নত প্রসেসর দেওয়া হয়নি।
ব্যাটারি : এখনো পর্যন্ত সব থেকে বড়ো ব্যাটারি এই অ্যান্ড্রয়েড ফোনটিতে দেওয়া হচ্ছে, যেটি এই ফোনটি সব থেকে বড়ো বিশেষত্ব। এই আসন্ন OnePlus ফোনটি 9000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। তবে OnePlus Ace সিরিজের OnePlus Ace 6 ফোনটি 7800mAh ব্যাটারি এবং Ace 6T ফোনটি 8300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। এই প্রথম সব থেকে বড়ো ব্যাটারি দেওয়া হচ্ছে, যার ফলে চার্জ ক্ষমতা এবং 120W SuperVOOC ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন থাকবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP66/68/69/69K রেটিং দেওয়া রয়েছে।
আরোও পড়ুন : ফ্লাইট এর টিকিট হল ট্রেনের থেকেও সস্তা! মাত্র ১৪৯৯ টাকাতেই যে কোন প্রান্তে সফর করুন?
ডিসপ্লে : আপকামিং ওয়ান প্লাস স্মার্টফোনটিতে ডিসপ্লে থাকবে 6.78 ইঞ্চির। 1.5K স্ক্রিন সহ LTPS প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট সিস্টেম দেওয়া থাকবে। এছাড়াও ফোনটিতে 3D Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকা সম্ভাবনা রয়েছে।
স্টোরেজ, RAM : OnePlus Ace 6 ফোনটি Qualcomm Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর, এছাড়া এতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা : OnePlus Ace 6 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেটি OIS ফিচারযুক্ত 50MP সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত করা হয়েছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 16MP। অর্থাৎ সেলফি তোলার জন্য এবং ভিডিও কল করার জন্য দুর্দান্ত ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
এক কথায় বলা যায়, আপনি যদি উন্নত বড়ো ব্যাটারি এবং উন্নত প্রসেসর অনেক স্টোরেজ সম্পন্ন একটি ভালো ফোন ক্রয় করার কথা ভাবেন তাহলে আপকামিং এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হতে চলেছে।