বিপদের সময় লোকেশন ট্রাক করবে স্মার্টফোন! স্মার্টফোনে এই ফিচার পেয়ে যান বিনামূল্যে। জেনে নিন বিস্তারিত!

অ্যান্ড্রয়েড ফোন হাতে এসে যাওয়ার ফলে বিভিন্ন পরিষেবা এসে গিয়েছে হাতের মুঠোয়। এইবার নতুন একটি ফিচার আনলো google। এই নতুন ফিচার আপনি বিনামূল্যে পেয়ে যাবেন। জরুরী পরিস্থিতিতে বা বিপদের আশঙ্কা থাকলে লোকেশন ট্রাক করবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি। এই বিশেষ সুবিধাজনক ফিচার কিভাবে আপনার স্মার্টফোনে আপলোড করবেন? সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি পড়ে ফেলুন।

বর্তমান সময়ে যে হারে দুষ্কৃতি থেকে শুরু করে ক্ষতিকর মানুষজন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, সেই সমস্ত বিপদের সম্মুখীন যদি কোন সময় আপনাকে হতে হয় কিংবা যদি কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আপনি হন তাহলে আপনার প্রিয়জনকে আপনার লোকেশন জানিয়ে দিয়ে আপনার সেফ থাকার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে।

এবার থেকে বিপদের সময় আপনার স্মার্ট ফোনে থাকা গুগল এমন একটি ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি অনেকটাই উপকৃত হবেন। গুগলের এই নতুন ফিচার আপনার প্রিয়জনদের কাছে আপনার অবস্থান কোথায় রয়েছে সেটি জানিয়ে একটি এসএমএস পাঠাবে। এই সুবিধা আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

আরোও পড়ুন : আধার কার্ডের ঠিকানা ভুল থাকলে সংশোধন করুন খুব সহজে, বাড়িতে বসেই সমস্যার সমাধান। জেনে নিন পদ্ধতি

গুগলের তরফ থেকে চালু করা হলো এন্ড্রয়েড গ্রাহকদের জন্য একটি ফিচার যার নাম “ইমারজেন্সি লোকেশন সার্ভিস“। তবে এই সুবিধা পেতে হলে গ্রাহকদের ফোন থেকে এসএমএস পাঠাতে হবে ১১২ নম্বরে। এই এসএমএস পাঠানোর সাথে সাথে সংশ্লিষ্ট গ্রাহকের অবস্থান বা লোকেশন ট্রাক করে, গ্রাহকের কন্টাক্ট লিস্ট এর নম্বর নিয়ে প্রিয়জনদের কাছে পাঠিয়ে দেবে মার্কিন টেক জায়ান্ট। এর ফলে যিনি বিপদে পড়েছেন তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকবে গ্রাহকের প্রিয়জনদের কাছে। সেখান থেকে তাকে সম্পূর্ণ বিপদ মুক্ত করতে পারবেন তারা।

এই অ্যাপের কি কি সুবিধা রয়েছে :

১) গুগলের এই ফিচারটি ব্যবহারকারী গ্রাহক এমন যদি কোন জায়গায় থেকে থাকেন, যেখান থেকে তার কথা বলা সম্ভব নয়, তখন তিনি এই ফিচার কাজে লাগিয়ে এসএমএস করতে পারবেন।
বিশেষ করে বিপদগ্রস্ত মহিলাদের ক্ষেত্রে এই ফিচার অনেকটাই সুরক্ষার কাজ করবে।

২) এমন কি যে সমস্ত জায়গায় কল নেটওয়ার্ক পাওয়া যাবে না, সেই সমস্ত জায়গায় এই ফিচার খুবই কাজ দেবে।

এই ফিচারের পরীক্ষামূলক ব্যবহার প্রথমে শুরু হয়েছে উত্তরপ্রদেশে। এই ফিচার ব্যবহার করার জন্য গ্রাহককে কোন মূল্য দিতে হবে না। তার পরিবর্তে বিপদের সময় গ্রাহকের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে তার প্রিয়জন। অন্যদিকে গোপনীয়তা বজায় থাকবে এমনটা জানিয়েছেন অ্যান্ড্রয়েডে নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট।

গুগলের তরফে এই নতুন ফিচার মহিলাদের অনেকটাই সুরক্ষায় কাজ করবে। অনেক বিপদের হাত থেকে রক্ষা পাবে মহিলারা। তবে গুগলের এই নতুন ফিচার সব সময় যে কাজে দেবে তা নয়, শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে কাজ করবে এই নতুন ফিচার।

Join Group Join Group