৫ জেলায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা, নিম্নচাপের জেরে আরও পারদ-পতন দক্ষিণবঙ্গে।

এই বছর এতটাই ঠান্ডা জাকিয়ে পড়েছে যেখানে গত ১০ বছরের তাপমাত্রা পতনের রেকর্ড ভেঙে ফেলেছে। বছর শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই তাপমাত্রার নিম্নগতি এতটাই বেড়ে গিয়েছে যে দক্ষিণবঙ্গসহ কলকাতাবাসি অনেক বছর পর এমন কনকনে হাড় কাঁপানো শীতকাল উপভোগ করছে। তবে এখানেই শেষ নয়, কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় তাপমাত্রার পারদ আরো কয়েক ডিগ্রি নিচে নেমে যাবে এমনটাই বলছে হাওয়া অফিস। এরসাথে ৫ জেলায় শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে কত ডিগ্রি পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে? তাপমাত্রার ঊর্ধ্বগতি কবে থেকে হবে? কোণ ৫ জেলায় শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

আবহাওয়া অফিসের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য আগামী কয়েক দিন জোরালো শৈত্য প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকবে। দৃশ্য মান্যতা কম থাকবে সকালের দিকে। বেলার দিকে সূর্যের দেখা পাওয়া যাবে। যে সমস্ত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে সে সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে ৫ থেকে ৮ ডিগ্রির মধ্যে। অপরদিকে নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ থেকে ১১ ডিগ্রীর মধ্যে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ। কিছু ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরো গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি অগ্রসর হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক দিয়ে। যদিও এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না এবং তার জেরে শীতের প্রকোপ মারাত্মক উপভোগ করতে পারবে পশ্চিমবঙ্গবাসী।

আরোও পড়ুন : UPI লেনদেনের সময় অসাবধানতায় হতে পারে সর্বনাশ, ভুল একাউন্টে লেনদেন করে ফেললে কীভাবে টাকা ফেরত পাবেন?

এরপর আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে, উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে। অন্যদিকে পাহাড়ি পার্বত্য অঞ্চলের তাপমাত্রার পারদ থাকবে ৪ থেকে ৫ ডিগ্রির ঘরে। বেলা পর্যন্ত কুয়াশায় ঘেরা থাকবে।

যদিও এই বছর অত্যাধিক শীত পড়ার জন্য শীত প্রেমী মানুষদের শীত উপভোগ করার এই ব্যাপারটি খুবই মজাদার লাগছে, তবে বয়স্ক ও ফুটপাতে থাকা মানুষ ও প্রাণীদের জন্য এই মারাত্মক শীতের প্রকোপ এবং দাপটে উত্তরে হওয়া অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবে প্রকৃতির কাছে হার স্বীকার করা ছাড়া উপায় নেই কারও। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, এরকম তাপমাত্রার নিম্ন পতন আরো অনেকদিন থাকবে বলেই জানা যাচ্ছে।

Join Group Join Group