রাজ্য পুলিশে ১০,০০০ শূন্য পদে কনস্টেবল নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ! জানুন বিস্তারিত।

আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকেন এবং একটি ভালো সরকারি চাকরির খোঁজ করছেন, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে রাজ্য সরকারের পুলিশ বিভাগের কনস্টেবল পদে এই চাকরি পরীক্ষাটি। আপনি যদি কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক থাকেন, তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিয়ে আবেদন করুন।

পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের আরও দশ হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগ করার কথা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যারা মাধ্যমিক পাস করেছেন তারাও এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। আপনি যদি রাজ্য সরকারের পুলিশের কনস্টেবল পদে ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক থাকেন, তাহলে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য এখন থেকে ভালো করে জেনে নিয়ে প্রিপারেশন নিন।

নিয়োগ সংস্থা : কলকাতা ও রাজ্য পুলিশ।

শূন্য পদের সংখ্যা : মোট শূন্য পদের পরিমাণ ১০০০০

পদের নাম : কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয়ই আবেদনযোগ্য।

বয়স সীমা : আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৮ এবং সর্বোচ্চ বয়স ৩০, তবে তপশিলি জাতিরা ৫ বছরের, ওবিসি ৩ বছরের, রূপান্তর কামিরা ৩ বছরের, সিভিক ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের ৫ বছরের এবং প্রাক্তন সমর কর্মীরা ও গার্ডরা নির্দিষ্ট বয়স অনুযায়ী ছাড় পাবেন।

আরোও পড়ুন : স্টেট ব্যাঙ্কে ৩২৭ শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ও অন্যান্য তথ্য জানুন বিস্তারিত !

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া : আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আবেদন করার জন্য, আবেদনকারী প্রার্থীদের রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in এখানে প্রবেশ করে প্রথমে বৈধ ই-মেইল আইডি সহযোগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর তথ্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। হোমপেজে এসে একটি আবেদন পত্র দেখতে পাবেন, সেটি নির্ভুলভাবে পূরণ করবেন। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। এরপর প্রদত্ত আবেদন মূল্য জমা দিয়ে একটি রিসিভ কপি প্রিন্ট আউট করে নেবেন পরবর্তী রেফারেন্স এর জন্য। তারপর একবার ভালো করে একবার মিলিয়ে নিয়ে সাবমিট করবেন।

নিয়োগ প্রক্রিয়া : কনস্টেবল পদে নিয়োগ করার জন্য ৮৫ নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের শারীরিক দক্ষতা ও পরিমাপ পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ মাঠ প্রক্রিয়া হবে। এরপর মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এখনো পর্যন্ত রাজ্য পুলিশের ওয়েবসাইটে আবেদনপত্র প্রকাশিত হয়নি। সম্ভবত মার্চ মাসে আবেদনপত্র প্রকাশিত হবে এবং ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে যেখানে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রসঙ্গত ২০২৪ সালের পুলিশ কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তার লিখিত পরীক্ষা নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল। সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মাঠ পরীক্ষা দেওয়ার জন্য ৬০,১৭০ জনকে শারীরিক সক্ষমতা ও মাপঝোখ পরীক্ষা শুরু হয়েছে ৮ জানুয়ারি, ২০২৬ থেকে। বিভিন্ন জেলা ভিত্তিতে ডাকা হচ্ছে প্রার্থীদের। এই মাঠ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য চূড়ান্ত পর্যায়ে তালিকা প্রকাশ করা হবে।
আপনিও যদি এই পর্যন্ত আসতে চান, তাহলে মার্চে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে রাজ্য ও কলকাতা পুলিশের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদে আবেদনের জন্য নিয়মিত ওয়েবসাইট ফলো করুন।

Join Group Join Group