স্টেট ব্যাঙ্কে ৩২৭ শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ও অন্যান্য তথ্য জানুন বিস্তারিত !

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব থেকে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে অন্যতম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনি যদি অনেকদিন ধরে ক্যারিয়ার শুরু করার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পক্ষ থেকে ৩২৭ শূন্যপদে কাস্টমার রিলেশন্স এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে প্রতিবেদনটি সম্পন্ন করে আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য বিস্তারিত জেনে নিন।

স্টেট ব্যাঙ্কে নিয়োগ সংস্থা : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

স্টেট ব্যাঙ্কে শূন্য পদের সংখ্যা : মোট শূন্য পদের সংখ্যা ৩২৭টি।
ক্যাটেগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা : জেনারেল পদে ১৩৩ টি, ওবিসি ৮৪ টি, তপশিলি জাতি ৫৪, তপশিলি উপজাতি ২৪, ই ডব্লিউ এস ৩২।

স্টেট ব্যাঙ্কে পদের নাম : কাস্টমার রিলেশনস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে।

স্টেট ব্যাঙ্কে শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : ফিনান্সিয়াল কাজে অভিজ্ঞতা থাকতে হবে সেইসাথে জনসংযোগ অভিজ্ঞতা থাকতে হবে। দুই চাকার গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বয়স সীমা : আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছরের, ওবিসি, ৩ বছরের বয়স ছাড় পাবেন।

আরোও পড়ুন : ভারতের বাজারে এসে গেল Redmi Note 15 5G ফোন। দেখে নিন কত দাম ও কি কি ফিচারস থাকছে।

স্টেট ব্যাঙ্কে বেতন স্কেল : মূল বেতন হিসেবে বছরে ২ থেকে ৩ লাখ টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া : সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বপ্রথম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.sbi.co.in এখানে প্রবেশ করতে হবে।
এরপর একটি বৈধ ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন করে লগইন করে আবেদনপত্র সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করবেন।
এরপর উল্লেখিত যে ডকুমেন্টগুলো রয়েছে যেমন বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, আইডি প্রুভ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র ও অন্যান্য নথি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন।
এরপর আবেদন মূল্য হিসেবে ৭৫০ টাকা জমা দেবেন। তবে প্রতিবন্ধী ও তপশিলি ক্যাটাগরিদের কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদন মূল্য জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন ভবিষ্যতের রেফারেন্সের জন্য। এরপরে ভালো করে একবার যাচাই করে নিয়ে সাবমিট করলেই আপনার আবেদনপত্র সম্পন্ন হবে।

স্টেট ব্যাঙ্কে নিয়োগ প্রক্রিয়া : এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র আবেদনপত্র বাছাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ১০০ নম্বরের।
ইন্টারভিউ কল লেটার ডাকে পাঠানো হবে না। ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের সেই ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। ইন্টারভিউয়ের দিন সেই প্রিন্ট করার কল লেটার এবং ডকুমেন্ট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।

স্টেট ব্যাঙ্কে আবেদনের শেষ তারিখ : আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে ১০ জানুয়ারি।
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার রিলেশন্স এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিতে আর একবার ভালো করে পড়ে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন নির্দিষ্ট দিনের মধ্যে।

Join Group Join Group