মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য যেমন অনেক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, ঠিক তেমনি পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এ প্রকল্প গুলোর মধ্যে অন্যতম হলো সবুজ সাথী প্রকল্প। ২০১১ সালে চালু হওয়া এ প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের অনেকটাই উপকার হয়েছে। প্রত্যেক বছর সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়। প্রতিবছরের ন্যায় এই বছরও প্রায় 12 লক্ষ পড়ুয়াকে এই প্রকল্পের আওতা সাইকেল দেওয়া হবে। আপনি যদি নবম শ্রেণীর পড়ুয়া হয়ে থাকেন তাহলে আপনার নাম এই তালিকায় রয়েছে কিনা জানবেন কী করে?
সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য : অনেক গ্রামের স্কুল রয়েছে যেগুলি পড়বাদের বাড়ি থেকে অনেকটা দূরবর্তী স্থানে। এইজন্য হেঁটে কুলের যাওয়ার জন্য অনেক পড়ুয়াদের মধ্যে অনীহা লক্ষ্য করা যেত। এবং মূলত তার জন্যই স্কুলে পড়ুয়াদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। ২০১১ সালে চালু করা সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য সাইকেল দেওয়ার ব্যবস্থা চালু করে। তারপর থেকে নবম শ্রেণীর পাঠরত পড়ুয়াদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পায়। মূলত ছাত্র ছাত্রীদের স্কুলমুখী করানোর জন্যই এই শুভ উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার।
এখনো পর্যন্ত এতগুলো বছরে 1.8 কোটির টাকার মতন সাইকেল বিতরণ করা হয়েছে। এই বছর আরো ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে।
সবুজ সাথী প্রকল্পে কারা সাইকেল পাবে :
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) সরকারি স্কুল বা মাদ্রাসা স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া হতে হবে।
৩) পড়ুয়ার বয়স হতে হবে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে।
আরোও পড়ুন : ফ্লিপকার্ট দিচ্ছে বড়ো ছাড়, ল্যাপটপ স্মার্টফোন কত টাকায় পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত!
প্রয়োজনীয় ডকুমেন্ট :
যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে এই প্রকল্পের জন্য সেগুলি হলো পড়ুয়ার আধার কার্ড, বাসস্থান সার্টিফিকেট, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ছাত্র ছাত্রীর আইডি কার্ড।
এই বছর তালিকায় আপনার নাম রয়েছে কিনা কীভাবে দেখবেন :
প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://banglarshiksha.wb.gov.in এখানে প্রবেশ করতে হবে।
এরপরে একটি নতুন পেজ খুলবে সেখানে নিজের জেলা, ব্লক, স্কুলের নাম নির্দিষ্ট জায়গায় লিখতে হবে।
এরপর search of beneficiary অপশনে ক্লিক করলে আপনি 2026 এর সবুজ সাথী প্রকল্পে তালিকায় রয়েছেন কিনা দেখতে পাবেন।
যারা এখনো এই স্ট্যাটাস চেক করেনি তারা অবশ্যই স্ট্যাটাসটি চেক করে নেবেন। তাহলে 2026 এর সবুজ সাথী প্রকল্পের তালিকায় আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা সেটা ও সহজে দেখতে পারবেন। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বাড়াতে এবং পড়াশোনার মাধ্যমে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে একটি অনবদ্য প্রকল্প। এই জন্যই এই প্রকল্পের প্রভাব অনেকটা সুদূরপ্রসারী হওয়ার আশা রাখে।