যারা এই মুহূর্তে samsung galaxy এর ভেরিয়েন্ট-এর ফোনটা কিনতে ইচ্ছুক রয়েছেন, তাদের জন্য এটাই খবর দেওয়ার এখন থেকে এই ফোনটি কিনতে গেলে আপনাকে কিছু টাকা বেশি দিতে হবে। কত টাকা বাড়ানো হয়েছে ফোনের দাম, জেনে নেওয়া যাক এর প্রতিবেদনের মাধ্যমে। যারা এখনো পর্যন্ত এই ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে অবগত নয়, তাদের জন্য আরেকবার এই ফোনটির অভিনব ফিচারস ও বৈশিষ্ট্য জানিয়ে দেওয়া হলো।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের স্যামসাংয়ের পনেরো হাজার টাকার চেয়েও কম দামে samsung galaxy এর F17 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। এই ফোনটিতে সব থেকে বড়ো বৈশিষ্ট্য ছিল Exynos 1330 প্রসেসর। তবে বর্তমানে এই ফোনটির দাম কোম্পানির তরফ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তি এই ফোনটি ক্রয় করার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য আগের তুলনায় কিছুটা বেশি দাম দিতে পারে। কোম্পানির তরফ থেকে ফোনটির দাম ১ হাজার টাকা বাড়ানো হয়েছে। অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, এই ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
গত বছর Samsung 15000 টাকার চেয়েও কম দামে Samsung Galaxy F17 5G ফোনটি, Exynos 1330 প্রসেসর সহ ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম বাড়ানো হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটির দাম 1 হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। অফিসিয়ালি এই ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম বেড়ে গেছে। আজ থেকে নতুন দামে ফোনটি সেল করা হচ্ছে।
Samsung galaxy বিভিন্ন ভেরিয়েন্ট এর দাম এর তালিকা দেখে নেওয়া যাক :
Samsung Galaxy F17 5G ফোনটির 4GB RAM ও 128GB স্টোরেজ সহ লঞ্চ করার সময় ফোনটির দাম ছিল 14,499 টাকা। বর্তমানে এর দাম ১০০০ টাকা বেড়ে হয়ে গিয়েছে 15,499 টাকা।
6GB RAM ভেরিয়েন্টের দাম বেড়ে হয়েছে 16,999 টাকা। 8GB RAM ভেরিয়েন্টের দাম বেড়ে হয়েছে 18,499 টাকা।
আরোও পড়ুন : পুলিশের কনস্টেবল পদের মাঠ প্রক্রিয়া শুরু ৮ই জানুয়ারি থেকে, পরীক্ষা সংক্রান্ত নিয়ম-কানুন জানুন বিস্তারিত!
কালার : Samsung ফোনটি Violet Pop এবং Neo Black কালার অপশনে পাওয়া যাবে।
প্রসেসর : Samsung Galaxy F17 5G ফোনটিতে কোম্পানির নিজস্ব 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা 2.4GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1330 প্রসেসর যুক্ত করা হয়েছে বলেই ফোনটি একটি নতুন অভিনব বৈশিষ্ট্য পেয়েছে।
ডিসপ্লে : Samsung Galaxy F17 5G স্মার্টফোনে 1080 x 2340 সাপোর্টেড ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 1100nits ব্রাইটনেস সাপোর্ট করার ক্ষমতা রয়েছে। ফোনটিতে গরিলা গ্লাস প্রটেকশন দেওয়া রয়েছে।
ক্যামেরা : এই ফোনটিতে ফটোগ্রাফির জন্য OIS ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া রয়েছে। এর সাথে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফলে যারা সেলফি তুলতে পছন্দ করেন এবং ভিডিওগ্রাফি ও ফটো তোলার জন্য ফোনটি দুর্দান্ত হতে চলেছে।
এই ফোনটিতে এন্ড্রয়েড ১৫ সহ লঞ্চ করা হয়েছিল। এবং এতে রয়েছে সেগমেন্টের প্রথম সিক্স জেনারেশন অ্যান্ড্রয়েড আপগ্রেড সিস্টেম। এছাড়া এই ফোনটিতে স্যামসাং ওয়ালেট সহ ট্যাপ এবং পে ফিচার যোগ করা হয়েছে। তাছাড়াও স্মার্টফোনটিতে অন ডিভাইস ভয়েস মেল ফিচার যুক্ত করা হয়েছে।
ব্যাটারি : Samsung Galaxy F17 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ হবার জন্য 25W ফাস্ট চার্জিং সিস্টেম যুক্ত করা হয়েছে। যদিও এখন বাজারে 6,000mAh এবং 7,000mAh ব্যাটারি সহ অনেক ফোন লঞ্চ করা হচ্ছে তবে দাম অনুযায়ী এ ফোনটি ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ভালো রয়েছে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে ১৫০০০ টাকার কমে স্যামসাং গ্যালাক্সি কোম্পানির F17 5G ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন। তবে বর্তমানে একটু দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতাদের অখুশির কারণ হতে পারে। তবে দাম বেড়ে যাওয়ায় প্রতিযোগিতাও বেড়ে গিয়েছে, কারণ বাজারের লঞ্চ হওয়া প্রাইস ব্র্যাকেটে realme P4x এবং Moto G67 Power, Redmi 15 ফোনের সাথে রীতিমতো প্রতিযোগিতায় নামতে পারে বলেই সম্ভাবনা রয়েছে।
তবে আপনি যদি ভালো ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত প্রযুক্তির ক্যামেরাসহ ভালো প্রসেসর সম্পন্ন একটি ফোন ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে এই ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।