পুলিশের কনস্টেবল পদের মাঠ প্রক্রিয়া শুরু ৮ই জানুয়ারি থেকে, পরীক্ষা সংক্রান্ত নিয়ম-কানুন জানুন বিস্তারিত!

যে সমস্ত পরীক্ষার্থী ২০২৪ এর পুলিশ কনস্টেবল পদের জন্য লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তার পরবর্তী ধাপ শারীরিক দক্ষতা পরীক্ষা শুরু হতে চলেছে জানুয়ারি মাসে। কবে থেকে শারীরিক দক্ষতা পরীক্ষা শুরু হবে? এই পরীক্ষার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে চাকরিপ্রার্থীদের? এই সম্পর্কিত সমস্ত তথ্য খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের মাঠ পরীক্ষা (PET/PMT) অর্থাৎ শারীরিক সক্ষমতা ও পরিমাপ পরীক্ষা ৮ই জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে চলেছে। শারীরিক সক্ষমতা ও পরিমাপ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অ্যাডমিট কার্ড ২ রা জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত প্রার্থীরা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই পরীক্ষার মাধ্যমে মোট ১১৭৪৯ টি কনস্টেবল ও লেডি কনস্টেবল শূন্য পদ পূরণ করা হবে। পশ্চিমবঙ্গ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল ৩০ নভেম্বরে। সেই লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের জন্যই এই মাঠ প্রক্রিয়া করা হচ্ছে।

এডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbpolice.gov.in/ অথবা prb.wb.gov.in (WBPRB-এর ওয়েবসাইট) থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আরোও পড়ুন : ঘরে বসে আয় করুন ১০ হাজার টাকা, SBI এর FD স্কিম সম্পর্কে জানুন বিস্তারিত।

মাঠ প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তাদেরকেই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
বিভিন্ন জেলার শারীরিক সক্ষমতার পরীক্ষা বা মাপ ঝোপ পরীক্ষা ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে। আপনি কোন জেলা থেকে আবেদন করেছিলেন সেই জেলার কবে মাঠ পরীক্ষা রয়েছে সেটি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। মুর্শিদাবাদ জেলার মাঠ পরীক্ষা রয়েছে ৮ই জানুয়ারি ২০২৬। এই মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১শে জানুয়ারি পর্যন্ত।

মাঠ পরীক্ষার মধ্যে কি কি থাকবে দেখে নেওয়া যাক :

ছেলেদের ক্ষেত্রে থাকতে চলেছে ৬ মিনিট ৩০ সেকেন্ডে 1600 মিটার দৌড়।
মেয়েদের ক্ষেত্রে থাকতে চলে যে ৪ মিনিটে ৮০০ মিনিট দৌড়। তবে রূপান্তরকামীদের ক্ষেত্রে ৩ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে।
দৌড়ানোর সময় প্রত্যেক প্রার্থীদের রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে।

মাঠ পরীক্ষার জন্য কি কি শর্তাবলী দেওয়া রয়েছে :

১) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ যারা মাঠ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছে, তাদের প্রত্যেককে কিউআর কোড সহ এডমিট কার্ড এবং অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে।
২) গোরখা, গাড়োয়ালি, রাজবংশী সম্প্রদায়ভুক্ত এবং তফশিলি উপজাতি (ST) প্রার্থীদের জন্য শারীরিক মাপে ছাড় পাওয়ার ক্ষেত্রে বৈধ শংসাপত্র সঙ্গে রাখতে হবে।
৩) গর্ভবতী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।
৪) আবেদনপত্র জমা দেওয়ার সময় যে প্রার্থীরা লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য প্রদান করেছেন, তাদেরকে মাঠ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

সবশেষে এটাই বলার, যে সমস্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গ কনস্টেবল পদের জন্য মাঠ পরীক্ষা দিতে চলেছ, তারা অবশ্যই পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের ওয়েবসাইট থেকে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নিয়ে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

Join Group Join Group