বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির ফিক্সড ডিপোজিট স্কিমের প্রতি আগ্রহ বাড়ছে। এইজন্য কোন ব্যাংক ও পোস্ট অফিসে নিত্যনতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হচ্ছে। আপনি যদি ঘরে বসে প্রত্যেক মাসে একটা মোটা অঙ্কের টাকা আয় করতে চান, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার FD স্কিমে আপনাকে বিনিয়োগ করতে হবে। একজন ব্যক্তি যদি একটি প্রতিষ্ঠান থেকে অর্থ উপার্জন করে, তারপরও যদি অন্যত্র আয়ের উৎস রাখতে ইচ্ছুক থাকেন, তাহলে সব থেকে ভালো পদ্ধতি হলো বিনিয়োগ করে সুদের মাধ্যমে আয় করার পথ খুলে রাখা। এছাড়া বয়স্ক ব্যক্তিদের জন্য এরকম ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে মাসিক আয়ের পথ খুলে রাখা অত্যন্ত জরুরী। মূল্যবৃদ্ধির বাজারে ঘরে বসে, কোনোরকম পরিশ্রম না করে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করার এই পদ্ধতি শুধুমাত্র বিনিয়োগের মাধ্যমেই সম্ভব। আপনার পারিবারিক খরচ এবং সংসার খরচ সুদের টাকার মধ্য দিয়ে উঠে আসবে। এর ফলে চাকরি ও ব্যবসা থেকে উদ্ধৃত আয় আপনি সেভিংস করতে পারবেন।
আজকে আপনাদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে জানাতে চলেছি। মাসে ১০ হাজার টাকা সুদ পেতে হলে কত টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে?
এই মুহূর্তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিশেষ স্কিম হলো অমৃত বৃষ্টি স্কিম। এই স্কিমের বিনিয়োগের পরিমাণ রয়েছে ৪৪৪ দিনের। গ্রাহকদের জন্য সুদের হার দেওয়া হচ্ছে ৬.৪৫ শতাংশ হারে। অন্যদিকে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সুদের হার দেওয়া হচ্ছে ৬.৯৫ শতাংশ হারে। চক্র বৃত্তি হারে সুদ দেওয়া হচ্ছে।
এবার দেখে নেওয়া যাক কীভাবে মাসের ১০ হাজার টাকা ইনকাম করবেন :
যদি আপনি ১৮.৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন, বা ১৮ লক্ষ ৬০ হাজার টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ প্রায় ১.২২ বছরের জন্য। ৪৪৪ দিন পরে আপনার মোট টাকার অঙ্ক দাঁড়াবে ২০ লক্ষ। অন্যদিকে বিনিয়োগ শেষে সুদের অঙ্ক যোগ হবে ১.৪ লক্ষের কাছাকাছি। এই বাড়ি এই অংকটাকে যদি ১২ মাসে ভাগ করা হয়, তাহলে গড়ে আপনি মাসিক ১১ থেকে ১২ হাজার টাকার মতন পেয়ে থাকবেন। বলা যায়, একটি ছোটোখাটো চাকরি বা ব্যাবসার থেকে যা উপার্জন করা যায়, ঠিক তেমনি 10000 টাকার মতন প্রত্যেক মাসে আপনার আয় হবে শুধুমাত্র ঘরে বসে।
আরোও পড়ুন : ভারতে লঞ্চ হয়ে গেল Realme 16 Pro + এবং Realme 16 pro, বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা হবে। যেহেতু সুদের হার বেশি দেওয়া হয় অর্থাৎ 6.95 শতাংশ হারে হিসাবটা হবে। বছরে 1 লক্ষ 20 হাজার টাকা সুদ পাওয়ার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে ১৭.২ থেকে ১৭.৫ লক্ষ টাকার মতন। ৪৪৪ দিনের জন্য বিনিয়োগ করা হলে ম্যাচুরিটির শেষে আপনি হাতে পাবেন 19 লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ মাসিক আপনি এখানেও 10 হাজার টাকার মতন বা বেশি আয় করার সুযোগ পাচ্ছেন।
তবে এটা মনে রাখবেন যাদের বার্ষিক আয় করযোগ্য সীমার মধ্যে পড়ে তাদের ক্ষেত্রে টিডিএস কাটা হবে। অতএব, সুদের উপর কর প্রযোজ্য রয়েছে। সেক্ষেত্রে আপনার হাতে পাওয়ার টাকার অঙ্ক একটু কমতে পারে।
তবে মূল্যবৃদ্ধির বাজারে এবং অনিশ্চিত পরিস্থিতিতে মধ্যবিত্তদের জন্য সব থেকে নিশ্চিত ও গ্যারান্টিযুক্ত লাভজনক আয়ের একমাত্র পথ হলো ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে সুদের মাধ্যমে উপার্জন। একবার একটা বিরাট অঙ্কের মূলধন বিনিয়োগ করা গেলে মাসে মাসে নিশ্চিত রিটার্ন আপনি ঘরে বসে পেয়ে যাবেন, যার থেকে আপনার ব্যক্তিগত খরচ থেকে শুরু করে অন্যান্য অনেক কাজে আপনার উপকার হবে।
যদি আপনি এই স্কিমে বিনিয়োগ করতে ইচ্ছুক হন এবং লাভজনক রিটার্ন হাতে পেতে চান, তাহলে আপনার নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে ব্যাংক আধিকারিকদের সাথে কথা বলে এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে বিনিয়োগ করুন।