এসবিআই ক্লার্ক মেইনস পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২১ নভেম্বর। এই পরীক্ষায় আগে একটি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল ঘোষণা করা হয়েছিল ৪ঠা নভেম্বর। এসবিআই ক্লার্ক পদে মূলত ভারতজুড়ে ৬৫৮৯ টি জুনিয়র অ্যাসোসিয়েট পদ পূরণের জন্যই নিয়োগ প্রক্রিয়া নেওয়া হয়েছিল। যে সমস্ত প্রার্থীরা মেইনস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের অপেক্ষার অবসান হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। সম্ভবত জানুয়ারি মাসেই এসবিআই ক্লার্ক মেইনস ২০২৫ এর ফলাফল ঘোষণা করা হবে। কিভাবে এই ফলাফল দেখতে পাবেন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতকদের মূলত পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন। এসবিআই ক্লার্কের প্রাথমিক মূল বেতন হিসাবে দেওয়া হবে ২৬ হাজার ৭৩০ টাকা। এই পদের মূল ভাতা গুলি হল মহার্ঘভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা, বিশেষ ভাতা এবং বিশেষ বেতন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মেইনস পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। যে সমস্ত প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in তে গিয়ে ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
ফলাফল দেখার অনলাইন পদ্ধতি:-
১) অংশগ্রহণকারী প্রার্থীকে প্রথমে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in এ প্রবেশ করতে হবে।
২) এরপর “Recruitment Results” বা “Current Openings” এই অপশন ক্লিক করতে হবে।
৩) এরপর “SBI Clerk Mains Result 2025” লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর এবং পাসওয়ার্ড, জন্ম তারিখ উল্লেখ করতে হবে।
৫) তারপরই আপনার পরীক্ষার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
৬) এরপর আপনি এটি ডাউনলোড অপশন এ ক্লিক করে ভবিষ্যতে রেফারেন্স এর জন্য প্রিন্ট আউট করে নিতে পারবেন।
আরোও পড়ুন : কাঁটাতারের ওপার থেকেই ভারতীয় বাবার সঙ্গে শেষ সাক্ষাৎ, মানবিকতার নজির স্থাপন করলো দুই দেশের সেনা।
ফলাফল ঘোষণার পর কাট অফ এবং স্কোর কার্ডও প্রকাশ করা হবে। মেইনস পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ফাইনাল সিলেকশন পর্ব করে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এইজন্য মেইনস পরীক্ষার নম্বরটি খুবই ভ্যালিড। নিয়োগের জন্য কোনরকম ইন্টারভিউ প্রসেস হবেনা শুধুমাত্র মেইনস পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ডকুমেন্ট ভেরিফিকেশন করে ডাইরেক্ট নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পদের মেইনস ২০২৫ পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। যে সমস্ত প্রার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তারা নিয়মিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের ওয়েবসাইটটি ফলো করুন।