কাঁটাতারের ওপার থেকেই ভারতীয় বাবার সঙ্গে শেষ সাক্ষাৎ, মানবিকতার নজির স্থাপন করলো দুই দেশের সেনা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে যদিও বিভিন্ন দিক থেকে বিরোধ থাকলেও এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো দুই দেশের সেনা। এমনই ঘটনা ধরা পড়ল যা আপনার মানবতাকে আরেকবার নাড়িয়ে দেবে। জেনে নেওয়া যাক সেই মানবতার দৃষ্টান্ত এই প্রতিবেদনের মাধ্যমে।

বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সময় শেষ হয়েছে। বর্তমানে দেশে চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মুখ্য উপদেষ্টার পদে রয়েছেন মহম্মদ ইউনুস। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের ফলে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব বেড়েছে পাকিস্থানের। এছাড়া SIR প্রক্রিয়া হওয়ার সময় ভারত থেকে অনেক বাসিন্দাদের সঠিক নাগরিকত্ব না থাকায় বাংলাদেশে পাঠানো হয়েছে। বিশেষ করে SIR হওয়ার পর দুই দেশের সীমান্তে নিরাপত্তা আরও বেড়েছে। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশে হিন্দু হত্যার ঘটনার পর থেকে ভারতের সীমান্ত নজরদারি বেড়েছে। এই ঘটনার মধ্যেই গত বৃহস্পতিবার নদীয়া জেলার চাপড়া সীমান্তে এক দৃষ্টান্ত মূলক ঘটনা ঘটেছে।

জানা যাচ্ছে, ভারতের চাপড়া থানার অন্তর্গত হাটখোলা গ্রামের বাসিন্দা ইসরাফিল হালসোনার মৃত্যুর সময় বয়স হয়েছিল ১০১ বছর। তার মৃত্যুর পর তাঁর মেয়ে ওমেহার বিবি তার বাবাকে দেখার শেষ ইচ্ছা প্রকাশ করেন। তবে এই দেখার সুযোগ হওয়া অতটা সহজ ছিলনা। এই বিষয়টি জানানো হয় বিএসএফ-এর ১৬১ নম্বর ব্যাটেলিয়নকে। এরপর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে যুক্ত হয়ে বিশেষ ব্যবস্থা নেয়। শেষ পর্যন্ত হাটখোলা সীমান্তের জিরো লাইনে মৃত বাবাকে শেষ দেখা করার সুযোগ করে দেওয়া হয় মেয়ে ওমেহার বিবিকে। মহখোলা ফাঁড়িতে বিএসএফ ও বিজিবির সম্মিলিত উদ্যোগে বাবাকে শেষবারের মতো দেখা মিলল বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামে বাসিন্দা ওমেহার বিবির।

আরোও পড়ুন : লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত টাকা করে বাড়তে চলেছে? জানুন বিস্তারিত!

পরিবারের তরফে জানা যায়, বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পরই পরিবারের তরফে আর্জি জানানো হয় প্রশাসনিক স্তরে। এরপরই প্রশাসন থেকে দুই দেশের মধ্যে যোগাযোগ করে দুইদেশের সীমান্ত রক্ষীদের সাহায্যে মৃত বৃদ্ধর মুখ দেখতে পায় মেয়ে সহ পরিবার। এইজন্য পরিবারের সদস্যরা বিএসএফ ও বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই ঘটনায় দুই দেশের বাসিন্দাদের মধ্যেও চোখে জল এসেছে। দুই দেশের বিভিন্ন বিবাদ সংঘাতের মাঝেও এই ঘটনায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে।

Join Group Join Group