বছর শেষ হয়ে গেল… দেখে নিন কোন বাইক সেরা বিক্রি হল।

২০২৫ শেষ করে নতুন বছর শুরু হল। নতুন বছরে মানুষের নতুন আশা পূর্ণ করার ইচ্ছে থাকে। অনেকের শখ বাইক। অনেকেই নতুন বছরের নতুন বাইক কেনার চিন্তা করছেন। কিন্তু কোন বাইক কিনবেন সেটা ঠিক করতে পারছেন না। বাইক অনেকের কাছে ভালোবাসা। সেই ভালোবাসার বাইক সবসময় সেরা হওয়া দরকার। তাই বাইক নিয়ে দুশ্চিন্তা না করে দেখে দিন সদ্য শেষ হওয়া বছরের শুধুমাত্র নভেম্বর মাসে কোন ব্র্যান্ডের বাইক সব চেয়ে বেশি বিক্রি হয়েছে। কিংবা বাজার কাঁপাচ্ছে কোন কোম্পানির বাইক। কারণ প্রতিবছর নভেম্বর মাসে সবচেয়ে বেশি বাইক বিক্রি হয়।

Hero splendor বাইক :

ইহা হল মধ্যবিত্ত ভারতীয়দের ভরসার প্রতীক। প্রতিবারের মতোই এবারও এই ব্র্যান্ডের বাইক সবার উপরে আছে। ২০২৫ সালের নভেম্বর মাসে এই বাইকের 3,48,569 ইউনিট বিক্রি হয়েছে। যা সারা বছরের তুলনায় 18.6 শতাংশ। গ্রাম থেকে শহর, মধ্যবিত্ত থেকে উচ্চ বিত্ত সকল মানুষের দীর্ঘ দিনের ভরসা এই প্লেনডার। এই বাইকের দুর্দান্ত মাইলেজ, সহজ মেনটেনান্স ও ভালো ইঞ্জিন এই তিন গুণ এই বাইকের জনপ্রিয়তা বছরের পর বছর ধরে রেখেছে। এবছরেও তার কোন অনিয়ম হয়নি।

Honda Activa :

এই বাইক হল স্কুটারের রাজা। এই স্কুটার আছে এই তালিকার দ্বিতীয় নং – এ। গত নভেম্বর মাসের হিসাব বলছে Honda Activa, বিক্রি 2,62,689 ইউনিট। গত বছরের তুলনায় বৃদ্ধির হার 27 শতাংশ। অর্থাৎ এই স্কুটির বিক্রি আগের থেকে বেড়েছে। শুধু মহিলা নয়, বয়স্ক মানুষ থেকে যুবক সবাই এই বাইক কিনে বাড়ি নিয়ে গেছে।

আরোও পড়ুন : মধ্যবিত্তের হাতের নাগালে Maruti-র গাড়ি, বাইকের চেয়েও কম দামে Maruti Suzuki Baleno গাড়ির মধ্যে কোন কোন বৈশিষ্ট্য রয়েছে।

Honda Shine বাইক:

এই তালিকায় তৃতীয় স্থানে আছে হোন্ডা সাইন। এই বাইক হোন্ডার সবচেয়ে বেশি বিক্রিত বাইক। SP – CB সাইন এখন হোন্ডার ট্রেন্ডিং এ চলছে। 1,86,490 ইউনিট বিক্রি হয়েছে। এই টু হুইলারের স্মুথ ও ডিফেন্ডার ইঞ্জিন কারণেই অফিস যাত্রীদের প্রথম পছন্দের।

TVS JUPITER :

এই স্কুটি আছে চতুর্থ তালিকায়। এই গত নভেম্বর মাসে এই স্কুটি
বিক্রি হয়েছে 1,24,782 ইউনিট। স্কুটির মধ্যে একটিভার সাথে টক্কর দিচ্ছে জুপিটার। প্রশস্ত শিট, আরামদায়ক সাসপেনশন ও ভালো মাইলেজ এই স্কুটির জনপ্রিয়তার কারণ।

Bajaj Pulsar বাইক :

এই তালিকায় পঞ্চম স্থানে আছে বাজাজ পালসার। এই বাইক বিক্রি হয়েছে বিক্রি 1,13,802 ইউনিট। বৃদ্ধি স্থিত তবু পালসারের প্রতি যুবকদের টান এখনও কমেনি সেটাই প্রমাণ করে এই বিক্রির পরিমাণ। এই বাইকের মূল আকর্ষণ হল এই স্পোর্ট লুক ও শক্তিশালী ইঞ্জিন।

Hero HF Deluxe বাইক :

হিরো কোম্পানির HF ডিলাক্স বাইক হল ষষ্ঠ স্থান অধিকারী। বিক্রি 91,082 ইউনিট, বছরে বছরে প্রায় 48.7 শতাংশ বৃদ্ধি। কম মাইলেজ মধ্যবিত্তের নাগালের সেরা বাইক। এই বাজেট ফ্রেন্ডলি বাইক এখনও যথেষ্ট জনপ্রিয়।

Yamaha RayZR 125 :

একটি জনপ্রিয় মডেলের স্কুটার, যেটি তার দুর্দান্ত 60 কিমি/লিটার মাইলেজ ক্ষমতা, আধুনিক ডিজাইন, Hybrid Power Assist সিস্টেম সম্পন্ন, 125 সিসি সেগমেন্টের জন্য জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বাজারের অন্যান্য স্কুটার যেমন TVS Jupiter, Honda Activa 125, এবং Hero Xoom-এর সঙ্গে প্রতিযোগিতায় শীর্ষে অবস্থান করছে। RayZR 125 স্কুটারটি গত নভেম্বরে ২১,০৪৯ ইউনিট বিক্রি হয়েছিল এবং এটি ছিল এই কোম্পানির মোট দেশীয় বিক্রির প্রায় অর্ধেক। ৭৫ হাজার টাকা থেকে ৮৫ হাজারের মধ্যে এই স্কুটারটি বাইকের তুলনায় অনেক বেশি আরামদায়ক এবং ট্র্যাফিকের মধ্যেও ড্রাইভিং এর জন্য সুবিধাজনক হওয়ায় মহিলা থেকে পুরুষ ও বয়স্কদের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে।

Royal Enfield Classic 350 বাইক :

সব থেকে বেশি বিক্রি হওয়া বাইকগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক ফিচার যেমন – J-সিরিজ ইঞ্জিন, কম ভাইব্রেশনের জন্যট্রিপ-অ্যাক্সিয়াল কাউন্টারব্যালান্সার, ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপার নেভিগেশন অপশন, USB চার্জিং পোর্ট, দুর্দান্ত ব্রেকিং সিস্টেম এই বাইকটিকে অন্যান্য বাইকের তুলনায় আলাদা করেছে। এক্স শোরুমে প্রায় ১.৮১ লক্ষ থেকে ২.১৬ লক্ষ টাকার মধ্যে ঐতিহ্যবাহী ডিজাইন এবং ক্লাসিক লুক হওয়ায় ইয়ং জেনারেশন এর একমাত্র আকর্ষণ এই বাইকটির বিক্রির পরিমাণ ছিল ২০২৫ সালের নভেম্বরে প্রায় ৩৪,০০০ ইউনিট। বর্তমানে এই বাইকটির চাহিদা রয়েছে সব থেকে বেশি।

Join Group Join Group