আপনি যদি এই সময় দাঁড়িয়ে একটি চার চাকা ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে, মারুতি কোম্পানির সুজুকি বেলানো এই গাড়িটি ক্রয় করতে পারেন, যার ক্রয় মূল্য রয়েছে একটি বাইকের থেকেও কম। ভারতীয় প্রিমিয়াম গাড়ির বাজারে maruti কোম্পানির নাম খুবই জনপ্রিয় ও বহুল পরিচিত। সম্প্রতি এই কোম্পানির একটি গাড়ি খুবই কম মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। এই গাড়ির মধ্যে অভিনব কি কি বৈশিষ্ট্য রয়েছে জেনে নেওয়া যাক প্রতিবেদনের মাধ্যমে।
মারুতি কোম্পানির Maruti Suzuki Baleno এই গাড়িটির স্টাইলিশ প্রিমিয়াম লুক, উন্নত আধুনিক প্রযুক্তির ব্যবহার, আরামদায়ক কেবিন এবং দুর্দান্ত পারফরম্যান্স ক্ষমতা সব মিলিয়ে বাইকের থেকেও কম মূল্যে আপনি পেয়ে যেতে পারবেন এই গাড়িটি। বলা যায়, শহর ও গ্রামের গাড়ি প্রেমীদের কাছে এই গাড়িটি খুবই গ্রহণযোগ্যতা পাবে। ২০১৫ সালের প্রথম এই গাড়িটি লঞ্চ হয়েছে। সময়ের সাথে সাথে ক্রেতাদের চাহিদা পূরণ করতে আধুনিক ফিচারস যুক্ত হওয়ায় এই গাড়িটি এতটা আকর্ষণীয় হয়ে উঠেছে যে বাজারের অন্যান্য কোম্পানির গাড়ির প্রতিযোগিতায় নিজেকে এখনো পর্যন্ত এক নম্বরে ধরে রেখেছে। আপনিও কি মারুতি কোম্পানির এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক রয়েছেন, তাহলে এই গাড়ির কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আগে ভালো করে জেনে নিন।
১) বাহ্যিক নকশা :
আধুনিক Maruti Suzuki Baleno-র বাহ্যিক নকশায় স্পোর্টি ও এলিগ্যান্ট স্টাইল দেওয়া হয়েছে, যাতে আধুনিকতার সাথে সামঞ্জস্য থাকে। ইয়ং জেনারেশন-এর জন্য মূলত তৈরি করা হয়েছে। গাড়ির সামনে চওড়া গ্রিল, স্লিক LED হেডল্যাম্প এবং শার্প বডি লাইন গাড়িটিকে প্রিমিয়াম লুক এনে দিয়েছে। সাইড প্রোফাইলে অ্যারোডাইনামিক ডিজাইন ও স্টাইলিশ অ্যালয় হুইল গাড়িটিকে আরো আকর্ষণীয় করেছে। গাড়ির পিছনের দিকেও আধুনিক টেলল্যাম্প ও পরিমার্জিত বাম্পার ডিজাইন Baleno গাড়িটিকে অত্যাধুনিক লুক এনে দিয়েছে, যেটি সকল ক্রেতাদের এক কথায় পছন্দের কারণ হয়ে দাঁড়াবে।
২) ইন্টেরিয়র ও ফিচার :
Maruti Suzuki Baleno শুধুমাত্র বাহ্যিক লুক নতুনত্ব রয়েছে তা নয়, গাড়ির ইন্টেরিয়র ফিচার অত্যাধুনিকভাবে সজ্জিত করা হয়েছে। গাড়ির কেবিনে ঢুকলেই চোখে পড়বে প্রশস্ত ও আরামদায়ক সিট। প্রিমিয়াম ফিনিশের ড্যাশবোর্ড, উন্নত মানের আসন এবং পর্যাপ্ত লেগ রুম এই গাড়িটিকে দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি দীর্ঘ যাত্রার জন্য একদম পারফেক্ট করে তৈরি করেছে।
অভিনব ফিচারের তালিকায় রয়েছে বড়ো টাচস্ক্রিন, ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি, স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, কি-লেস এন্ট্রি ও পুশ-বাটন স্টার্টের মতন অত্যাধুনিক সমস্ত সুযোগ-সুবিধা। নিরাপত্তার দিক থেকেও গাড়িটিকে বিভিন্ন অভিনব ফিচার দেওয়া হয়েছে। যেমন গাড়িটিতে একাধিক এয়ার ব্যাগ, ABS ও ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশনের মতো গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে।
আরোও পড়ুন : রেলে নেওয়া হচ্ছে ২২,০০০ গ্রুপ ডি। দ্রুত আবেদনের জন্য জেনে নিন বিস্তারিত।
৩) ইঞ্জিন ও পারফরম্যান্স :
Maruti Suzuki Baleno-তে আধুনিক ক্ষমতা সম্পন্ন পেট্রোল ইঞ্জিন, যেটি শহর এবং হাইওয়ের ট্র্যাফিকে দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারবে। আধুনিক ইঞ্জিন হওয়ায় মসৃণ ড্রাইভিং করার সুবিধা রয়েছে এবং কম শব্দ ও কম কম্পন হওয়ার জন্য ড্রাইভিং করতে সুবিধাদায়ক হবে। গাড়িটিতে ম্যানুয়াল ও অটোমেটিক দুই ধরনের গিয়ার বক্সের অপশন রয়েছে। সহজ ড্রাইভিং এবং দীর্ঘ যাত্রার সফরে দুর্দান্ত পারফরম্যান্স সম্পন্ন এই গাড়িটি।
৪) মাইলেজ ও রক্ষণাবেক্ষণ :
Baleno গাড়ির মাইলেজ ক্ষমতা দুর্দান্ত। বিশেষ করে মারুতি সুজুকির ইঞ্জিন আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলে গাড়িটির জ্বালানি সাশ্রয়ের জন্য দক্ষ ভূমিকা গ্রহণ করে। এইজন্য প্রতিদিনের যাতায়াতের ব্যবহারই হোক কিংবা একটা দূর ভ্রমণের ক্ষেত্রেও খরচের দিক থেকে অনেকটাই সাশ্রয়ী হবে এই গাড়িটি।
৫) বাজার মূল্য :
Maruti Suzuki Baleno গাড়িটির ভারতের এক্স শো রুম দাম রয়েছে ৭ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৯ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে। তবে গাড়ির ভেরিয়েন্ট, ইঞ্জিন, অপশন ও অন্যান্য চার্জের উপর নির্ভর করে রাজ্য ভেদে দাম এদিক ওদিক একটু হতে পারে।
এত কম মূল্যে, অত্যাধুনিক ফিচার সম্পন্ন Maruti Suzuki Baleno দেশের প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে বাজারের অন্যান্য কোম্পানির গাড়ির সাথে প্রতিযোগিতায় প্রথম সারিতে নিজের মান শক্ত করেছে। মারুতি কোম্পানির গাড়িটি শহর ও গ্রামের দুই জায়গাতেই সমান জনপ্রিয়তা লাভ করেছে। মারুতি কোম্পানি অনেক পুরোনো কোম্পানি, সেই কোম্পানির এই গাড়িটি আধুনিকতার সাথে সামঞ্জস্য রেখে উন্নত ইঞ্জিন, উন্নত পারফরম্যান্স ক্ষমতা, অভিনব প্রিমিয়াম ডিজাইন, আরামদায়ক ড্রাইভিং সবমিলিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য কিংবা দূর ভ্রমণের জন্য আপনার একমাত্র পছন্দ হতে পারে Maruti Suzuki Baleno। বাইকের থেকেও অনেক কম মূল্যে আপনি যদি চার চাকা কেনার স্বপ্ন দেখেন, তাহলে অতি শীঘ্রই এই গাড়িটি ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করে নিন।