এই প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য। নিঃসন্দেহে বলা যায় রাজ্যবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত সুপার এক্সপ্রেস ট্রেন চালু করেছিলেন, যার মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যবাসী। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত সুপার এক্সপ্রেস এর পর এইবার বন্দে ভারত স্লিপার ট্রেন কতটা উন্নত প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে? কবে থেকে এই ট্রেন চালু হচ্ছে? কি কি সুবিধা পেতে চলেছে যাত্রীরা? ট্রেনের ভাড়া কত রয়েছে? এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত ভাবে জানার জন্য আজকের এই প্রতিবেদন।
২০২৬ এর রয়েছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ রাজ্য পেতে চলেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৮ জানুয়ারি বা 19 শে জানুয়ারি হাওড়া-গুয়াহাটি বন্দেভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হবে। ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়নি। সম্ভাবনা রয়েছে জানুয়ারির মাঝখানেই ট্রেনের উদ্বোধন করা হবে তবে চূড়ান্ত দিন কবে হচ্ছে সেই ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।
কি কি সুবিধা পেতে চলেছে যাত্রীরা?
বন্দে ভরত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু হলে কলকাতা ও উত্তরবঙ্গের দূরত্ব আরো কমে আসবে। খুব দ্রুত এই ট্রেন পৌঁছে যাবে কলকাতা থেকে উত্তরবঙ্গে। বলা যায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যাত্রীদের অনেকটা সময় সাশ্রয় হবে এছাড়া খুব সহজেই কলকাতার মানুষজন উত্তরবঙ্গের মালদা, নিউ জলপাইগুড়ি স্টেশন পেরিয়ে খুব দ্রুত সময়েই আসামের গুয়াহাটি পৌঁছে যেতে পারবে। এতদিন বিমানে করে যেতে যে পরিমাণ টাকা খরচ হতো একজন যাত্রীর অনেকটাই কম খরচ হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনে করে আসামের গৌহাটি পৌঁছাতে।
আরোও পড়ুন : নতুন বছর এসে গেল কিন্তু “কৃষক বন্ধু”- এর টাকা কবে পাবেন?
ভাড়া কত পড়তে চলেছে?
হাওড়া থেকে গুয়াহাটির ভাড়া : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কলকাতা থেকে আসামের গোহাটিতে বিমানে করে যেতে যেখানে খরচ হয় 6000 থেকে 8000 টাকা। বন্দে ভারত স্লিপার ট্রেনে থার্ড এসিতে যেতে খাবারসহ খরচ পড়বে ২৩০০ টাকা। অন্যদিকে সেকেন্ড এসির ক্ষেত্রে খরচ পড়বে খাবার সহ প্রায় 3000 টাকা। আর ফাস্ট এসিতে খরচ পূর্বে খাবার সব প্রায় ৩৬০০ টাকা। অর্থাৎ বলে যে মধ্যবিত্তদের নাগালের মধ্যেই ভাড়া নির্ধারণ করা হয়েছে যাতে প্রত্যেকটি যাত্রী সুলভ মূল্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনে সফর করতে পারে।
কলকাতা-গুয়াহাটিতে অন্য ট্রেনের ভাড়া কত রয়েছে সেটাও জেনে নেওয়া যাক:-
হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার একটি জনপ্রিয় ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনের থার্ড এসিতে খাবার বাদ দিয়ে ভাড়া রয়েছে ১,৪১০ টাকা। সেকেন্ড এসিতে খাবার বাদ দিয়ে ভাড়া রয়েছে ১,৯৮৫ টাকা। ফার্স্ট এসিতে খাবার বাদ দিয়ে ভাড়া রয়েছে ৩,২২০ টাকা।
অর্থাৎ বোঝাই যাচ্ছে, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু হলে কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে আসামের গৌহাটি যাওয়ার খরচ যেমন অনেকটাই কম হবে তেমন পরিষেবা যুক্ত ট্রেনে অত্যন্ত স্বাচ্ছন্দে পৌঁছাতে পারবেন রেলযাত্রীরা। সম্ভবত ১৮ বা ১৯শে জানুয়ারি এই ট্রেন উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ আর দুই এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে। আশা করা যায় এই ট্রেন চালু হলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গবাসীর জন্য একটা স্বপ্ন পূরণ হতে চলেছে।