বর্তমানে প্রত্যেকটি ব্যাংক বা পোস্ট অফিসে সুদের হার অনেক হারে দিচ্ছে। এজন্য প্রত্যেকটি ব্যক্তি বিভিন্ন সঞ্চয় প্রকল্প বা ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগে হার বাড়িয়েছে। নতুন বছর শুরু হওয়ার আগেই সুদের হার বাড়িয়ে দেওয়া হল বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোতে। আপনিও যদি বিনিয়োগের কথা ভেবে থাকেন, তাহলে কোন স্কিমে কত সুদের হার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।
২০২৬ সাল শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকার বিনিয়োগকারীদের জন্য সুখবর জানালো। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোতে সুদের হার কখনো পরিবর্তে অপরিবর্তিত রাখা হয়েছে। শেষবার সুদের হার পরিবর্তন করা হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে। এই বড়ো মনে করা হয়েছিল 2025-2026 অর্থবর্ষে সুদের হার পরিবর্তন করে কমিয়ে দেওয়া হবে। কিন্তু আগের মতই অপরিবর্তিত থাকায় অনেকটাই সুবিধা হবে বিনিয়োগকারীদের।
দেখে নেওয়া যাক, জানুয়ারি-মার্চ পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কত : –
| ১) সেভিংস ডিপোজিটে সুদের হার রয়েছে | ৪ শতাংশ। |
| ২) ১ বছরের ডিপোজিটে সুদের হার রয়েছে | ৬.৯ শতাংশ। |
| ৩) ২ বছরের ডিপোজিটে সুদের হার রয়েছে | ৭ শতাংশ। |
| ৪) ৩ বছরের ডিপোজিট রয়েছে | ৭.১ শতাংশ। |
| ৫) ৫ বছরের ডিপোজিট রয়েছে | ৭.৫ শতাংশ। |
| ৬) ৫ বছরের রেকারিং ডিপোজিট রয়েছে | ৬.৭ শতাংশ। |
| ৭) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে | ৮.২ শতাংশ। |
| ৮) মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম (এমআইএস) রয়েছে | ৭.৪ শতাংশ। |
| ৯) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) রয়েছে | ৭.৭ শতাংশ। |
| ১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) রয়েছে | ৭.১ শতাংশ। |
| ১১) কিষান বিকাশ পত্র | ৭.৫ শতাংশ রয়েছে (১১৫ মাসে ম্যাচিওর হবে)। |
| ১২) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা রয়েছে | ৮.২ শতাংশ। |
আরোও পড়ুন : হোন্ডা এসপি ১২৫ – ১২৪ সিসি ইঞ্জিন, দুর্দান্ত পারফরমেন্স সহ অন্যান্য কি কি বৈশিষ্ট্য থাকতে চলেছে?
যেহেতু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট কমিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য অনেকেই মনে করেছিলেন যে, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যে সুদের হার কমিয়ে দেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছিল রেপো রেট। ফলে আপাতত রেপো রেট হয়েছে ৫.২৫ শতাংশ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোতে সুদের হার অপরিবর্তিত রাখায় অনেকটাই সুবিধা হবে বিনিয়োগকারীদের।
আপনিও যদি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন তাহলে আগের সুদের হারে লাভ পাবেন।