নতুন বছর এসে গেল কিন্তু “কৃষক বন্ধু”- এর টাকা কবে পাবেন?

২০২৫ শেষ করে নতুন ২০২৬ শুরু হয়ে গেল। কিন্তু বাংলার কৃষকরা এখনও রবি মৌসুমের “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা পেলেন না। তাহলে কি এবার টাকা ঢুকবে না চাষী ভাইদের ব্যাংক একাউন্ট গুলিতে? এই নিয়েই জোর গুঞ্জন চলছে উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জেলার কৃষকদের মনে। এমনকি, অনেক কৃষক ব্যাংকে গিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স চেক করছেন টাকা ঢুকেছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। কিন্তু কবে পাবেন টাকা সেই নিয়েই দুশ্চিন্তা অনেকের মনে।

“কৃষক বন্ধু” প্রকল্প বাংলার লক্ষ লক্ষ চাষী ভাইদের অহংকর। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জনমুখী প্রকল্প হলো “কৃষক বন্ধু”। ২০১৯ বর্তমান রাজ্য সরকার কৃষকদের স্বার্থ রক্ষা করতে এই প্রকল্প উদ্‌বোধন করেন। এই প্রকল্পের অধীনে, রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বছরে দুইবার অর্থাৎ খারিফ ও রবি মৌসুমের চাষের খরচের জন্য আর্থিক অনুদান পান। যে সমস্ত কৃষকের ন্যূনতম ১ একর চাষ যোগ্য জমি আছে, তারা বছরে দুই কিস্তিতে ৫০০০ করে মোট ১০০০০ টাকা পান। আর যে সমস্ত কৃষকের মিনিমাম ১ কাটা জমি আছে তারা দুই কিস্তিতে ২০০০ করে বছরে মোট ৪০০০ টাকা পান। সেই সঙ্গে ৬০ বছরের আগে কোনো কৃষকের মৃত্যু ঘটলে ২ লক্ষ টাকা ডেথ কভারেজ পাওয়া যায়। এই প্রকল্প রাজ্যের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। লক্ষ লক্ষ কৃষক এই প্রকল্পের অনুদান পেয়ে মাঠে সোনার ফসল ফলাচ্ছেন।

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, প্রতিবছর রবি মৌসুমের “কৃষক বন্ধু” কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এমনি গত কয়েক বছরের হিসাব বলছে, রবি মৌসুমের টাকা প্রদান করা হয়েছে জানুয়ারি মাসের ৫ তারিখের মধ্যে। কিন্তু এ বছর বাংলার মাঠে মাঠে রবি ফসল রোপণের কাজ প্রায় শেষ। অন্যদিকে, নতুন বছর শুরু হয়ে গেল তবু “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা প্রদান নিয়ে কোনো ঘোষণা নেই। সেই নিয়েই অনেক গুজব ছড়িয়ে পড়েছে।

আরোও পড়ুন : ১০০ দিনের কাজের বকেয়া টাকা কবে পাবে বাংলার কর্মীরা? স্ট্যান্ডিং কমিটিকে কি জানালো কেন্দ্রীয় মন্ত্রক।

কিন্তু “কৃষক বন্ধু” প্রকল্প নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। কারণ এই জনমুখী প্রকল্প গুলিই হলো রাজ্য সরকারের অন্যতম স্তম্ভ। আবার সামনেই ২০২৬ সালের বিধানসভা ভোট, তাই “কৃষক বন্ধুর” টাকা পেতে আর বেশি দেরি হবেনা।

সূত্রের খবর, প্রশাসনিক ব্যস্ততার কারণেই “কৃষক বন্ধু” প্রকল্পের টাকা প্রদান নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই এই ঘোষণা করবেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহলের খবর অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ মধ্যেই টাকা প্রদান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় একদিন টাকা দেওয়ার সম্ভাবনা কম। কোনো একটি নির্দিষ্ট জেলা থেকে এই টাকা প্রদান শুরু হবে। আর তারপর ধীরে ধীরে সব জেলার কৃষক বন্ধুদের একাউন্টে টাকা ঢুকে যাবে। তারপর সেই টাকা দিয়ে তারা চাষের খরচ মেটাতে পারবেন।

Join Group Join Group