প্যান কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটি ব্যাংকিং একাউন্ট খোলার জন্য এবং আয়কর ফাইল রিটার্ন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। আপনি যদি ৩১শে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করান তাহলে আয়কর রিটার্ন করতে আপনি পারবেন না, কারণ আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। কীভাবে প্যান কার্ডের সাথে লিংক করাবেন? লিংক হয়েছে কিনা ৩১ ডিসেম্বরের মধ্যে চেক করাবেন কী করে? এই সমস্ত কিছু বিস্তারিত দেওয়া থাকছে এই প্রতিবেদনে।
প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলাফল : আয়কর বিভাগ থেকে জানানো হয়েছে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আর্থিক লেনদেন করতে আপনি পারবেন না। আয়কর রিটার্ন দাখিল ও রিফান্ড গ্রহণ সবকিছুই সমস্যার মধ্যে পড়বে। এইজন্য ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হয়েছে।
প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাবেন কী করে :
আবেদনকারীকে সবার প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
এরপর প্রোফাইল বিভাগে গিয়ে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক এর বিকল্পটি নির্বাচন করতে হবে।
এরপর আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের বিবরণ লিখতে হবে। তারপর ই-পে ট্যাক্সের মাধ্যমে পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে।
এরপর প্রযোজ্য মূল্যায়ন বছর সিলেক্ট করে, অন্যান্য রশিদ পেমেন্ট বিকল্প অপশন নির্বাচন করুন।
পূর্বে পূরণ করা পেমেন্ট যাচাই করে পরবর্তী পেতে চলে যান এরপর চালান তৈরি করে আপনার ব্যাংকিং যে কোন একটি মাধ্যম ব্যবহার করে অর্থপ্রদান করুন।
এরপর আপনার পেমেন্টটি সফল হলেই ফাইলিং পোর্টালে আবার পুনরায় ফিরে যান।
এরপর আবার আধার নম্বর, প্যান কার্ড নম্বর, নাম, ঠিকানা সমস্ত ডিটেলস ভালো করে লিখে validate অপশনে ক্লিক করুন। সবশেষে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সে ওটিপি টি লিখুন এবং এর পরেই আপনার অনলাইন প্রসেস সমাপ্ত হবে।
আরোও পড়ুন : রাজ্যের স্কুলগুলোতে নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের, চালু করা হলো : নতুন একাডেমিক ক্যালেন্ডার, কি কি নিয়ম আসতে চলেছে নতুন শিক্ষাবর্ষে!
আপনার এই লিংক প্রসেস ঠিকঠাক করা হয়েছে কিনা সেটা দেখার জন্য স্ট্যাটাস চেক করতে পারেন দুই থেকে তিনদিন পরে।
স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া : –
প্রথমেই ফাইলিং পোর্টালে যেতে হবে, আধার লিংকে স্ট্যাটাস চেক করে বিকল্প অপশন ক্লিক করুন। এরপর আপনার আদারও প্যান কার্ডের বিবরণ লিখুন এবং সবশেষে স্ট্যাটাস প্রদর্শিত হবে সেটা দেখে নিন।
এছাড়া আপনি আরেকটি সহজ পদ্ধতির মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা হলো টেক্সট ম্যাসেজের মাধ্যমে। এটার জন্য আপনাকে UID PAN স্পেস দিয়ে আধার নম্বর এবং আবার স্পেস দিয়ে প্যান কার্ড নম্বর লিখে 561561, 567678 এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটিতে পাঠিয়ে দিন।
এক্সট্রা চার্জ বা জরিমানা : ৩১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে যদি আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করান, তাহলে তো আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তবে যেহেতু প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা অনেকদিন আগে চলে গিয়েছে, তার জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আপনি যদি প্যান কার্ডও আধার কার্ড লিঙ্ক করান, তবে তার আগে কিন্তু এক হাজার টাকা জরিমানা বা একটা চার্জ আপনাকে দিতে হবে। তবে ক্ষেত্রে যে সমস্ত গ্রাহকদের প্যান কার্ড ২০২৪ এর পহেলা অক্টোবরে ইস্যু করা হয়েছে, তাদের এই চার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আপনার যদি এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক না হয়ে থাকে, তাহলে অবশ্যই ৩১শে ডিসেম্বর সময়সীমার মধ্যে এই লিংক করিয়ে নিন। এটি না করলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আপনি কোনো রকম ব্যাংকিং লেনদেন করতে পারবেন না। আয়কর ফাইল, রিটার্ন এবং রিফান্ড প্রদানে কিন্তু সমস্যা হবে তাই জন্য অবশ্যই এই জরুরি ও গুরুত্বপূর্ণ কাজটি করা বাধ্যতামূলক করা হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে।