কোনো জমির খতিয়ান নম্বর বা জমির মালিক চেক করার জন্য সবথেকে উত্তম পদ্ধতি কি? জেনে নিন বিস্তারিত!

জমি কেনা বেচা সবথেকে কঠিন কাজ বলা যায়, জমি কেনা বেচার সময় যদি আপনি সমস্ত কিছু যাচাই না করে নিয়ে থাকেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বর্তমান সময়ে যে-কোনো অফিশিয়াল কাজ ডিজিটাল মাধ্যমে করা হয়ে থাকে। সেই অনুযায়ী জমি সংক্রান্ত যে-কোনো তথ্য বর্তমান সময়ে অনলাইন মাধ্যমে খুব সহজে পেয়ে যাওয়া যায়। এর জন্য জমি কেনার আগে অনলাইনে সে সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিয়ে তবে কেনা উচিত।

কিছু বছর আগেও জমি সংক্রান্ত যে-কোনো তথ্য যাচাই করার জন্য বিডিও অফিস বা বিএলও অফিসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এতে যেমন অনেক সময় নষ্ট হতো, যেমন অনেকটাই পরিশ্রমের ছিল। তবে অনলাইন পদ্ধতি এসে যাওয়ার পরে এই কাজ অনেকটাই সহজ ও সরল হয়ে গিয়েছে। কীভাবে আপনি অনলাইন মাধ্যমে জমি সংক্রান্ত সমস্ত তথ্য বাড়িতে বসে দেখতে পারবেন বা জানতে পারবেন সে সংক্রান্ত আপডেট দেওয়া রইলো এই প্রতিবেদনে।

Buying and selling land

জমি সংক্রান্ত নতুন পোর্টাল :- ডিজিটাল মাধ্যমে যাতে আপনি জমি সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যেতে পারেন তার জন্য সরকারের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে আপনি আপনার সমস্ত উত্তর পেয়ে যেতে পারবেন। এই পোর্টালটি হল : – https: //banglarbhumi.gov.in

কীভাবে অনলাইন মাধ্যমে জমি সংক্রান্ত কি কি তথ্য জানবেন :-


এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভূমি সংস্কারের অধীন জমির সমস্ত রকম তথ্যই আপনি দেখতে পারবেন। ওয়েবসাইট লগইন করে একে একে সমস্ত প্রসেস কমপ্লিট করতে হবে। আর তারপরেই আপনি জানতে পারবেন খতিয়ান বা দাগ নম্বর, জমির মালিকানার নাম, জমির ধরন, জমির পরিমাপ সমস্ত কিছুই দেখা যাবে।
এটি দেখার জন্য সর্বপ্রথম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর “Citizen Service” এই অপশনে ক্লিক করতে হবে। তারপর know your property অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার জেলা, ব্লক, মৌজা নির্বাচন করতে হবে। তারপর খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিতে হবে। তাহলেই জমি সমস্ত তথ্য মালিকানার নাম চলে আসবে।

আরোও পড়ুন :- BSF কনস্টেবল নিয়োগে অগ্নিবীরদের জন্য বাড়তি সুযোগ। অনুমোদন পেলো বাড়তি সুবিধা।

এভাবেই আপনি অনলাইন মাধ্যমে যে-কোনো জমির ইতিহাস বা জমির পরিমাণ, জমির ধরন, দাগ নম্বর খতিয়ান নম্বর জমির মালিকানার নাম, মালিকানার পিতার নাম এবং জমিটি বসবাস করার যোগ্য কিনা এ সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন খুব সহজেই শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে।
তাহলে এবার থেকে জমি কেনার জন্য কোন বিডিও অফিসে গিয়ে দাঁড়িয়ে থেকে জমির তথ্য পাওয়ার থেকে আপনি বাড়িতে বসে খুব সহজে অল্প সময়ের মধ্যেই পেয়ে যেতে পারবেন জমির বিভিন্ন তথ্য।

বিশেষ করে জমি সংক্রান্ত কেনা-বেচা বা তথ্য পাওয়ার জন্য অনেক সময় দালালের উপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে দালাল বিভিন্ন সময়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য ভুল তথ্য দিয়ে থাকে। এছাড়া দালালের উপর নির্ভর করলে তাদেরকে এক্সট্রা চার্জ দিতে হয়। এইজন্য আপনি যদি সরাসরি অনলাইন মাধ্যমে জমির তথ্য সম্পর্কে যাচাই করেন তাহলে সম্পূর্ণ নিজেও দায়িত্বে জমি সম্পর্কে তথ্য অনুসন্ধান করে জমির রেকর্ড নিতে পারবেন। এর ফলে কোন দালালের খপ্পরে আপনি পড়বেন না। এছাড়া অতিরিক্ত টাকা আপনাকে খরচা করতে হবে না। এইজন্য সব থেকে উত্তম পন্থা হলো অনলাইনের মাধ্যমে জমি সংক্রান্ত তথ্য যাচাই করা। এতে আপনি সম্পূর্ণ সত্যিকারের এমন নির্ভেজাল তথ্য পাবেন, যা আপনার জমি কেনার ক্ষেত্রে সহায়ক হবে।

Join Group Join Group