অল্প মূলধনে মোটা অংকের অর্থ লাভ, এগ্রি ট্যুরিজম এর ব্যবসা করে ভবিষ্যত গড়ুন।

আপনি যদি অল্প মূলধন প্রয়োগ করে ভালো ব্যবসা করার আইডিয়া খুঁজে থাকেন তাহলে আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে এগ্রি ট্যুরিজমের ব্যবসা। বর্তমানে একটি ভালো সরকারি চাকরি পাওয়ার আশা করার থেকে অনেকেই ব্যবসা করার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে অনেক টাকা বিনিয়োগ করার প্রয়োজন হয় বলে, অনেকেই ব্যবসা করার ইচ্ছা থাকলেও মনের ইচ্ছে মনেতেই রেখে দেন। অনেক অল্প মূলধন বিনিয়োগ করে খুব অল্প সময়ে বেশি লাভের ব্যবসা যদি আপনি করতে ইচ্ছুক থাকেন তাহলে এগ্রি ট্যুরিজম ব্যবসা আপনার ভবিষ্যৎ গড়ার জন্য অন্যতম হতে পারে। এগ্রি ট্যুরিজম ব্যবসা কি? কিভাবে এই ব্যবসা শুরু করবেন? এই ব্যবসাতে মাসে কত টাকা লাভ করতে পারবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে।

এগ্রি ট্যুরিজম ব্যবসা কি?

আপনার বাড়িতে যদি নিজস্ব জমি থাকে বা কোন এলাকায় যদি জমি থাকে তাহলে এই ব্যবসা শুরু করতে পারবেন। সেই জমিতে যদি কৃষিকাজ করা হয় তাহলে গ্রামের কৃষিজাত ফসল, কৃষিকাজ দেখার জন্য অনেক পর্যটক শহর থেকে বা বিদেশ থেকে দেখতে আসেন। আপনার কাজ হল সেই সমস্ত পর্যটকদের গ্রামের কৃষিকাজ সম্পর্কিত তথ্য দেওয়া বা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এছাড়া কৃষিকার্য ঘুরিয়ে দেখানো।

Agri Tourism business

এগ্রি ট্যুরিজম ব্যবসা শুরু করবেন কিভাবে!

আপনার নিজস্ব জমি না থাকলেও ব্যবসা আপনি শুরু করতে পারবেন। যে সমস্ত ব্যক্তির কৃষি জমে রয়েছে তাদের সাথে আপনারা সরাসরি যুক্ত থাকতে হবে। আপনি আপনার এলাকার কৃষকদের সঙ্গে যুক্ত হয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আপনার কাজ হল কৃষকদের জমির পরিদর্শনের সাহায্য করা। এতে যেমন আপনার আয় হবে তেমন আপনার সাথে আপনার সঙ্গে যুক্ত থাকা কৃষকদেরও আয় হবে। কৃষিজাত জমি থেকে যে সমস্ত পর্যটক আসবেন পরিদর্শন করতে তারা চাইলে কৃষি জমি থেকে উৎপন্ন ফসল নিজের হাতে তুলতে পারবেন। যেটুকু ফসল করবেন সেটুকু মেপে নেই দাম নির্ধারণ করা হবে এর মাধ্যমেও অর্থ লাভ হবে।
বর্তমানে ডিজিটাল যুগে আপনি অনলাইন মাধ্যমেও ক্যাম্পেনিং করতে পারেন যাতে এই ব্যবসার সম্প্রসারণ ঘটে।

আরোও পড়ুন:- BANK গ্রাহকদের জন্য সুখবর! পার্সোনাল লোনে কমলো সুদের হার, জেনে নিন বর্তমান সুদের হার।

এগ্রি ট্যুরিজম ব্যবসার ভবিষ্যৎ।

যদিও এখনো পর্যন্ত ভারতে এই ব্যবসার সম্প্রসারণ ঘটেনি বা সেভাবে জাগরণ ঘটেনি। তবে বিদেশে বিশেষ করে আমেরিকায় এই ব্যবসার ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। আমেরিকা এই ব্যবসার পরিধি ৭৯০০ কোটি টাকা। এছাড়া জানা গেছে, সার্ক ট্যাঙ্কে পান্ডুরাম তাওরে নামক একজন কৃষক কৃষি কাজের পাশাপাশি এগ্রি ট্যুরিজমের ব্যবসা করছেন। বিগত দুই বছরে এই ব্যবসা করে তিনি ১০ কোটি টাকা লাভ করেছেন।

এগ্রি ট্যুরিজমে ইনকাম কিভাবে হবে!

যে সমস্ত শহুরে বা বিদেশি পর্যটক আপনার জমি দেখতে আসবে, তাদের কাছ থেকে একটি টাকা আপনাকে ধার্য করতে হবে। এছাড়া তারা যদি আপনার জমি থেকে ফ্রেশ ফসল নিজের হাতে উত্তোলন করে সেই সবজির দাম আপনি নেবেন। অর্থাৎ দুইভাবে আপনি ইনকাম করতে পারবেন।

তবে মনে রাখবেন, যে কোন ব্যবসা শুরু করার আগে নির্দিষ্ট পরিকল্পনা দরকার। এজন্য এগ্রি ট্যুরিজম ব্যবসা শুরু করার আগে কৃষিকাজ ও ট্যুরিজম দুটি বিষয়ের সঠিক ধারণা থাকতে হবে। এছাড়া যে কোন ব্যবসা শুরু করার আগে একটা সরকারি পারমিশনের প্রয়োজন হয়। রাজ্য বিশেষে সেই পারমিশন আলাদা হয়ে থাকে। এছাড়া যে সমস্ত পর্যটক জমি দেখতে আসবেন বা গ্রাম করে দেখবেন তাদের থাকার জন্য সেই গ্রামে ভালো হোটেলের বন্দোবস্ত করতে হবে সেদিন একটু আপনাকে চিন্তা-ভাবনা করতে হবে। অর্থাৎ আপনি যদি এই নতুন আইডিয়ার একটি ব্যবসা শুরু করতে ইচ্ছুক থাকেন তাহলে এই ব্যবসা থেকে আপনি অনেকটাই লাভ করতে পারবেন। তবে যে কোন ব্যবসা শুরু করলে প্রথম দিকে একটুখানি অসুবিধার সম্মুখীন হতে হয় তবে সবার সাথে সাথে অভিজ্ঞতার সম্মুখীন হতে হতে আপনি লাভবান হতে পারবেন ও ব্যবসার সম্প্রসারণ ঘটাতে পারবেন।

আপনি যদি কোন নতুন ধরনের ব্যবসা না করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনার জন্য ভালো বিকল্প হতে চলেছে এগ্রি ট্যুরিজম ব্যবসা। যেহেতু ভারতে এই ব্যবসার খুব একটি বিশেষ চল শুরু হয়নি। তাই আপনার হাত ধরেই শুরু করতে পারেন নতুন ধরনের এই ব্যবসা।

Join Group Join Group