BANK গ্রাহকদের জন্য সুখবর! পার্সোনাল লোনে কমলো সুদের হার, জেনে নিন বর্তমান সুদের হার।

আপনি যদি পার্সোনাল লোন নেওয়ার জন্য চিন্তা করে থাকেন তাহলে এখন থেকে আপনার জন্য অনেক সুবিধা করে দিলো রিজার্ভ ব্যাংক। সম্প্রতি পার্সোনাল লোনে সুদের হার অনেকটাই কমানো হয়েছে। কত সুদের হার কমানো হয়েছে এবং কোন ব্যাংকিং প্রতিষ্ঠানে সবথেকে কম সুদে লোন দেওয়া হচ্ছে সে সম্পর্ক বিষয়ে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি নিজের নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে যে কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে যেমন সুদের হার বেশি দেওয়া হয় কিনা লক্ষ্য রাখা জরুরী ঠিক অপরদিকে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার কোন প্রতিষ্ঠানে কম দেওয়া হচ্ছে সে অনুযায়ী ঋণ নেওয়া সুবিধা জনক ও লাভজনক।

বর্তমানে বিভিন্ন প্রয়োজন মেটাতে পার্সোনাল লোন নিয়ে থাকে বিভিন্ন ব্যক্তি। ব্যক্তিগত প্রয়োজন মেটানোর মধ্যে রয়েছে গৃহ নির্মাণ, পড়াশোনার খরচ, গাড়ি কেনা ও চিকিৎসা জনিত কারণের জন্য ঋণের প্রয়োজন হয়। কোন আত্মীয় বা প্রয়োজন বন্ধু-বান্ধবের কাছ থেকে মোটা অংকের টাকা ধার নেওয়া সম্ভবপর নয়, তাই জন্য সব থেকে সুবিধাজনক ও দ্রুত লোন পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উপরই নির্ভর করা হয়। কিন্তু অনেক ব্যক্তি লোন নেওয়ার পরে সুদের হার টানতে কিছুটা টেনশন ও ঝুঁকিপূর্ণ কাজ মনে করেন। সঠিক সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করতে পারলে অনেক জরিমানা ধার্য করা হয় এই ভয়েই অনেকে লোন নেওয়ার থেকে বিরত থাকেন। তবে আপনি যদি সম্প্রতি পার্সোনাল লোন নেওয়ার কথা চিন্তাভাবনা করে থাকেন তার জন্য রয়েছে বিভিন্ন সুবিধা। অনেক কম সুদের হারে আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। তবে তার আগে জেনে নেওয়ার জরুরী পার্সোনাল লোন নেওয়ার কিছু নিয়ম ও সুদের হার সম্পর্কে।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI রেপো রেট কমিয়েছে। এর ফলে অনেক ব্যাংক তাদের ঋণের জন্য প্রদত্ত সুদের হার অনেকটাই কম করেছে। কোন ব্যাংক কত সুদের হারে পার্সোনাল লোন দিচ্ছে যেন নেওয়া যাক।

SBI Bank:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকে সবথেকে বেশি গ্রাহক সংখ্যা রয়েছে। বর্তমানে এই ব্যাংক ব্যক্তিগত ঋণের জন্য প্রদত্ত সুদের হার রেখেছে ১০.০৫ শতাংশ। তবে এই সুদের হার আপনার সিবিল স্কোর এর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

HDFC Bank:- এইচডিএফসি ব্যাংক দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি অন্যতম ব্যাংক। এই ব্যাংক পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রদত্ত সুদের হার রেখেছে ১০.৯০ শতাংশ। তবে সিবিল স্কোর এর উপর নির্ভর করে সুদের হার পরিবর্তন হতে পারে।

Bank of Baroda:- দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষস্থানীয় আরে কি ব্যাংক হল ব্যাঙ্ক অফ বরোদা। এই ব্যাংক পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রদত্ত সুদের হার রেখেছে ১০.১৫ শতাংশ। সিবিল স্কোরের উপর নির্ভর করে পার্সোনাল লোনের উপর প্রদত্ত সুদের হার পরিবর্তিত হতে পারে।

Canara Bank:- রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাংকের পার্সোনাল লোনের জন্য প্রদত্ত সুদের হার রাখা হয়েছে ৯.২৫ শতাংশ। সিবিল স্কোরের উপর নির্ভর করে পার্সোনাল লোনের উপর প্রদত্ত সুদের হার পরিবর্তিত হতে পারে।

ICICI Bank:- আইসিআইসি ব্যাংক হল দেশের অন্যতম বেসরকারি ব্যাংক গুলোর মধ্যে একটি। এই ব্যাংক পার্সোনাল লোন এর ক্ষেত্রে প্রদত্ত সুদের হার রেখেছে 10.45 শতাংশ। সিবিল স্কোরের উপর নির্ভর করে পার্সোনাল লোনের উপর প্রদত্ত সুদের হার পরিবর্তিত হতে পারে।

উপরে উল্লেখিত যেকোনো একটি ব্যাংকের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি পার্সোনাল অন এর জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এর আগেও লোন নিয়ে থাকেন এবং আপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর যদি ভালো থাকে তাহলে সুদের হার আরো কমাতে পারে ব্যাংকের তরফ থেকে। তবে লোন নেওয়ার আগে যে ব্যাংক থেকে আপনি লোন নিচ্ছেন, সেই ব্যাংকের নিয়ম কানুন ভালো করে জেনে নিয়ে তবে আবেদন করবেন।
মনে রাখবেন লোন বা ঋণ নেওয়া যেমন আপনার ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য খুবই প্রয়োজনীয় একটি ধাপ, তেমনি সঠিক সময়ের মধ্যে লোন পরিশোধ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই নিজের আর্থিক ক্ষমতা অনুযায়ী লোন নেওয়া উচিত।

Join Group Join Group